![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রশ্ন: ১৬-Ribbon কি? Ribbon-কে কিভাবে Customize করতে হয় অর্থাৎ কিভাবে নিজের মতো করে কোন Menu এড করা বা ডিলিট করা যায়?
প্রশ্ন: ১৭- একটি Menu-এর আন্ডারে কিভাবে Command এড করতে হয়?
প্রশ্ন: ১৮- Quick Access Toolbar কি? Quick Access Toolbar-কে কিভাবে Customize করা যায়?
১৬ নং প্রশ্নের উত্তর:
উপরে File, Home, Insert, Design, Layout ইত্যাদি Tab নিয়ে যে অংশ এটিই Ribbon.
Ribbon-এ নতুন কোন Menu এড করা বা ডিলিট করা বা কোন মেনুর আন্ডারে বিশেষ কোন Command যোগ করা ইত্যাদি মূলত Customize Ribbon-এর কাজ।
Ribbon-এ নতুন কোন Menu এড করতে চাইলে-
উপরের মেনু বার থেকে File+Option-এ ক্লিক করে Word Option উইন্ডোটি আনতে হবে। এরপর এখান থেকে-
1. Customize Ribbon-এ ক্লিক।
2. ডানদিকের নিচে New Tab নামে একটি অপশন আছে এটিতে ক্লিক। এখানে ক্লিক করা মাত্রই উপরে Main Tabs নামক বক্সলিস্টে নতুন একটি New Tab (Custom) নামে অপশন যোগ হয়েছে-এটিই মূলত আপনার নতুন Menu। এবার এটিকে Rename করতে চাইলে-
3. New Tab (Custom)-কে সিলেক্ট রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে Renameক্লিক অথবা নিচ থেকে Rename অপশনের ক্লিক। এখানে ক্লিক করা মাত্রই-
4. Rename নামে Display Name দেওয়ার জন্য একটি বক্স আসবে-সেখানে আপনি আপনার মেনুটির নাম দিয়ে দিবেন-আমি দিয়েছি- ‘রাকিব’।
এবার-OK+OK . এখন দেখুন মেনুবারে আপনার করা নতুন একটি মেনু যোগ হয়েছে।
প্রশ্ন: ১৭- একটি Menu-এর আন্ডারে কিভাবে Command এড করতে হয়?
উত্তর: একটি Menu-এর আন্ডারে Command এড করতে চাইলে-
উপরের মেনু বার থেকে File+ Option-এ ক্লিক করে Word Option উইন্ডোটি আনতে হবে। এরপর এখান থেকে-
1. Customize Ribbon-এ ক্লিক।
2. ডানদিকের বক্সে যেখানে আপনি আপনার Create করা Menu-টি রয়েছে সেখানে (+) চিহ্নতে ক্লিক করলে দেখবেন New Group (Custom) নামে আরেকটি অপশন, এবার এটিকে সিলেক্ট রেখে-
3. বাম দিকের Command Box থেকে আপনার প্রয়োজনীয় Command সিলেক্ট রেখে-
4. Add বাটনে ক্লিক করে OK ক্লিক করলেই-উক্ত Command টি আপনার create করা মেনুতে যুক্ত হবে-
5. একই প্রক্রিয়ায় Command, Group অথবা Menu ডিলিট করতে চাইলে উক্ত Command, Group অথবা Menu সিলেক্ট রেখে Remove-এ ক্লিক করে OK ক্লিক করলেই তা ডিলিট হয়ে যাবে।
প্রশ্ন: ১৮- Quick Access Toolbar কি? Quick Access Toolbar-কে কিভাবে Customize করা যায়?
উত্তর:
Quick Access Toolbar মূলত-উপরের বাম দিকের কর্ণারে সহজে অল্প সময়ে কোন একটি Command ব্যবহার করার জন্য যে অপশনগুলি থাকে সেগুলিই।
এখানে কোন Command এড করতে চাইলে-
উপরের মেনু বার থেকে File+ Option-এ ক্লিক করে Word Option উইন্ডোটি আনতে হবে। এরপর এখান থেকে-
1. Quick Access Toolbar- এ ক্লিক-
2. বাম দিকের Command বক্স থেকে প্রয়োজনীয় Command সিলেক্ট করে-
3. Add-এ ক্লিক করে OK ক্লিক করলেই এটি উপরের Quick Access Toolbar- এ চলে যাবে, কোন কোন Command আপনার Quick Access Toolbar- এ রয়েছে তা ডান দিকের বক্সে দেখাবে।
এবার কোন একটি Command- যদি Quick Access Toolbar- থেকে ডিলিট করতে চান তাহলে-
4. ডানদিকের বক্স থেকে উক্ত Command টি-কে সিলেক্ট করে-
5. Remove-এ ক্লিক করে OK ক্লিক করলেই তা Quick Access Toolbar- থেকে চলে যাবে।
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪
সুমন কর বলেছেন: ওয়ার্ড -২০১৩ তে কি একইভাবে কাজ করবে?
চলুক....