![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD
গতকাল বিকেল ৩ টার ঘটনা, একটা মাদ্রাসার বাচ্চার এক্সিডেন্টের ঘটনা
আমি আর আমার বন্ধু রাকিব মিরপুর কালশি রোডে হাঁটছিলাম। এমন সময় দেখলাম পিকআপ থেকে লাফ দিয়ে ৮-৯ বছরের একটা বাচ্চা লাফ দিয়ে নিচে পড়ে গেল। আমি ছুটে আসতে আসতে রাস্তার ওপাশ থেকে বাইক থামিয়ে একটা ছেলে রাস্তা থেকে ওই বাচ্চাটাকে উঠিয়ে একটা সিএনজিতে উঠিয়ে দেয়।
ঠিক ৪.৩০ এর সময় দেখি রাস্তায় অনেক মানুষের ভিড়। আমি আর আমার বন্ধু রাকিব এগিয়ে গিয়ে দেখি এক্সিডেন্টের করা সেই বাচ্চাটিকে রাস্তার নিচে ঘাসের উপর শুইয়ে একটা মহিলা পাখা দিয়ে বাতাস করছে। এটা দেখে আমাদের মাথায় বাজ পড়ে গেল। আমি ওই বাচ্চার পালস চেক করে দেখলাম সে এখনও জীবিত আছে। আমি বললাম একে হাসপাতালে নিয়ে যাব।
এই কথা শুনে কেউ কেউ বলে উঠলঃ
পুলিশের ঝামেলা হবে,
হাসপাতালের বিল দিবে কে?
একে নিয়ে যাওয়ার রিকশা ভাড়া দিবে কে?
আমি আর আমার বন্ধু রাকিব বললাম, দেড় ঘন্টা ধরে রাস্তায় শুইয়ে রাকছেন, যে কোন সময়ই তো মারা যেতে পারে, আর নাক একদম ফেটে গেছে, মাথা, চোয়াল দিয়ে রক্ত ঝরছে টাকা লাগলে সেটা আমরা দিব। কেউ একটা কথাও বলবেন না, পুলিশে খবর দিলে দেন তাও আমরা একে হাসপাতালে নিব।
আমি বাচ্চটাকে আমার দুহাতের উপর করে রাস্তায় আনলাম রাকিব এক হাতে তার মাথা ধরল। আমরা রিকশায় উঠলাম এবং তখনই পাশ থেকে একজন আমার হাতে বিশ টাকা ধরিয়ে দিয়ে বলল "ভাই রিকশা ভাড়া দিয়েন"। আমরা বাচ্চাটাকে নিয়ে গেলাম ঢাকা সিএমএইচ এ।
আর্মিদের নিয়মকানুন আমার ভালো করেই জানা। কেননা ৮ বছর ধরে এই সিএমএইচ এই চিকিৎসা করায়। আমি আমার আব্বুর পরিচয় দিলাম এবং ঘটনা বললাম। তারা আমাকে ড্রেসিং রুমে পাঠাল। বাচ্চাটা তখনও অজ্ঞান। ড্রেসিং করে আইসিইউ তে পাঠাল এবং টিটেনাস ও স্যালাইন লাগাল। তখন সময় ৭.৩০ মিনিট।
এদিকে আমার বাসা থেকে বার বার ফোন দিয়ে বাবা-মা বার বার বাসায় আসতে বলছেন। কিন্তু কিভাবে বাচ্চাটাকে ফেলে যাব? প্রথমে মাদ্রাসা থেকে ঠিকানা নিয়ে ১০.৩০ মিনিটে কালশি কবরস্থানের পাশে একটা বাসা থেকে বাচ্চার বাবাকে খুঁজে বের করল রাকিব। লোকটা গার্মেন্টসে চাকরি করে। সিএমএইচ এসে তার বাচ্চাকে করে তাকে আমরা একটা সিএনজি তে উঠিয়ে দেই রাত ১১.৪৫ মিনিটে।
