| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মো: রাজু রহমান
এমন মানব সমাজ কবে গো সৃজন হবে যেদিন হিন্দু মুসলমান বুদ্ধ খৃষ্টান জাতি গোত্র নাহি রবে।
জনৈক এক প্রভাবশালী লোক যার নাম সোনা মিয়া। দুর্ভাগ্যবশত একদিন সোনা মিয়ার সিন্দুকের চাবি হারিয়ে যায়। সিন্দুকের চাবি হারানোর পর লোকটির অবস্থা পাগল প্রায়।
এমতাবস্থায় পাশের বাড়ির এক ভদ্রলোক এসে বলল সোনা ভাই অমুক গ্রামে এক ওঝা আছে তার কাছে যান ওই ওঝা আপনার সিন্দুকের চাবির সন্ধান দিতে পারবে। যেই বলা সেই কাজ!
সোনা মিয়া ওঝার কাছে গেলেন, ওঝা পরামর্শ দিলেন লুঙ্গি কাছা মেরে, মাথায় গামছা বেধে মাঝ রাতের অন্ধকারে বাড়ির পাশের নদীর মাঝখানে পশ্চিম মুখী হয়ে এক ডুবে এই তাবিজটা পুতে দিতে হবে। ঠিক-ঠাক মত তাবিজ পোতা হয়ে গেলে পরবর্তি কয়েক দিনের মাথায় হারানো সিন্দুকের চাবি ফিরে পাবেন। যেই কথা সেই কাজ।
তাবিজ পোতা হল, সময় গেলো, দিন গেলো কিন্তু সিন্দুকের চাবি আর ফিরে পাওয়া যাচ্ছে না।
তিন দিনের মাথায় এক নিকট আত্মীয় এসে সোনা মিয়াকে জানালো অমুক গ্রামে এক পাগল থাকেন নাম বস্তা বাবা। বস্তা বাবার কাছে গেলে আসলেই সমাধান পাওয়া যাবে।
দেরি না করে সোনা মিয়া দ্রুত চলে গেলেন বস্তা বাবার নিকট। তিনি সব সময় বস্তা পরে থাকেন, তাই সবাই তাকে বস্তা বাবা বলেই চিনেন। বস্তা বাবা তেমন একটা কথা বার্তা বলেন না, সারাক্ষন চোখ বন্ধ করে চুপচাপ বট গাছের ছায়ার তলে বসে থাকেন, ক্ষুদা লাগলে পাশের বাজারে একেক দোকানের সামনে গিয়ে দাঁড়ান। বস্তা বাবাকে কোন দোকানদারই কিছুতেই না করেন না।
সবার বিশ্বাস বস্তা বাবা কারো দোকান থেকে খাবার আহরন করলে দোকানীর ভাগ্য বুঝি এখনি খুলে যাবে।
সোনা মিয়াও তার হারানো সিন্দুকের চাবি ফিরে পাবার আশায় বস্তা বাবাকে সমস্ত ঘটনা খুলে বলল।
বস্তা বাবা উপদেশ দিলেন বাড়ির চাকর বাকরদের মাইনে বাড়িয়ে দে, ভাল ভাল খাবার-দাবার দে সিন্দুকের চাবি পেয়ে যাবি।
বস্তা বাবার কথা মত সেদিন থেকেই সোনা মিয়ার বাড়িতে চাকর বাকরেরা প্রায় রাজার হালে দিন কাটাতে শুরু করল।
দুদিন যেতে না যেতেই সোনা মিয়ার বড় ভাই চান মিয়া বললেন এইসব কি শুরু করছিস? সিন্দুকের চাবি হারাইছে আর তুই ওঝার পিছনে দৌড়াইতেছিস কেন? যা পুলিশে খবর দে। সব কিছু সুর সুর করে বেড়িয়ে আসবে।
সোনা মিয়া ভাবে এ আমি কি করছি, এত দিন কেন পুলিশে খবর দেই নাই? অনেক লস হয়ে গেছে, পুলিশে খবর দিলে সত্যি এতদিনে আমার হারানো সিন্দুকের চাবি ফিরে পেতাম। বড় ভাই তো ঠিকই বলছে।
দেরি না করে সোনা মিয়া চলে গেলেন পুলিশের কাছে। একটা মামলা করলেন, যাদেরকে সোনা মিয়া সন্দেহ করেন তাদের নাম দিয়ে আসলেন, চুপে চুপে পুলিশের হাতে চা পানি খাবার জন্য কিছু টাকাও দিয়ে আসলেন।
এখন তো প্রায় প্রতিদিনই সোনা মিয়ার বাড়িতে পুলিশ আশে, আজকে এই কাহিনী, কালকে ওই কাহিনী মন দিয়ে শুনে যান সোনা মিয়া, আর পুলিশেরা চলে যাওয়ার সময় যাতায়াত বাবদ কিছু টাকা দিয়ে পুলশকে খুশি রাখেন সোনা মিয়া।
এক দিন, দুই দিন, তিন দিন, এমন করে একদিন বাড়ির চাকর বাকর সবাইকে সন্দেহ ভাজন হিসেবে ধরে নিয়ে যায় পুলিশ। এখনতো সোনা মিয়ার মহা বিপদ এত কাজ কাম কে সামাল দেবে?
