![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কম্পিউটার জানবেন কিন্তু মাইক্রোসফট অফিসের কাজ জানবেন না! তা কি করে হয়? আমি একটি স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে কম্পিউটারের উপর হায়ার ডিপ্লোমা কমপ্লিট করে একটি প্রতিষ্ঠানে প্রফেশনাল্লি দীর্ঘ ৬ বৎসর যাবৎ জব করছি। তো প্রফেশনাল্লি কাজ করতে গিয়ে দেখেছি যে অনেক কিছুই আমি প্রতিষ্ঠান থেকে শিখিনি যা আমি আমার কর্মস্থল থেকে শিখেছি। আর সে অভিজ্ঞতাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। এখন কিছু প্রশ্ন জুড়ে দিব আপনাদের জন্য প্রথমে ভাববেন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ কিনা এরপর দেখবেন আপনি জানেন কিনা? যদি জানেন তাহলে বুঝে নিবেন আপনি একটা পিস, আর না হয় আমাকে ফলো করতে থাকুন.............
প্রশ্ন-১: দেখুনত বিজয় দিয়ে ভগ্নাংশ লিখতে পারেন কিনা? পঞ্চম শ্রেণীর গণিত প্রশ্ন কিন্তু বিজয় দিয়েই করা হয়।
প্রশ্ন-২: ধরুণ একটা কাজ করছেন যেখানে বাংলা আর ইংরেজীর ব্যবহার রয়েছে তো বার বার মেনু বার থেকে মাউসে ক্লিক করে ফন্ট সিলেক্ট করা বিরক্তিকর এটার শর্টকাট কমান্ড জানা থাকলে কিন্তু খারাপ হয় না। দেখুনত শর্টকাট কমান্ড করে রাখতে পারেন কিনা?
প্রশ্ন-৩: একটা ডকুমেন্টের উপর কাজ করছেন এখন দেখা গেল পোর্টেট মানে লম্বালম্বি পেজ নিয়ে টানা কাজ করছেন এমন সময় হঠাৎ প্রয়োজন পরল একটা পেজ ল্যান্ডস্ক্যাপ করে কাজ করতে হবে এরপর আবার লম্বলম্বি পেজদিয়ে কাজ শুরু হবে। দেখুনত পারেন কিনা?
প্রশ্ন-৪: আমরা যেই দলিলগুলি জায়গা-জমি ক্রয়-বিক্রয়ের জন্য ব্যবহার করি মানে ৫০ টাকা ১০০টাকা দামের স্ট্যাম্পগুলি এগুলিতে কিভাবে পেজ সেটআপ করতে হয়?
প্রশ্ন-৫: আপনি হেডফোনে কথা বলবেন আর ওয়ার্ডে কম্পোজ হতে থাকবে কী-বোর্ডে কষ্ট করে আর টাইপ করতে হবে না-কি পারবেন?
মজার তাই না?
এমন শত শত মজার প্রশ্নের উত্তর নিয়ে আমি আমার পরবর্তী পোস্ট থেকে আপনাদের সামনে হাজির হব-
তবে শর্ত প্রযোজ্য:- আপনাদের আগ্রহ থাকতে হবে, আর কমেন্ট করে জানান আমি আসলেই আসব কিনা? যদি আগ্রহীদের পাই তাহলে স্টেপ বাই স্টেপ ওয়ার্ডের পর এক্সেল, পাওয়ার পয়েন্ট, ফটোশপ, ইলাস্ট্রেটর, ভিডিও এডিটিং সহ সব কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব।
ধন্যবাদ।
২| ১৪ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮
সুমন কর বলেছেন: যখন অফিস ২০০৩ ব্যবহার করতাম, খুব ভালো লাগত। এখন ২০১৬ মাঝে মাঝে অন্য রকম লাগে। আমার ম্যাথ বেশি লাগে। ২০০৩-এর ম্যাথটাই বেস্ট।
শুরু করতে পারেন। শুভেচ্ছা।
১৪ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩
রাকিব হোসেন (রকি) বলেছেন: ২০১৬ এর ম্যাথ সুপার বেস্ট-সাথে থাকুন।
৩| ১৪ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬
সুমন কর বলেছেন: আমার কাছে, ২০০৩-এর ম্যাথ দেখতে পারফেক্ট, ২০১৬-তে নয়। আপনি সামেশন (যোগফল) দেখতে পারেন।
চলুক......