সিএমএইচ এর বিল সরকারি খাতে লিখে দেয় কর্তৃপক্ষ। আমাকে ডাক্তাররা অনেক ধন্যবাদ জানায় কিন্তু এতটুকু ভালো লাগে নি। কিন্তু যখন ছেলের বাবা আমার হাত ধরে বললঃ
"বাবা অনেক বড় উপকার করছেন আপনারা, আমার ছেলেকে বাঁচাইছেন, আমি কোনদিন আপনাদের ঋণ পরিশোধ করতে পারব না (তার চোখের কোণায় এক ফোঁটা জল)"
২০ শে মে, ২০১৪ রাত ৮:৩৬
রাজু রহমান বলেছেন: আমাকে ধন্যবাদ/ সালাম দিতে হবে না,
জীবনে যদি কেউ এমন পরিস্থিতির শিকার হোন, প্লীজ কারো কথা না শুনে অন্তত হাসপাতালে পৌছিয়ে দিবেন।
২| ২০ শে মে, ২০১৪ দুপুর ১:৩৭
শরৎ চৌধুরী বলেছেন: গ্রেট জব, মানুষের মত কাজ। ++।
২০ শে মে, ২০১৪ রাত ৮:৩৮
রাজু রহমান বলেছেন: অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ভাইয়া।
জীবনে যদি কখনও এমন পরিস্থিতির শিকার হোন, প্লীজ কারো কথা না শুনে অন্তত হাসপাতালে পৌছিয়ে দিবেন।
৩| ২০ শে মে, ২০১৪ দুপুর ১:৩৯
আজীব ০০৭ বলেছেন: স্যলুট.............।
২০ শে মে, ২০১৪ রাত ৮:৪৩
রাজু রহমান বলেছেন: অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ভাইয়া।
জীবনে যদি কখনও এমন পরিস্থিতির শিকার হোন, প্লীজ কারো কথা না শুনে অন্তত হাসপাতালে পৌছিয়ে দিবেন।
৪| ২০ শে মে, ২০১৪ দুপুর ১:৫৮
এ্যাপেলটন বলেছেন: ...আমার চিন্তার ঠিক উল্টো চিন্তার মানুষ এখনো কিছু বেচে আছে ...
"ভালো লাগলো"
২০ শে মে, ২০১৪ রাত ৮:৪৬
রাজু রহমান বলেছেন: অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ভাইয়া।
৫| ২০ শে মে, ২০১৪ দুপুর ২:০১
পরের তরে বলেছেন: আল্লাহ আপনার উপর রহম করুন। এর প্রতিদান পাবেন ইনশাআল্লাহ......
২০ শে মে, ২০১৪ রাত ৮:৪৭
রাজু রহমান বলেছেন: আমীন.।।।
অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ভাইয়া।
৬| ২০ শে মে, ২০১৪ দুপুর ২:৫১
ইসপাত কঠিন বলেছেন: অসাধারন। জীবনে কোনদিন অনেক টাকার মালিক হন বা না হন, দিনের শেষে আয়নার সামনে দাঁড়িয়ে সে বাচ্চাটির হাসিমুখ আপনাকে অনাবিল শান্তি দিবে। মৃত্যুর আগে বলতে পারবেন অন্তত একটা ভালো কাজ করেছিলেন। কতজন এই সৌভাগ্য অর্জন করতে পারে?