সোনা মিয়ার বউ গত হয়েছে অনেক আগে। সোনা মিয়ার বড় মেয়ে জুলেখা বেগম কে খবর দেয়া হয়েছে। জুলেখা বেগম বাবার বাড়িতে এসে সমস্ত কাহিনী শুনে পিতা সোনা মিয়াকে উপদেশ দেয় “হারানো জিনিস যা তোমাকে ছেড়ে গিয়েছে তা এখন ফিরে পাওয়া সম্ভব নয়, মিস্ত্রি এনে নতুন চাবি বানাও।”
মুখ বন্ধঃ উপরের ঘটনাটির সাথে কাকতালীয় ভাবে মিল রয়েছে বর্তমান সরকারের। জনগনের আস্থা হারিয়ে আওয়ামি সরকার এখন পাগলের মত দিশেহারা। কি রেখে কি করবে কিছুই বুঝতে পারছে না। যে যা বলছে তাই করে যাচ্ছে। কিছুদিন আগে ব্লগার, ব্লগার, ব্লগার আর এখন সেই ব্লগারেরাই গ্রেপ্তার হয়, রিমান্ডে যায়। আর কত নাটক আম জনতাকে নির্বাক দর্শক হয়ে দেখতে হবে আমরা আছি সেই অপেক্ষায়।
মাননীয় সরকার আপনাদের প্রতি আহ্বান “হারানো জিনিস যা আপনাদের ছেড়ে গিয়েছে তা এখন ফিরে পাওয়া সম্ভব নয়, তবে হারানো আস্থা নতুন করে অর্জনের প্রচেষ্টা চালিয়ে যান।”
আশা করি একদিন সফলতা পাবেন।
০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫
মো: রাজু রহমান বলেছেন: আমরা অপেক্ষায় থাকি আর রাজনৈতিক দলগুলা আমাদেরকে পুটু মারুক !!!
আমাদেরকেই জুলেখা বেগম হতে হবে ভাই।
২|
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৭
কাজী দিদার বলেছেন: চাবিটা যে বানানো হবে কবে তা কে জানে
০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
মো: রাজু রহমান বলেছেন: যেইদিন চন্দ্র পূব আকাশে উঠবে সেই দিন চাবি হবে
৩|
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৮
পুংটা বলেছেন: চাবির ফাসি চাই
০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
মো: রাজু রহমান বলেছেন: পুংটা ভাই
আপনি তো দেখি সবাইকে ফাঁসি তে ঝোলাইতে চাচ্ছেন
৪|
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৫
অন্য হিমু বলেছেন: সুন্দর ! সুন্দর !!
০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮
মো: রাজু রহমান বলেছেন: ধন্যবাদ
৫|
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৭
আন্দোলন বলেছেন: কথা সত্যি ; মাডাম জুলেখা বেগম এর খোজ করেন কম দিব।
০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪০
মো: রাজু রহমান বলেছেন: গুগলে খোঁজ নিলে পাওয়া যাবে
৬|
০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৭
উযায়র বলেছেন: +++++++++++++++++
০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯
মো: রাজু রহমান বলেছেন: ধন্যবাদ
৭|
০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২০
ক্লোরোফিল বলেছেন: অন্যরকম কষ্টের /পাশবিকতার কথা - Click This Link
৮|
০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩১
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: শেষে আইসা যে প্যাচ মারলেন
++
০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
মো: রাজু রহমান বলেছেন: ভাইজান, প্যাঁচটা কি জিলাপির প্যাঁচ হয়ে গেল ?
৯|
০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩১
আহলান বলেছেন: হা হা প গে ...
০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
মো: রাজু রহমান বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৩
মুহাম্মদ ফয়সল বলেছেন: ভাল লাগলো! এখন আছি জুলেখা বেগমের অপেক্ষায়।