![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“I dream my painting and I paint my dream.” ― Vincent van Gogh
আমার শিশুর মত অনুভূতি হচ্ছিল তখন ।
কলিনেট নৌকা বাইছিল,
বৃষ্টির ফোটা চোখের পাতায় ঝুলে ঝুলে দোলনা খাচ্ছিল ।
বৃষ্টির দিন___
ভিজে যায় নীল আকাশ,
নদীর পানি,
পাখির ডানা ।
অতঃপর কলিনেট নৌকা থামিয়ে দিতেই,
সমস্ত আকাশ বুঝি শুকিয়ে গেলো ।
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৪
রাখাল. বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৫
নিলু বলেছেন: ভালো , লিখতে থাকুন