![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD
যেখানে প্রতি মিনিটে মিনিটে সেলফি তুলে ফর্সা ছেলেমেয়েরা ফেইসবুকে আপলোড করছে, সেখানে নিজের সবথেকে ভালোলাগা ছবিতে ফটোশপে ব্রাইটনেস বাড়িয়েও প্রোফাইল পিকচার করতে হাজারো দ্বিধায় ইচ্ছা অপূরণীয়ই থেকে যাচ্ছে।
স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় আয়োজিত ফ্যাশান শো'তে, টিভি চ্যানেলে বিজ্ঞাপনের জন্য, নাটক সিনেমার জন্য কাছের কত কাছের বন্ধুবান্ধব নির্বাচিত হল, শুধু কালো হয়ে জন্মানোর জন্য এগুলোর ধারের কাছেও যেতে পারছে না।
রাস্তায় বন্ধুর সাথে হেঁটে যাওয়ার সময় কোচিং ছুটি হওয়ার পর যত মেয়ে যাচ্ছে সবাই সেই ফর্সা বন্ধুটির দিকেই অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, এমনকি পাশকেটে যাওয়ার পরেও পেছন ফিরে বার বার তাকায় এবং আরেক বান্ধবীকে চিমটি কেটে বলে "ইশ ছেলেটা কত্ত কিউট"।
ঠিক তখন বুকের মাঝখানে কেমন যেন একটা চাপ অনুভূত হয়। শুধুমাত্র কালো হয়ে জন্মানোর জন্য।
ক্লাসের সবথেকে হ্যান্ডসাম ছেলেটাও এসে বন্ধুত্বের অফার দিচ্ছে, এমনকি ক্লাসের সবথেকে ভদ্র, মেধাবী ছাত্রটা পর্যন্ত তাকে আলাদা চোখে দেখে সবসময়। কত ছেলে তাকে ভালোবাসার, বন্ধুত্বের অফার দিচ্ছে। অথচ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় শেষ হয়ে গেল কোন ছেলেই তাকে প্রপোজ করল না? শুধুমাত্র কালো হয়ে জন্মানোর জন্য।
শহরের সবথেকে ধনী ছেলের সাথে বিয়ে, মডেলিং এ চান্স, চারিদিকে নামডাক শুধুমাত্র ফর্সা মেয়েটিরই। অথচ কালো মেয়ের বিয়ের সময় কত ভালোভালো সম্বন্ধ এসে ফিরে যাচ্ছে, একটি ছেলেও তাকে পছন্দ করছে না।
ঠিক তখন বুকের মাঝখানে কেমন যেন একটা চাপ অনুভূত হয়, এবং এই পৃথিবীতে নিজেকে সবথেকে হতভাগী মনে হয়, শুধুমাত্র কালো হয়ে জন্মানোর জন্য।
যখন ক্লাসের ভেতর একই নামের দুজন ব্যাক্তি থাকে, ধরুন প্রথম জন ফর্সা, দ্বিতীয়জন কালো, তখন যদি সেই কালো ছেলে/ মেয়েটাকে কেউ খুঁজে, "ওমুক কে দেখেছিস?"
প্রত্যুত্তরে তার বন্ধুরা বলে "কোন ওমুক "ক্যাইল্লা, কাল্লু টা নাকি?" ঠিক তখনি যদি ঐ ছেলে/ মেয়েটা তার পেছনেই দাঁড়িয়ে এই কথাটি শুনে ফেলে। তখনও বুকের মাঝখানে কেমন যেন একটা চাপ অনুভূত হয়।
গায়ের রং কালো হওয়ার কারণে এমন অনেক ছেলেমেয়েকেই জীবনে একটিবার হলেও আফসোস করতে হয়। কেন সে এই পৃথিবীর বুকে কালো হয়ে জন্মালো?
০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৬
রাজু রহমান বলেছেন: ধন্যবাদ একমত পোষণ করার জন্য
২| ০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২৩
নীল আতঙ্ক বলেছেন: কালো হয়ে জন্মানো অভিশাপ না মনে হয়......... কালো মেয়ে হয়ে জন্মানো টা একটা অভিশাপ।
অন্তত আমাদের সমাজ বেবস্থাতে
০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২৮
রাজু রহমান বলেছেন: আপনার ধারণা ভুল। এটা পড়ুন...
