নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমুদ্রের যেমন জোয়ার ভাটা আছে, মানুষের জীবনে তেমনি জোয়ার ভাটা আছে। সমুদ্রের এদিক টার সাথে মানুষের জীবনের বড্ড মিল খুঁজে পাই ...

রামিসা রোজা

রামিসা রোজা › বিস্তারিত পোস্টঃ

জীবন

২৪ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৩৩



কোন এক দুপুরে যখন অবিশ্রান্ত ক্লান্ত লাগে , অসহ্য লাগে ছকে বাঁধা নাগরিক জীবন , মন খারাপের সময় যখন .... এক পশলা বৃষ্টি এসে জানালার বন্ধ হয়ে যায় কিন্তু সেই জানালার কাচের গায়ে বৃষ্টির ফটোগুলো আশ্রয় খুঁজে পায় যেমন খুঁজে পায় গাছের পাতায় ঠিক তখনই মনে হয় জীবনের নতুন এক মানে খুঁজে পাই । দুপুরের শেষ প্রান্তে দাঁড়িয়ে ওই গাছের ফাকে নির্লিপ্ত সূর্যের উঁকি , বৃষ্টি ভেজা নরম বাতাস ভেজা ঘাসে এ কাঠবিড়ালির দাপাদাপি আর স্মৃতির বারান্দাতে তার নরম দুটি চোখ ,
আহা !! পৃথিবী কত সুন্দর আমি কেন হাজার বছরের রং রূপ দেখতে পাবো না ?
জানি এই বসুন্ধরায় চিরকাল কেউ রবে না কিন্তু প্রতিটি মানুষই তার কোন না কোন চিহ্ন রেখে যাবে ....

মন্তব্য ২২ টি রেটিং +১০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০২০ রাত ৮:৪৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: জীবন সম্পর্কে অল্প কথায় আপনার দৃষ্টিভঙ্গি ভালো লাগলো। আপনাকে আরও লিখতে আহবান জানাচ্ছি।

২৭ শে জুলাই, ২০২০ রাত ২:০৪

রামিসা রোজা বলেছেন:
আনন্দ বেদনা নিয়েই আমাদের জীবন । অনেক ধন্যবাদ ।

২| ২৪ শে আগস্ট, ২০২০ সকাল ৮:০৬

পদাতিক চৌধুরি বলেছেন:
আপনার অনুভূতিটা পাঠ করে কবি জীবনানন্দ দাশের বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাইনা আর কথাটি মনে পড়লো। আমার সুখানুভূতি লালন করুন আজীবন।

শুভকামনা জানবেন।

২৮ শে আগস্ট, ২০২০ দুপুর ১:০৪

রামিসা রোজা বলেছেন:
আপনার সুখানুভূতি আমার জন্য আশীর্বাদ । মাঝে মাঝে মনে হয় ,
আমরা নিজে জীবন সম্পর্কে যতটুকু জানি তার চেয়েও বেশি হয়তো জীবন আমাদেরকে পরিচালিত করে।

৩| ২৪ শে আগস্ট, ২০২০ সকাল ৮:২৬

পদাতিক চৌধুরি বলেছেন: আমার সর্বশেষ পোস্টে আপনার মন্তব্যের সঙ্গে একটা বিষয় উল্লেখ করতে ভুলে গেছি যে কারণে আপনার পোস্টে আবার আসা। পোস্টটিতে like' করাতে প্রেরণা পেলাম কৃতজ্ঞতা জানবেন।
নিরন্তর শুভেচ্ছা রইল।

২৮ শে আগস্ট, ২০২০ দুপুর ১:০৬

রামিসা রোজা বলেছেন:
আপনার জন্যো শুভেচ্ছা ।
এমন মানুষদের সান্নিধ্য পেয়ে যদি ভালো কিছু গ্রহণ করতে পারি সেটাই আমার সার্থকতা ‌।
আমার কৃতজ্ঞতা গ্রহণ করুন।

৪| ২৪ শে আগস্ট, ২০২০ দুপুর ২:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর লিখেছেন

২৮ শে আগস্ট, ২০২০ দুপুর ১:০৭

রামিসা রোজা বলেছেন:
ধন্যবাদ । আপনার লেখাগুলো বেশ দারুন হয়।
অনুপ্রাণিত হলাম আপনার মন্তব্যে।

৫| ২৪ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৪৯

ওমেরা বলেছেন: মানুষ চলে যাবে কিন্ত রয়ে যায় কিছু কর্ম । অল্প কথায় সুন্দর লিখেছেন আপু ।
আপনাকে ব্লগে স্বাগতম।

