![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“I dream my painting and I paint my dream.” ― Vincent van Gogh
মেঘ ফুটে থাকে নদীর যে পাড়ে
তার বিপরীতে......... , থু থু... এতো বালি !!
একটা কান্নাভেজা পাতার পানি পিপাসা পেলে,
পাতাটা হাওয়ায় ভেসে যায় ।
নদী আর দুকূল ;
মেঘ ফুটে থাকে নদীর যে পাড়ে
তার বিপরীতে......... , থু থু... এতো বালি !!
আর হৃদয়ের নিত্য মরাবাচা , বৃষ্টি ঝরাতে প্রস্তুত ।
আর আমার চোখ দুটো, বৃষ্টি ঝরাতে প্রস্তুত ।
রাখাল | ০১৴১৩
©somewhere in net ltd.