এ ধরনের ভালো কাজ করার জন্য অনেকদিন বেঁচে থাকুন, এই কামনা রইলো।
২০ শে মে, ২০১৪ রাত ৮:৪৮
রাজু রহমান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ভাইয়া।
খুব ভালো লাগল কথাগুলি
৭| ২০ শে মে, ২০১৪ বিকাল ৩:০৭
সাফফানা রুহি বলেছেন: খুব ভালো কাজ করেছেন। আল্লাহ আপনাকে এর উত্তম বদলা দিবেন।
২০ শে মে, ২০১৪ রাত ৮:৪৯
রাজু রহমান বলেছেন: আমীন.।
অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য আপু ।
৮| ২০ শে মে, ২০১৪ বিকাল ৪:২৫
শ্রাবণধারা বলেছেন: অনেক ভাল একটা কাজ করেছেন। আপনাকে সালাম।
২০ শে মে, ২০১৪ রাত ৮:৫০
রাজু রহমান বলেছেন: অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ভাইয়া।
৯| ২০ শে মে, ২০১৪ বিকাল ৫:২৯
sania বলেছেন: এখানেও লাইক দিলাম... :পি
২০ শে মে, ২০১৪ রাত ৮:৫১
রাজু রহমান বলেছেন: ধন্যবাদ
১০| ২০ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:০৫
সুমন কর বলেছেন: আমাকে ডাক্তাররা অনেক ধন্যবাদ জানায় কিন্তু এতটুকু ভালো লাগে নি। কেন?
আপনার কাজের জন্য স্যালুট।
২০ শে মে, ২০১৪ রাত ৮:৫৯
রাজু রহমান বলেছেন: খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই, খুশি হলাম
বাচ্চার বাবার চোখের জলের কাছে ডাক্টারের ওই ধন্যবাদ কিছুই নয়।
১১| ২০ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:০৮
হেডস্যার বলেছেন:
আল্লাহ আপনার মঙ্গল করুক। শুভকামনা।
২০ শে মে, ২০১৪ রাত ৮:৫৯
রাজু রহমান বলেছেন: আমীন
অনেক ধন্যবাদ ভাই
১২| ২০ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৭
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: গ্রেট !
২০ শে মে, ২০১৪ রাত ৯:০০
রাজু রহমান বলেছেন: ধন্যবাদ আপু
১৩| ২০ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৩
ইমরুল_কায়েস বলেছেন: আমরা সচরাচর রাস্তায় যা দেখি বিশেষ করে ঢাকায়, একজন মানুষ রাস্তায় পড়ে আছে কেউ ধরছে না শুধু চেয়ে চেয়ে দেখছে। আসলে কেউ ঝামেলায় যেতে চায়না, আমি নিজেও হয়ত এরকম পরিস্থিতিতে ঝামেলা এড়াব। কিন্তু আপনি মানুষের কাজ করেছেন। আল্লাহ আপনার মঙ্গল করুন। এরকম উদাহরণ দরকার আমাদের ভেতরের মানুষটাকে জাগানোর জন্য।
২০ শে মে, ২০১৪ রাত ৯:০১
রাজু রহমান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া। খুব খুশি হলাম। আপনি একদম বাস্তব কথাই বলেছেন
১৪| ২১ শে মে, ২০১৪ রাত ১২:৪৯
ক্ষতিগ্রস্থ বলেছেন: মানুষ মানুষের জন্য... সবার জন্যে প্রেরণা হোক.
২১ শে মে, ২০১৪ রাত ১১:১৪
রাজু রহমান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে
১৫| ২১ শে মে, ২০১৪ সকাল ১০:১৯
আমিনুর রহমান বলেছেন:
গ্রেট জব ব্রাদার +++
কালশিতে আমি থাকি। কখন প্রয়োজন হলে জানাবেন।
[email protected]
২১ শে মে, ২০১৪ রাত ১১:১৪
রাজু রহমান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে
১৬| ২১ শে মে, ২০১৪ সকাল ১১:২৫
মুদ্দাকির বলেছেন: গুড জব ম্যান
২১ শে মে, ২০১৪ রাত ১১:১৫
রাজু রহমান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে
১৭| ২১ শে মে, ২০১৪ রাত ১১:২৭
নতুন বলেছেন: আপনি মানুষের মতন কাজ করেছেন... +++
ভাল থাকবেন...
২১ শে মে, ২০১৪ রাত ১১:৩৮
রাজু রহমান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে
আপনিও ভাল থাকবেন
©somewhere in net ltd.
১|
২০ শে মে, ২০১৪ দুপুর ১:৩৩
মাথা ঠান্ডা বলেছেন: আপনাকে হাজার সালাম।