২৮ শে আগস্ট, ২০২০ দুপুর ১:০৮

রামিসা রোজা বলেছেন:
অনুপ্রেরণা পেলাম এবং আপনাকেও শুভেচ্ছা । কর্মের মাঝেই আমাদের স্মৃতি রয়ে যায় ঠিক বলেছেন ‌।
সুন্দর কমেন্ট কৃতজ্ঞতা রইল ‌।

৬| ২৮ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: নিয়মিত লিখুন

ভাবনার অবমুক্তিতেই লেখকের আনন্দ :)

২৮ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৪৬

রামিসা রোজা বলেছেন:
লিখতে পারি আর নাই পারি , আপনার উপস্থিতি অনুপ্রেরণা যোগাবে মনের মাঝে।
আন্তরিক ধন্যবাদ গ্রহণ করবেন ।

৭| ২৯ শে আগস্ট, ২০২০ সকাল ৮:৪৮

রাকু হাসান বলেছেন:


ব্লগে স্বাগতম আপনাকে।

২৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৫৩

রামিসা রোজা বলেছেন:
পাশে থাকবেন এই কামনা করি ।
ধন্যবাদ ।

৮| ২৯ শে আগস্ট, ২০২০ সকাল ১০:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন: সামুতে স্বাগতম।

মানুষের কিছু স্মৃতি রয়ে যাবে.......।জীবনের গভীর উপলব্দি পোস্টে উঠে এসেছে.......।

লিখনী চলতে থাকুক।

২৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৫৫

রামিসা রোজা বলেছেন:
আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যে ও অনুপ্রেরণায় । জীবনে আশা ও স্মৃতি আছে বলেই
আমরা হয়তো এখনো অনেকটা ভালো আছি । আপনার আগমনে আমি কৃতজ্ঞ।
শুভেচ্ছা রইলো ।

৯| ২৯ শে আগস্ট, ২০২০ রাত ১০:৫৩

খায়রুল আহসান বলেছেন: অল্প কথায় সুলিখিত পোস্ট। পোস্টে ভাল লাগা + +।
ব্লগে বিলম্বিত সুস্বাগতম! শুভ হোক আপনার ব্লগযাত্রা, আনন্দময় ও নির্বিঘ্ন হোক ব্লগে আপনার ইচ্ছেমাফিক অবাধ বিচরণ!
প্রথম লাইনে "অভিশ্রান্ত" কথাটা কি "অবিশ্রান্ত" হবে? না হলে, 'অভিশ্রান্ত' শব্দটার মানে কী?

০১ লা সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৫৩

রামিসা রোজা বলেছেন:
সুলিখিত পোস্টবলে আমাকে লজ্জায় ফেলে দিলেন । এখানে এসেছি অনেক কিছুই অজানা বা লেখাতে অনেক ভুল হতেই পারে।
আশারাখি পাশে থেকে ভুলগুলো বলে দিবেন । আপনার কথাই সঠিক অবিশ্রান্ত হবে। আমি ঠিক করে নিয়েছি।
আপনার আগমনে কৃতজ্ঞতা ও ধন্যবাদ ।

১০| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৫৯

ঢুকিচেপা বলেছেন: অল্প লেখায় খুব সুন্দর অনুভূতি প্রকাশ করেছেন।
আপনার লেখার স্টাইল ভাল লেগেছে।
শুভকামনা রইল।

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:০৩

রামিসা রোজা বলেছেন:
এমন সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।
ভালো থাকুন ,এই শুভ কামনায়।

১১| ২৪ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৩৯

নীল আকাশ বলেছেন: আপনার প্রথম লেখায় মন্তব্য রেখে গেলাম। স্মৃতি হয়ে থাক।
লেখা দারুন লেগেছে।
আমি আপনাকে একটা এক্সপেরিমেন্ট করতে বলবো।
এভাবে এটা গদ্য আকারে না লিখে লাইন বাই লাইন কবিতার আকারে লিখুন।
এরপরই বুঝবেন কেন আমি এভাবে লিখতে বলেছি!

২৭ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২১

রামিসা রোজা বলেছেন:
আপনাকে স্বাগতম ও অভিনন্দন !!
এ লেখায় স্মৃতিচিহ্ন রেখেছিলেন সেজন্য অশেষ কৃতজ্ঞতা।
আপনার পরামর্শ অবশ্যই আমি কাজে লাগাবো ।
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ ও শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.