নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফরেক্স রোবট

ফরেক্স ট্রেডার

ফরেক্স ট্রাডার

ভালো ছেলে

ফরেক্স ট্রাডার › বিস্তারিত পোস্টঃ

১০% গেইনার, ৯০% বিগিনার (ফরেক্স এর সাতকাহন)

০২ রা আগস্ট, ২০১৪ রাত ১০:৩৬

১০% গেইনার, ৯০% বিগিনার (ফরেক্স এর সাতকাহন)





আপনি মানেন আর নাই মানেন, Outsourcing এ যেমন অতি দরিদ্র এর জন্য শেখা এবং তারপর সফল হওয়া প্রায় অসম্ভব। কারণ Computer/Laptop কেনা, শেখা, মাসে মাসে নেটবিল দেয়া, কোথাও Training নিলে তার খরচ, সব মিলিয়ে খরচ কম নয়!





এবার আসি ফরেক্স এর কথায়, আমাদের শুরুটা হয়; বন্ধুদের কাছ থাকে শুনে, নেট থেকে ব্লগ পড়ে। অনেক সময় শোনা যায়, ফরেক্স মার্কেট থেকে এ অনেক টাকা আয় করা সম্ভব। তারপর আরও শুনলেন একজন ৫০ ডলার Invest করে ২০০ ডলার আয় করছেন, তাও আবার ৩ দিনে! আর পায় কে!



তারপর খোঁজ নিলেন, কত টাকা Invest করে ফরেক্স Trading শুরু করা যায়? জানলেন ১-২ ডলার দিয়েই ফরেক্স শুরু করা যায়।



এর পর শুরু হল লস করার পালাঃ ৫ ডলার, ১০ ডলার, ৫০ ডলার, ১০০ ডলার, ২০০ ডলার Invest করে লাভ-লস শুরু; কিছু দিন পর অ্যাকাউন্ট ০০ (এটা প্রায় সবারই শুরুতে হয়ে থাকে)।



তারপর নানা রকম পড়াশুনা শুরু এবং অনেক নতুন বিষয় জানতে পারাঃ সিগন্যাল কেনা, নতুন নতুন Indicator ব্যবহার এবং ফ্রী রোবট ব্যবহার। কিন্তু বেশির ভাগ সময় Result ০০।



একটা সময় মনে হল, ফরেক্স থাকে আয় করা সম্ভব নয় এবং যারা আয় করার কথা বলে তারা চাঁপা-বাজি করে!



এখন আসি মূল কথাই; একটা নির্দিষ্ট বয়সে যেমন অস্থিরতা, চঞ্চলতা, কাল্পনিকতা দূর হয়, তেমনি বাস্তবিক অর্থে যারা ফরেক্স থাকে লাভ করেন তাদের ফরেক্স মার্কেট এ অস্থিরতা, চঞ্চলতা, কাল্পনিকতা থাকে না । তারা জানে ৫০ ডলার দিয়ে ৩ দিনে ২০০ ডলার ইনকাম করার চেষ্ঠা করা আর বাজি ধরা এক, এটা ফরেক্স Trading নয়।



আবার আমার কথায় আসি, আমি যদি ফরেক্স থেকে মাসে ১০% করে আয় করতে পারি, তাহলে ১ বছরে ১২০% আয় হবে। আর যদি ১৫% করে আয় করতে পারি, তাহলে ১ বছরে ১৮০% আয় হবে।



যেখানে ব্যাংক আপনাকে দিবে মাত্র ৯%-১০% Yearly. তাহলে এখন মনে হতে পারে ব্যাংক এ তো রিস্ক নাই। ঠিক তেমনি একটা সফল ফরেক্স Trading system এ রিস্ক থাকেনা বলা চলে।



এক এক টা আদশ ফরেক্স Trading system এ এক এক রকম Invest প্রয়োজন হয়। আমার সিস্টেম এর জন্য ৫০০ ডলার কমপক্ষে Invest প্রয়োজন, যার থেকে মাসে কমপক্ষে ১৫% - ২০% আয় করা সম্বব, এবং যা আমি ২ বসর ধরে করে আসছি। আর সিস্টেম টা আমি Coding করে EA (Robot) তৈরি করেছি।



প্রশ্ন আসতে পারে, এতো লাভজনক রোবট ফ্রী দেবেন ক্যান?



উত্তরঃ আমি এটা ফ্রী দিতে আসিনি।



প্রশ্নঃ আপনের রোবট এতো ভালো কাজ করলে বিক্রি/প্রকাশ করসেন ক্যানও?



উত্তরঃ আমি রোবট টি বিক্রি বা শেয়ার করলে, রোবট টি তার কাজ করা বন্ধ করবেনা, ঠিক আগের মত প্রফিট করবে। আর ফরেক্স মার্কেট জুয়া নয়, যে আপনি প্রফিট করলে আমাকে লস করতে হবে। এখানে লাভ-লস হয় দুটি মুদ্রার বিনিময়ের ফলে। সুতরাং আপনি + আমি ভাল প্রফিট করলে, কারো প্রফিট কমবেনা।



যারা ফরেক্স এ বিগিনার তাদের হয়তো বুঝতে সমস্যা হতে পারে।



One Month Statement:



Click This Link



My Fxbook portfolio:



Click This Link



My Fxblue portfolio:



http://www.fxblue.com/users/ramaruf



সমস্যায় যোগাযোগঃ



Skype: ramaruf

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.