নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমুদ্রের যেমন জোয়ার ভাটা আছে, মানুষের জীবনে তেমনি জোয়ার ভাটা আছে। সমুদ্রের এদিক টার সাথে মানুষের জীবনের বড্ড মিল খুঁজে পাই ...

রামিসা রোজা

রামিসা রোজা › বিস্তারিত পোস্টঃ

বেঁচে থাকি নিজের জন্য

১১ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:০২



আমার একটু সাপোর্ট প্রয়োজন এটি আমাদের সবচেয়ে কঠিন একটি আবদার । কারণ নিষ্ঠুর সত্যটি হলো, আমাকে সাপোর্ট করার চুক্তিতে কেউ সিগনেচার করে এ পৃথিবীতে জন্ম নেয় নি । আমাকে আমার চাইতে সবচেয়ে ভালো কে জানে ? তাই আমাকে সাপোর্ট করার একজনই আছে সে হলো আমি নিজে । আমার মন ভালো করে দেওয়ার ক্ষমতা যার আছে সেই মানুষটিও আমি নিজে । যেমন কোন প্রিয় মুভি দেখা/ বন্ধুদের সাথে বাহিরে ঘুরতে যাওয়া /পরিবারের সাথে চুটিয়ে আড্ডা দেওয়া আরও এমন অনেক কাজ আছে স্বার্থহীন
সম্পর্ক ধরে রাখতে ভালবাসে তাদের সাথে যোগাযোগ রাখা ।
কখনো নিজের মনের দাবি উপেক্ষা রেখে , জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকার চেয়ে, মনের দাবি মেনে নিয়ে মৃত লাশ হয়ে যাওয়া অনেক ভালো।
তাই নিজেই নিজের বেস্ট সাপোর্টার হয়ে ওঠা কঠিন ভাবে জরুরী ।
তাতে অন্তত নিজে যে কটা দিন বাঁচবো বুক ভরে স্বস্তির নিঃশ্বাস নিয়ে বাঁচবো । দম বন্ধ হয়ে আসা পরিস্থিতির চেয়ে দম বন্ধ হয়ে মরে যাওয়া অনেক কম কষ্টের ।
হতে পারে আজ আমার নিজের বলতে কিছুই নেই । সবই একজনের দিকে তাকিয়ে সেক্রিফাইস করে নিজের স্বপ্নকে আর অন্য কিছু কেই প্রাধান্য দেওয়া হয়নি কখনো ।

আজকের দিনে পিছনে ফিরে যখন দেখি সবই হতাশা সবি অনর্থক মনে হচ্ছে। বিগত দিনে যাদের আপন মনে করে ছুটে চলেছি পিছনে নিজেকেই ভুলে সেখানে আমি নিজেই অবহেলিত ,আমার অবস্থান শুন্য ।
কাকে ভালোবাসলাম, কার জন্য করলাম ? ---- এ প্রশ্নের চেয়েও বেশি ডিপ্রেসড লাগে নিজেকে।
আজ .....
নিজের প্রাপ্য সম্মান আদায় করার জন্য নতুন ভাবে বাঁচার লড়াই নিজেই করি । যা গেছে বিগত তা ভুলে সামনে এগোতে থাকি ।
তাই জীবন একটাই বাঁচিয়ে রাখতে হবে নিজেকে প্রাণ খুলে। আর যাই আসুক কঠিন পরিস্থিতি তা মোকাবেলা করে মুখে একটু
আলতো হাসি মুখে ফুটিয়ে রাখি।
কারণ দিনশেষে নিজের জন্য নিজেই আছি ।

মন্তব্য ৪০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:০৬

জুন বলেছেন: এগিয়ে চলুন দুরন্ত সাহস নিয়ে রামিসা রোজা।
ছোট লেখাটিতে ১ম ভালোলাগা রইলো।
+

১১ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৪২

রামিসা রোজা বলেছেন:
চমৎকার প্রথম মন্তব্যে অনুপ্রাণিত ।
সামনের দিকে এগিয়ে চলার সাহস এবং অনুপ্রেরণা আমরা সবাই প্রত্যেককেই দেওয়া উচিত ।
ভালো লাগলো আপনাকে পেয়ে ,
ধন্যবাদ ও শুভকামনা।

২| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:১৫

নেওয়াজ আলি বলেছেন: রাইট যেটা অতীত ভুলে যাও , শক্তি সাহস এবং অতীত ভুলের শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়াই উচিত।

১১ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৪৪

রামিসা রোজা বলেছেন:
এ্যাবসল্যুটলী রাইট । কিন্তু সমস্যা কি জানেন বারবার সাইকোলজিকাল ইমোশন পিছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলেও উঠে দাঁড়াতে হবে ।
সুন্দর মন্তব্যে ভালোলাগা এবং শুভেচ্ছা রইলো ।

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:১৬

পদাতিক চৌধুরি বলেছেন: আপনি যেমন নিজের মনের কথা লিখেছেন, সত্য যে নিজেকে নিজেই সবচেয়ে বড় বন্ধু; বড় সাপোর্টার। আবার যখন হতাশ হবেন ভেবে যে যার জন্য হৃদয় দিলেন তিনি আপনার নন- সত্য ঠিকই। কিন্তু এই ভাবনা দুর্ভাবনায় পরিণত হয়ে ডিপ্রেশন নামক শব্দসমষ্টি তৈরি করে নিজের স্বাভাবিকতাকে নষ্ট করে দেয়। তাই এগিয়ে চলুন। কবিগুরুর কথায়, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে......
ভালো থাকুন সবসময়।

১১ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৪৮

রামিসা রোজা বলেছেন:
সবচেয়ে বড় কঠিন কাজ হচ্ছে নিজের সাথে নিজে যুদ্ধ করে জিতে যাওয়া । আর যদি জীবনে কখনো না হেরে না যাই জয়ের
পথটা খুঁজে পাবো কিভাবে ? আপনার চমৎকার মন্তব্যে চলার পথে অনুপ্রেরণা যোগাবে । কবি গুরুর এই গানের
চরণ আমারও খুব প্রিয় , তাই ধন্যবাদ আপনাকে ।
শুভেচ্ছা রইলো ।

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:১৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: অনুপ্রেরণা মুলক লেখা। অতীত থেকে শিখে বর্তমানে বাঁচতে হবে ভবিষ্যতের স্বপ্ন নিয়ে। জীবনটা তো আমার আর কারও নয়।

১১ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৫১

রামিসা রোজা বলেছেন:
আপনাকে পেয়ে ভীষণ ভালো লাগছে । ঠিক ভুল যে কাজটাই করি না কেন, সেটা থেকেই শিক্ষা নিয়ে স্বপ্ন তৈরি করে বাঁচতে হবে। আপনার অনুপ্রেরণা মূলক মন্তব্যের
জন্য ধন্যবাদ ও শুভকামনা।

৫| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৪৩

ওমেরা বলেছেন: কি যে বলি আপু ——— উৎসাহ আর সাহস নিয়ে এগিয়ে যান কামনা রইলো।
প্রথম পাতায় স্বাগতম আপু।

১১ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৫৩

রামিসা রোজা বলেছেন:
কি আর বলবে না আপনাকে দেখেই আমি আনন্দিত । পাশে থেকে উৎসাহ অনুপ্রেরণা দেয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
শুভকামনা রইলো।

৬| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৫১

এ.এস বাশার বলেছেন: আত্মসমালোচনা ভালো লাগলো।

১১ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৫৪

রামিসা রোজা বলেছেন:

ধন্যবাদ আপনাকে ।

৭| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১৭

মা.হাসান বলেছেন: এটা সম্ভবত প্রথম পাতায় আপনার প্রথম পোস্ট। অভিনন্দন নিন।

নিজেরটা নিজে করতে পারাই ভালো ‌। অর্থ বা অন্য কিছুর বিনিময় সাপোর্ট নেওয়া দোষের না। বিড়াল যদি বড় বেশি সমস্যা করে প্রতিবেশী কে জানাতে পারেন।

হ্যাপি ব্লগিং।

১১ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২৩

রামিসা রোজা বলেছেন:
আপনাকেও প্রথম আগমনের জন্য
শুভেচ্ছা ও অভিনন্দন।
নিজের ব্যক্তিত্ব , সততা , মেধা ও মননশীলতা বিচার করে বিনিময় সাপোর্টের বিষয়ে আমি দ্বিমত নই ।
বিড়ালের চেয়ে প্রতিবেশীরাই ভয়ঙ্কর।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ।

