নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমুদ্রের যেমন জোয়ার ভাটা আছে, মানুষের জীবনে তেমনি জোয়ার ভাটা আছে। সমুদ্রের এদিক টার সাথে মানুষের জীবনের বড্ড মিল খুঁজে পাই ...

রামিসা রোজা

রামিসা রোজা › বিস্তারিত পোস্টঃ

প্রেরণা

২৯ শে আগস্ট, ২০২০ রাত ৮:৫৭



তোমার সাথে যা হয়েছে খারাপ হয়েছে ,,,আর সেটা তোমাকে মানতে হবে.... তোমার সাথে যা ঘটেছে খবর নিয়ে দেখো আশেপাশের অনেকের সাথেই এমন খারাপ কিছু ঘটেছে,,, বা ঘটেছিল,, তারাও সব মেনে নিয়ে বেঁচে আছে,, তোমাকেও বাঁচতে হবে,, সময় লাগুক ব্যাপার না,, এসব কথা তো সময় লাগবেই,,, দরকার পড়লে ভাঙ্গো,, যা কাঁদার এখনই কাঁদো,, যতটুকু যন্ত্রণা আছে সবটুকু এখনই বের করে দাও,,, সর্বোচ্চ কষ্টের সম্মুখীন হও,,, যখন শক্ত হয়ে উঠবে তখন যেন এই যন্ত্রনা তখন যেন তোমাকে চুল পরিমানও নাড়াতে না পারে,,, মনে রাখবে ভালো সময় আসবেই,, সময়কে ভালো আসতেই হবে,,, তোমাকে আনতে হবেই,,, এখন যত কষ্ট হওয়ার হোক,, সহ্য করো সবাই ঠকে,, সবাই হেরে যাই,, তাও সবাই যে তার উদ্দেশ্যে সামনে এগিয়ে যায়,, তোমাকেও এগোতে হবে,,,
একজনের জন্য পুরো জীবনটা হারাতে দিও না,, যে গেছে সে গেছেই,,, জীবনকে সুন্দর করতে কারো দরকার হয়না,, নিজের জীবন সুন্দর করে তুলতে নিজেই যথেষ্ট,,, নিজেই একা একশো,, নিজেকে ভালোবাসো,,, নিজেকে নিয়ে বাঁচো,,

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: কে শুনে কার কথা

মানুষ এগুলা বুঝেই না। বেশী আবেগী হইয়া পড়ে

ভালো লাগলো পোস্ট আপি শুভকামনা

০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৩৮

রামিসা রোজা বলেছেন:
আবেগ থাকা ভালো কিন্তু অতি আবেগ শুধু বিপদ ডেকে নিয়ে আসে। আপনি অভিজ্ঞ এবং অনেক সিনিয়র ব্লগার
হয়েও ্ এত ব্যস্ততার মাঝে এসেও আমাকে উৎসাহ দিচ্ছেন এটাই আমার অনেক বড় পাওয়া ।
উৎসাহ আর অনুপ্রেরণার জন্য আন্তরিক ধন্যবাদ।

২| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৮

জুন বলেছেন: নিজেকে ভালোবাসো, নিজেকে নিয়ে বাচো এরপর আর কথা নেই রামিসা রোজা ।
ছোট লেখা কিন্তু মন ছুয়ে গেল।
+

০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:১৫

রামিসা রোজা বলেছেন:
স্বাগতম আপনাকে !! আমার সামান্য লেখায় মন কিছুটা ছুঁয়ে গেছে তাই কৃতজ্ঞতা স্বীকার করছি।
যত কিছুই হোক নিজের জন্য তো আমাদের বাঁচতে হবেই ।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ।

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০০

ঢুকিচেপা বলেছেন: প্রচ্ছদের সাথে লেখাটা চমৎকার হয়েছে।
প্রেরণামূলক লেখা খুব সুন্দর গোছানো মনে হয়েছে।

যেটা বলতে ইচ্ছা করছে তা হলো, লাইনগুলো যদি কবিতা সেপে নিতেন তাহলে হয়তো আরেকটু ভাল হতো।

আরো লিখুন এবং বড় করে লিখুন।

শুভকামনা রইল।

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:২৩

রামিসা রোজা বলেছেন:
স্বাগতম আপনাকে ।
এমন প্রেরণা মূলক মন্তব্যে ভীষণভাবে অনুপ্রাণিত হলাম । আসলে মনের ভেতর থেকে কিছু দৃঢ় মনোবল বের করতে চেয়েছি ,
তাও সম্পূর্ণ মনে হচ্ছে না । ওহ, কবিতা লিখব আমি ? এ অনেক বড় কঠিন কাজ । আপনি যখন বললেন ভেবে দেখবো ।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০১

