![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“I dream my painting and I paint my dream.” ― Vincent van Gogh
হায় ঈশ্বর !
কি হচ্ছে কি এখানে !!!
ক্ষেপে গেছে বাতাস, দুরুন্ত রাজহাঁস ।
জলের তোড়ে আগুন পুড়ে যাচ্ছে,
বৃষ্টির জন্য এ জন্মে আর কাঁদতে হবে না ।
শহরের ব্যাঙ শহরে থাকে, গ্রামের ব্যাঙ গ্রামে ।
তবু বেনামে নামে......,
কিনেছি পানির দামে ।
হায় ঈশ্বর !
কি হচ্ছে কি এখানে !!!
সমস্ত আকাশ পুড়ে যাচ্ছে, পাখিগুলো মরে যাচ্ছে !!!
১১১......১১১......১১১...... !
সম্মানিত কর্মীবিন্দ,
আপনারা একটু সান্তহন
রাখাল | ১৴১৩
২| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ৯:৪২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কবিতা ভালো লেগেছে। অল্প কিছু টাইপো আছে, সেটা ঠিক করে নিলে পোস্টটা সবাই পড়ে আনন্দ পেত।
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০১৫ রাত ৯:০৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: হায় ঈশ্বর !
কি হচ্ছে কি এখানে !!!
চেতনা, সুশীলতা, বিবেক সব স্বৈরাচারের পায়রবি করছে!
চাটুকারীতা আর চামচামী
রাষ্ট্রবিজ্ঞান, সাধারন বোধ, সত্য মিথ্যার প্রভেদ গুলীয়ে দিচ্ছে!!!
হায় ঈশ্বর !
কি হচ্ছে কি এখানে !!!
রাজা তুই ন্যাংঠো বলার কেউ নেই!
সবাই শুধূ ঐ তুই থাম বলেই মা যজ্ঞ সাধনের তৃপ্তিতে ঢেকুর তোলে
কেউ বুকের পাটা নিয়ে বলেনা - ওকে কে বাধ্য করেছে-
কেউ বলেনা - রাজা তুই স্বৈরাচার!!!!
হায় ঈশ্বর !
কি হচ্ছে কি এখানে !!!