৮| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৫১

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর লেখা। ভাষা সুন্দর।
স্বাগতম। লেখা অব্যহত রাখুন।

১১ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১২

রামিসা রোজা বলেছেন:
মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ ।
পাশে থাকবেন, শুভকামনা রইলো।

৯| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যা বলতে চেয়েছেন, সেটা ঠিক আছে। কিছু যোগ করি, আপনাকে সাপোর্ট করার জন্য কেউ সিগনেচার করে জন্মান নি এটা ঠিক, তবে, কারো কারো কিছু জন্মগত দায়িত্ব যেমন মা-বাবা, কারো কারো কিছু মানবিক দায়িত্ব, (যেমন, স্বামী-স্ত্রী, বন্ধু-বান্ধব, এমনকি রাষ্ট্রেরও) আছে আপনাকে সাপোর্ট করার জন্য। একজন মানুষের সাপোর্ট কখন দরকার? - যখন তিনি বিপদগ্রস্ত, মূলত তখনই বড়ো সাপোর্টের দরকার। এ ছাড়াও, সাধারণভাবে বেঁচে থাকার জন্যও মা-বাবা, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, স্বামী-স্ত্রী বা সন্তানাদির সাপোর্টের দরকার। বাইরের মানুষের সাপোর্ট ছাড়া নিজের সাপোর্টটা পূর্ণাঙ্গ হবে না। জন্মের পর মানবশিশু মা-বাবার সাপোর্টেই বড়ো হবে। লালন-পালন, শিক্ষাদীক্ষা দেয়াটাও মা-বাবার দায়িত্ব। এ শিক্ষার মধ্য দিয়েই নিজের ভেতর দায়িত্ব বোধ জন্মাবে। দায়িত্ববোধ জন্মানোর পর থেকে একজন মানুষ বুঝতে পারে কখন তার সাপোর্ট দরকার, এবং কী ধরনের কতখানি সাপোর্টের প্রয়োজন। নিজের বিবেক-বুদ্ধি খাটিয়ে অন্যের সাপোর্টকে কাজে লাগিয়ে জীবন চালাতে হয়।

কষ্টদায়ক অতীতকে ভুলে যেতে হবে। সংগ্রাম ছাড়া জীবন যেমন চলে না, সংগ্রাম ছাড়া জীবনের কোনো অর্থও নেই, মানুষের জন্মই হলো সংগ্রাম করে বেঁচে থাকার জন্য।

অনেক ট্র্যাজেডির মধ্যে একটা বড়ো ট্র্যাজেডি হলো, আমরা অনেক সময় যাকে আপন মনে করি, পরিণতিতে তাকে আপন মনে হয় না। যাদের লালন পালন করি, তারা ফিরেও তাকায় না। এটা চিরকাল ছিল, আগামীতেও থাকবে। এটা কঠিন একটা অভিমানের বিষয়। নিজের আত্মসম্মান বাঁচিয়ে রেখে এদের ত্যাগ করেই চলতে হবে সামনের পথগুলো।

আপনার জন্য অনেক শুভ কামনা রইল।

১১ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৮

রামিসা রোজা বলেছেন:
নিয়ম বাধা জীবনের ছকে মানুষ কখনো একা থাকতে পারে না ।
কিন্তু কোন পরিস্থিতিতে কিছু দায় এড়ানো সম্ভব না ।
"আমি তোমাকে ছাড়া বাঁচবো না"---
একথাটিও একদিন মিথ্যা প্রমাণিত হয়। উল্লেখিত পোস্টে আমি লিখেছি,
পরিবারের লোকজন / স্বার্থহীন বন্ধুদের সাথে সম্পর্ক ধরে রাখা।
লেখার মূল বিষয়টি ছিল একজন কে ঘিরে । যা উপরের লিখেছি,
একজনের দিকে তাকিয়ে সেক্রিফাইস করে নিজের স্বপ্নকে আর অন্য কিছু কেই প্রাধান্য দেওয়া হয়নি কখনো । ---- এই একজনের জন্য জীবন নয়।

