![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD
একদিন রাতের বেলা কয়েকজন ডাকাত ডাকাতি করতে যায় একটা বাড়িতে
গিয়ে দেখে ঐ বাড়ির গৃহবধূ মাছ কাটছে...
মাছ কাটার পর মেয়েটি মাছ পানিতে ধুতে শুরু করল...
ডাকাতগুলো একটু লক্ষ্য করে দেখল তিনবার মাছ ধোয়ার পর মেয়েটি পানিতে একটা আঙ্গুল ডুবিয়ে সেই পানি জিভে দিয়ে কি জানি টেস্ট করছে।
এই বিষয়টা কারও মাথায় ঢুকল না !!
অনেক ভেবেচিন্তে একজন বুদ্ধিমান ডাকাত বের করে ফেলল; "আসলে মাছ ভালোভাবে ধোয়া হয়েছে কিনা আর মাছের পানিতে মাছের আঁশের গন্ধ আছে কিনা সেটা দেখার জন্যই মেয়েটা বার বার পানিতে আঙ্গুল ডুবিয়ে তার জিভে দিচ্ছিল"
তো এটা দেখে তারা চিন্তা করল, যে মেয়ে সামান্য মাছ এতো ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করছে; না জানি এই মেয়ের হাতের রান্না কতটায় না মজার !!
তারা পরিকল্পনা করল আজকে ডাকাতি না করে, একদিন মেহমান হয়ে ঐ বাড়িতে যাবে এবং ঐ মেয়ের হাতের রান্না খাবে।
যেই ভাবনা সেই কাজ; একদিন সন্ধাবেলা বাড়িতে গিয়ে দরজায় টোকা দিলে সেই বাড়ির গৃহস্থ বের হয়ে জিজ্ঞেস করল কি চায়?
উত্তরে তারা বলল; অনেক দূরের রাস্তা তাই আজকের রাতটা তাদের বাড়িতে একটু থাকবে। তাদের কাছে আশ্রয় প্রার্থনা করল।
বাড়ির দয়ালু গৃহস্থ তাদের থাকতে দিল এবং রাতের বেলা গৃহবধূ খাবার পরিবেশন করল।
তারা খাবার মুখে তুলেই এক মুহূর্তের জন্য ভুলে গেল সবকিছু। এমন মজার খাবার, এমন সুস্বাদু খাবার তারা এ জন্মে কোনদিন খায় নি।
রাতে শোয়ার পর তারা চিন্তা করল; যে বাড়িতে নুন (নবণ) খেলাম সে বাড়িতে নিমকহারামি করবে না।
পরদিন সকালে তারা সেই বাড়িতে ডাকাতি না করেই চলে গেল...
০৩ রা আগস্ট, ২০১৪ সকাল ১১:৩৯
রাজু রহমান বলেছেন: আপনাকে ধন্যবাদ
২| ০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৩২
রুয়াসা বলেছেন: তারা পরিকল্পনা করল আজকে ডাকাতি না করে, একদিন মেহমান হয়ে ঐ বাড়িতে যাবে এবং ঐ মেয়ের হাতের রান্না খাবে।
পরদিন সকালে তারা সেই বাড়িতে ডাকাতি না করেই চলে গেল
তারা তো সেই বাড়িতে ডাকাতি করতে যায় নি!
০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:০৫
রাজু রহমান বলেছেন: আমি বলেছি সেই বাড়ির গৃহবধূর হাতের রান্না খেয়ে তারা ডাকাতি না করে চলে যায়।
৩| ০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৩৯
রুয়াসা বলেছেন: আমি বলছি যে তারা তো সেই বাড়িতে সেদিন ডাকাতির উদ্দেশ্যে যায় ই নি তাহলে পরদিন সকালে তারা সেই বাড়িতে ডাকাতি না করেই চলে গেল এই কথাটা আসল কেন। এমন হতে পারত সেই বাড়ির রান্না খেয়ে তারা আর জীবনে কখনো ডাকাতি করেনি, ব্লা ব্লা.....
লেখাটা বাস্তবিক শিশোতোষ হাতের। বুঝি নাই। ক্ষমা করবেন।
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০১৪ সকাল ১০:৫৯
মামুন রশিদ বলেছেন: শিক্ষনীয় শিশুতোষ গল্প ভালো লেগেছে ।