"অসভ্যদের এই সমাজে গায়ের রঙের জন্য শুধু মেয়েদের নয়, ছেলেদেরও অপমাণিত হতে হয় পদে পদে।"
------------------------------------------------------
হরিণের মতো টানা টানা মায়াবী চোখ। তাকালেই মনে হয়- এই বুঝি কেঁদে ফেলবে। দৃষ্টিজুড়ে মায়া আর মায়ার খেলা।
খাড়া নাক। কোমড় অবধি লম্বা চুল। চেহারাও বেশ ধারালো।
অনার্স মাস্টার্স দু'টোতেই রেজাল্ট ভালো। মাস্টার্সে ফার্স্ট ক্লাস।
উচ্চতা ৫ ফিট ৩।
সমস্যা একজায়গায়। গায়ের রঙটা একটু গাঢ় শ্যাম বর্ণ।
এই মেয়ের বাবা একদিন আমার হাতে তার বায়োডাটা দিয়ে বললেন, "তোমার তো অনেক জানা শোনা আছে, দেখ তো একটা গতি করতে পারো কি-না?"
আমি আমার এক বন্ধুকে ওর সিভিটা দিলাম।
বন্ধু সব কিছু দেখে-টেখে বিরস মুখে বলল, "দোস্ত সবই ঠিক আছে কিন্তু মেয়ে তো সুন্দর না!"
আমি শুনে অবাক হলাম।
"কস কি তুই? এই মেয়ে সুন্দর না?"
"গায়ের রঙটা কালো।"
"সব সৌন্দর্য কি গায়ের রঙে? অন্যান্য বিষয়গুলো বিবেচনা করে দেখ। এত সুন্দর মায়াবী চোখ কোথায় পাবি তুই? দেখ একটু ভালো করে চেয়ে দেখ! কেমন ছলছল করছে চোখ দুটো। মনে হচ্ছে এখনই জল গড়িয়ে পড়বে!"
"বাদ দে তো। তুই অন্য মেয়ে দেখ!"
আমার এই বন্ধু দেশের সেরা বিদ্যাপিঠ থেকে পাশ করা প্রথম শ্রেণীর একজন সরকারি কর্মকর্তা।
ছোট বেলায় যখন বাবার সাথে বের হতাম। সবার একটাই প্রশ্ন-
"তোমার বাপ তো টুকটুকে সুন্দর, তুমি তো দেখছি বাপের রঙ পাও নাই।"
আমি মন খারাপ কণ্ঠে জবাব দিতাম- জ্বি আমার মা একটু শ্যামলা তো তাই...।
বাবাও খানিক বিব্রত হয়ে যেতেন। চেহারা যে বাপের মতো পেয়েছি, সেটা কেও দেখতো না। দেখতো শুধু গায়ের রঙ!
মাঝে মধ্যে আমার চোখে জল চলে আসতো। কেন না এখানে অন্তরালে আমার মাকেই অপমান করা হতো। মায়ের গায়ের রঙ শ্যামলা.....।
"অসভ্যদের এই সমাজে গায়ের রঙের জন্য শুধু মেয়েদের নয়, ছেলেদেরও অপমাণিত হতে হয় পদে পদে।"
৩| ০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৫
নীল আতঙ্ক বলেছেন: "কেন না এখানে অন্তরালে আমার মাকেই অপমান করা হতো। মায়ের গায়ের রঙ শ্যামলা.....।"
একজন মেয়ে কেই কিন্তু অপমান করা হলো।
আপনি তো মাত্র প্রতীকী হিসেবে ছিলেন।
০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৪
রাজু রহমান বলেছেন: হ্যাঁ, আমাদের সমাজে মেয়েদেরকে একটু বেশি হেয় করা হয়, তবে ছেলেদেরকেও কিন্তু অপমাণিত হতে হয় পদে পদে, সেটা আমি প্রমাণ পেয়েছি।
কেননা আমিও 'কালো'।
৪| ০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১০
নীল লোহীত বলেছেন: চামড়া সুন্দর মানুষ গুলো সাধারণের চেয়ে একটু বেশী সুবিধাভোগী হয়
অনেক দিন আগেরর এই স্টাটাস টারর মুল বক্তব্য আপনার লেখাটার সাথে মিলে গেল।
আসলে তাই হয় আমাদের সমাজে।
সবাই সুন্দরের পুজারি।
ভালো লাগলো।
০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:২৬
রাজু রহমান বলেছেন: সুন্দর মন্তব্য
ধন্যবাদ আপনাকে। আমারও ভালো লাগলো।
৫| ১৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৪
হতাস৮৮ বলেছেন: নিচু মানসিকতা আর কিছু না।
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১১
অবাক ভালবাসা বলেছেন: সত্যিই বুকের মাঝখানে কেমন যেন একটা চাপ অনুভূত হয়।