আপনি এত চমৎকার ভাবে গঠনমূলক মন্তব্য করেছেন যে আমার পুরো পোস্ট লেখা সার্থক।
আমার পোষ্টের চেয়ে আপনার মন্তব্যের মূল্যায়ন আমার কাছে অনেক বেশি। আপনার জন্যও অনেক শুভকামনা ও কৃতজ্ঞতা।

১০| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২৪

ঢুকিচেপা বলেছেন: প্রথম পাতায় স্বাগত।

যদি প্রশ্ন করেন লেখা কেমন হয়েছে, এককথায় বলবো চমৎকার।
আবার যদি প্রশ্ন করেন লেখার নির্যাসটা কেমন, বলবো কষ্টদায়ক।

যে কথাটি আপনাকে অনুপ্রেরণা দিতে পারে ধার করে সেটাই রেখে গেলাম।

“ সমুদ্রের যেমন জোয়ার ভাটা আছে, মানুষের জীবনে তেমনি জোয়ার ভাটা আছে। সমুদ্রের এদিক টার সাথে মানুষের জীবনের বড্ড মিল খুঁজে পাই ...”

১১ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩১

রামিসা রোজা বলেছেন:

এমন হৃদয় খোলা মন্তব্যে লেখার অনুপ্রেরণা বাড়িয়ে এবং মন আলোকিত করে দিলেন।
বিভিন্ন মানুষের কষ্ট ও আঘাত পাবার ধরনটা হয়তো ভিন্ন হতে পারে কিন্তু ভেতরের যন্ত্রণার অনুভূতি সবাই একরকম হয়।
আপনি খেয়াল করে দেখবেন শুধু সমুদ্রের সাথে নয় আকাশের সাথে আমাদের জীবনের অনেক মিল রয়েছে ।
খুব খুব ভালো লাগলো আপনার মন্তব্যে এবং আপনাকে আন্তরিক ধন্যবাদ ।

১১| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৪

বিএম বরকতউল্লাহ বলেছেন: দারুন!
আরো চাই আপনার লেখা। শুভেচ্ছা নিন।

১১ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৪

রামিসা রোজা বলেছেন: ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য।
শুভকামনা জানবেন।

১২| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৭

জাহিদ হাসান বলেছেন: মনটাই খারাপ হয়ে গেল ।

১১ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৫

রামিসা রোজা বলেছেন:
ধন্যবাদ আপনাকে ।

১৩| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:০৯

মিরোরডডল বলেছেন:




রামিসা,
উপদেশ দিতে চাইনা কিন্তু সামু ফ্রেন্ড হিসেবে শেয়ার করতে চাই ।
জীবনে চলার পথে অনেক বন্ধু আসবে, পরিবার বা পরিবারের বাইরে থেকে ।
তাদের বন্ধুত্বকে রেস্পেক্ট করবেন কিন্তু কখনোই ডিপেন্ডেন্ট হবেন না ।
নিজের ওপর আস্থা রাখবেন । মনে রাখবেন আপনি আপনার বেস্ট ফ্রেন্ড ।

নিজে হ্যাপি না থাকলে অন্যকে হ্যাপি করা যায়না ।
নিজেকে রেস্পেক্ট করুন, ভালোবাসুন, টেক কেয়ার করুন । আপনার মনে যে প্রশান্তি আসবে, সেটা চারপাশে সবার মাঝে ছড়িয়ে যাবে । আশেপাশের সব প্রিয়জনকে নিয়ে ভালো থাকবেন ।

Once you are glowing, you can light up others surrounded by you.
So its important to make yourself happy first.

ভালো থাকবেন ।



১১ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৪২

রামিসা রোজা বলেছেন:
প্রথমেই একটা কথা অকপটে স্বীকারোক্তি করে নিচ্ছি খুব সরল মনের একজন বন্ধুর দেখা পেলাম।
পোস্টটিতে আত্ম-সম্পর্কিত না ,তবে হ্যাঁ এই বিষয়গুলির সাথে আমরা অনেকেই সম্পর্কিত । খুব ভালো লাগলো এমন হৃদয়গ্রাহী মন্তব্যে , মনে হলো এই পোষ্টের বেস্ট মন্তব্য।
অনেক শুভ কামনা , ধন্যবাদ।