ঠাকুরমাহমুদ বলেছেন:




জীবনে থেমে থাকার জন্য নয়। পানির অপর নাম যদি জীবন হয় তাহলে আমি বলবো জীবনের অপর নাম দৌড়। লেখা খুবই ভালো হয়েছে, আশা করি নিয়মিত লিখবেন। আপনাদের সাথেই আছি। শুভ কামনা রইলো।

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৩০

রামিসা রোজা বলেছেন:
স্বাগতম আপনাকে ।
আমার এই ছোট্ট লেখার মূলভাব আপনি বুঝিয়ে দিয়েছেন । সেটাই হোঁচট খাব আবার উঠে দাঁড়াতেই হবে । কিন্তু মাঝে মাঝে মনে হয় এই যে ভেঙে পড়ি আর উঠে দাঁড়াতে পারবো কি ? যখন দেখি আমাদের চেয়েও ভেঙে পড়া মানুষ উঠে দাঁড়ায় তখন নিজেকে অনেকটাই আপনাই সাহসা দেই এবং প্রেরণা পাই ।
আর আপনার কথা আরে ভীষণভাবে প্রেরণা যোগাবে ।
সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা ।

৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
১ম পাতায় যেতে হলে ভাল পোস্ট দিতে হবে এবং প্রচুর গঠনমূলক মন্তব্য করতে হবে অন্যদের লেখায়।

৩ মাসে ২টি পোস্ট !!!! লিখুন । ভাল থাকুন।

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫০

রামিসা রোজা বলেছেন:
অবশ্যই লিখবো এবং চেষ্টা করব । ধন্যবাদ ।

৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:১৪

ঠাকুরমাহমুদ বলেছেন:
আমার ধারণা আপনি ইতিমধ্য সেফ হয়েছেন। আর যদি তাই হয়ে থাকে, আপনার লেখা এখন থেকে সরাসরি প্রথম পাতায় যাবে। শুভেচ্ছা গ্রহন করবেন।

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০৩

রামিসা রোজা বলেছেন:

আপনার শুভেচ্ছা সাদরে গ্রহণ করলাম । গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই ওমমমম ভীষণ টেস্টি খাবার ।
আপনার জন্য শুভকামনা ও ধন্যবাদ ।

৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৪১

খায়রুল আহসান বলেছেন: নিজের জীবন সুন্দর করে তুলতে নিজেই যথেষ্ট - সব কথার মাঝে এই একটি কথা একাই একশ'!
চমৎকার প্রেরণার কথা বলেছেন। মনভাঙা, হতাশায় ভোগা কোন ব্লগার যদি এখানে থাকেন, তবে তিনি আপনার এ সামান্য কথা ক'টিতে অনেক প্রেষণা এবং উদ্দীপনা খুঁজে পাবেন বলে আশা করি।
ব্লগে নিরাপদ ঘোষিত হওয়ায় আন্তরিক অভিনন্দন এবং শুভকামনা....

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪৭

রামিসা রোজা বলেছেন:
আমার সম্পূর্ণ লেখার প্রেরণার চেয়েও , আমি আপনার মন্তব্যে তার চেয়ে বেশি অনুপ্রাণিত । নিজের জীবনের মূল্য নিজেই যদি না দেই অন্যকেউ তাহলে কিভাবে দিবে ?
আমার এই সামান্য লেখায় একটি আমাকে যে উৎসাহ দিলেন , সেজন্য আমার আগে লিখতে ইচ্ছে করছে।
আপনার অভিনন্দন আমি সাদরে গ্রহণ করলাম এবং ধন্যবাদ ।

৮| ১২ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৪১

সাড়ে চুয়াত্তর বলেছেন: অনুপ্রেরণামুলক লেখা নিঃসন্দেহে। শোককে শক্তিতে রুপান্তর করতে হবে।
Better days will come again.
Time is the best healer.

১৩ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৩৩

রামিসা রোজা বলেছেন:
অনেকটাই ঋণী করে দিলেন আপনি আমাকে , প্রথম পোস্টে প্রথম মন্তব্য থেকে শুরু করে
আমার সামান্য ছোট লেখায় আপনাকে পাচ্ছি এবং সব সময়েই অনুপ্রেরণা দিচ্ছেন সেজন্য
আপনাকে অনেক কৃতজ্ঞতা জানাই ।
রাত যতই গভীর হোক প্রভাত তত নিকটে আসে .....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.