৪| ১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩৩
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: চালিয়ে যান, সাড়া দিলাম।
৫| ১৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৮
গারোপাহাড় বলেছেন: চালিয়ে যান। অনুসরণে রাখলাম।
৬| ১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:০৭
ভুলো মন বলেছেন: উত্তর-১:
(১)
(২)
১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩১
রাকিব হোসেন (রকি) বলেছেন: ১নং টার বিস্তারিত হলে দারুণ লাগত। আমি আপনার মতো করি না। আপনারটা জানলে ২টাই জানা হবে। আর আপনি ওয়ার্ড-এ খুব এডভান্স। ধন্যবাদ।
৭| ১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:১০
ভুলো মন বলেছেন: উত্তর-২:
(১)
(২)
(৩)
৮| ১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:১২
ভুলো মন বলেছেন: উত্তর-৩:
(১)
(২)
৯| ১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:১৮
ভুলো মন বলেছেন: উত্তর-৪: আমি এইভাবে করি!!
(১)
(২)
১০| ১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:২৫
ভুলো মন বলেছেন: উত্তর-৫: এইমুহুর্তে আমি যে পিসি ব্যবহার করছি, তা হলো, windows XP আর office 2007। সম্ভবতঃ XP-তে office 2007-এর voice recognition হয় না!! তাই দেখাতে পারলাম না!!
পরীক্ষা কেমন দিলাম, কত নম্বর পেলাম, জানাবেন!!
আপনাকে অনুসরণ করছি.... Microsoft Office-এর A to Z জানার জন্য। অনেক অনেক কিছু শেখার বাকি আছে!!
ধন্যবাদ।
১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩৮
রাকিব হোসেন (রকি) বলেছেন: হা হা হা....পরীক্ষা খুব ভাল দিয়েছেন........নাম্বারিং করে নিজেকে লজ্জিত করতে চাই না। আপনি খুব এডভান্স লেভেলের তা বুঝতে পেরেছি। আর সাথে থাকুন, যদি আমার কোনটি আপনার বা আপনাদের কাজে আসে সেখানেই স্বার্থকতা। অবশ্যই পরামর্শক হিসেবে সাথে থাকবেন।
ধন্যবাদ।
১১| ১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:০৩
ভুলো মন বলেছেন: "লেখক বলেছেন: ১নং টার বিস্তারিত হলে দারুণ লাগত। আমি আপনার মতো করি না। আপনারটা জানলে ২টাই জানা হবে। আর আপনি ওয়ার্ড-এ খুব এডভান্স। ধন্যবাদ। "
পদ্ধতি:
এটাকে field insert পদ্ধতিতে equation লেখা বলে।
(১) প্রথমে ctrl+F9 চাপতে হবে। তাহলে second bracket অর্থাৎ {} চিহ্ন আসবে।
(২) ব্র্যাকেটের মাঝখানে বড় হাতের ইংরেজী অক্ষরে লিখতে হবে EQ F(লব,হর)। EQ -এর পরে একটা space দিয়ে F লিখতে হবে। দেখতে এরকম দেখাবে... {EQ F(লব,হর)}
(৩) তারপর second bracket -এর ভেতরেই কার্সার রেখে shift+F9 চাপতে হবে।
হয়ে গেল!!! এত্তই সোজা!!!
"লেখক বলেছেন: হা হা হা....পরীক্ষা খুব ভাল দিয়েছেন........নাম্বারিং করে নিজেকে লজ্জিত করতে চাই না। আপনি খুব এডভান্স লেভেলের তা বুঝতে পেরেছি। আর সাথে থাকুন, যদি আমার কোনটি আপনার বা আপনাদের কাজে আসে সেখানেই স্বার্থকতা। অবশ্যই পরামর্শক হিসেবে সাথে থাকবেন।
ধন্যবাদ। "
ভাই, আমি খুব একটা বেশি কিছু জানিনা। প্রশ্নগুলো কমন পড়ে গিয়েছিলো, তাই আরকি! আর জানিনা বলেই তো আপনাকে অনুসরণ করছি!
আপনাকেও অশেষ ধন্যবাদ।
১২| ১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:১৫
ভুলো মন বলেছেন: ** লিখতে হবে...
** দেখতে এরকম দেখাবে...
আমার আগের কমেন্টে F -এর আগের back slash -টা আসেনি!! grrrrrrrr......
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ , লিখে যান নিয়মিত । মাইক্রোসফট নিয়েতো সমস্যা আছেই , তার উপর যুক্ত হয়েছে উউনডোজ ১০ । এটা জীবনটা হেল করে দিচ্ছে । দুই দিন পরে পরে আপডেট আসে , সাথে অটো রিস্টার্ট , সময় নষ্ট ও বিরক্তিকর , সাথে আগের অনেক সেট আপ উল্টা পাল্টা হয়ে যাওয়া ।
যাহোক নজর রাখব আপনার মুল্যবান লিখায়, আশা করি উপকার পাব ।
শুভেচ্ছা রইল ।