নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাথাই আসছেনা

রাখাল রাাজু

মুক্ত মতে বিশ্বাসী

রাখাল রাাজু › বিস্তারিত পোস্টঃ

সোনাগাছি ও প্রবাসী বাংলাদেশ সরকারের একজন মন্ত্রী

১৩ ই জুন, ২০১৪ রাত ৯:৫৬

স্যার,আমি একটা গল্প শুনেছি। তবে গল্পটা খুব ভালো নয়। যদি বেয়াদবি না ধরেন বলতে পারি। বেয়াদবি ধরার কি আছে,বলে যাও। এই যুদ্ধ মান অপমান,ভালমন্দ,ন্যায়-অন্যায় সবকিছু বানের তোড়ে বাসিয়ে নিয়ে যাচ্ছে। এখোনও তোমরা স্যার ডাকছো, তার শালা বললেও অবাক হবার কিছু ছিলনা। অতএব বিনা সংকোচে বলে যেতে পারো তোমার গল্প। ঠিক গল্প ন্য় স্যার। একাখানকার একটা মন্ত্রী নাকী সোনাগাছিতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে। চেনেন তো স্যার, সোনাগাছি কি জন্য বিখ্যাত। নরেশদা দাড়িতে আংগুল চালাতে চালাতে বললেন, এই নিরীহ মাস্টার অন্য কিছু বলতে না পারলেও সোনাগাছি কি জন্য বিখ্যাত সে কথা অবশ্যই বলতে পারে। এবার গল্পটা শুরু করতে পারো। সে একমুখ ধোয়া ছেড়ে বললো, পুলিশ অফিসারের জেরার মুখে ভদ্রলোককে কবুল করতে হলো, তিনি ভারতে প্রবাসী বাংলাদেশ সরকারের একজন মন্ত্রী। পুলিশ তখন বললেন,তাহলে স্যারের গুডনেমটা বলতে হয়। মন্ত্রী বাহাদুর নিজের নাম প্রকাশ করার সঙ্গে সঙ্গে পুলিশ টেলিফোন করে দেখে যে বক্তব্য সঠিক। পুলিশ অফিসারটি দাতে জিব কেটে বললেন, স্যার, কেনো মিছিমিছি সোনাগাছির মতো খারাপ জায়গায় গিয়ে না হক ঝুট ঝামেলায় মধ্যে পড়বেন। আর ভারত সরকারের আতিথেয়তার নিন্দে করবেন। আগে ভাগে আমাদের স্মরণ করলেই পারতেন, আমরা আপনাকে ভিয়াইপি-র উপযুক্ত জায়গায় পাঠিয়ে দিতাম।



অলাতচক্র-আহমদ ছফা

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.