১৪| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

সুন্দর হয়েছে।
অসাধারণ।

১১ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৪৩

রামিসা রোজা বলেছেন:
আপনাকে অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

১৫| ১২ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:০৫

স্থিতধী বলেছেন: একেবারেই বাহুল্যহীন চাঁছাছোলা এই সত্য কথন লেখাটাকে অন্য মাত্রা দিয়েছে। পাঠক মাত্র আটকে যাবে শব্দগুলো পড়ার পর। অনেকের মনে অনেক অভিজ্ঞতা এসে ভীড় জমাবে হয়তো, অনেকে নতুন করে আবার ভাবতে বসবে "আমি, আমরা আর আমাদের" সম্পর্কে। চমৎকার। আপনি ভালো থাকুন আর লিখতে থাকুন।

১২ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৫৮

রামিসা রোজা বলেছেন:
অনুপ্রেরণা মূলক মন্তব্যের জন্য ধন্যবাদ।
দুনিয়াতে অতিরিক্ত ভালো মানুষ ও
নরম হয়ে থাকা একদম বেমানান।
সবাই তাকে পেয়ে বসে যতদিন বাজে ব্যাবহারের বিপরীতে তার উচিত জবাব দেয়ানা চাই ততোদিনই সে মানুষটা অপমানিত হতে থাকে।
নিজের সফলতা , নিজের শক্ত অবস্থানে দাঁড়িয়ে মানুষগুলোকে সুযোগ দেওয়া চিরতরে বন্ধ করে দেয়া।
স্টেট ফরোয়ার্ড, স্পষ্টবাদী হওয়ার
কেউ rude , arrogant বলবে অসুবিধা নাই মাঝে মধ্যে আত্ম সম্মান বজায় রাখতে একটু শুনতে
হয়। কারণ আপনার চেয়ে আপন কে আছে ? নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজের ।
আপনার জন্য অনেক শুভকামনা রইলো ।

১৬| ১২ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১:০২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ ।
পাশে থাকবেন, শুভকামনা রইলো।

পোষ্টে সবার মন্তব্য গুলো পড়লাম। ভালো লাগলো।

১২ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৫৯

রামিসা রোজা বলেছেন:
ধন্যবাদ আবারো ।

১৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৪৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




একজন মানুষ জন্মে একা। মরেও একা একা। তাই বাঁচতে হলে নিজের জন্য বাঁচতে হয়। বেঁচে থাকার আলাদা এক আনন্দ আছে। সেই আনন্দ হচ্ছে ভালোভাবে বাঁচতে শেখা। সততার সাথে বাঁচতে শেখা।

ধন্যবাদ লেখা চমৎকার হয়েছে। +++


১৩ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৫৫

রামিসা রোজা বলেছেন:
চমৎকার মন্তব্যের অনুপ্রেরনা পেলাম ।
আমাদের রিজিক তৌফিক ও শক্তি যে দিচ্ছেন তিনি আমার আপনার
সকলের সৃষ্টিকর্তা।
বেঁচে থাকার আলাদা এক আনন্দ আছে। সেই আনন্দ হচ্ছে ভালোভাবে বাঁচতে শেখা। সততার সাথে বাঁচতে শেখা ---- এর চেয়ে কঠিন সত্য ও বাস্তব কথা আর একটিও নেই। নিজের জীবন নিজের মতো করে চলে , নিজের নিয়মে চলে এবং সেভাবেই চলবে। নিজস্বতা বিকিয়ে দিয়ে সবার পছন্দের হওয়া যায়না কারো কাছে ভালো, কারো কাছে মন্দ ।
অনেক আন্তরিক ধন্যবাদ এবং শুভকামনা ।

১৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১৫

শিখা রহমান বলেছেন: রামিসা দারুণ লিখেছেন। নিজের জন্যেই বেঁচে থাকতে হয়।
নিজেকে ভালো না বাসলে অন্যকে ভালোবাসা যায় না।

শুভকামনা নিরন্তর। দেখা হবে অন্য কোন লেখায়।

১৩ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২৮

রামিসা রোজা বলেছেন:
আপনাকে স্বাগতম অভিনন্দন আমার লেখার সাথ আপনাকে পাওয়ার জন্য ।
এই জীবনের ছোটখাটো আঘাত দুঃখ কষ্ট আছে বলেই হয়তো দিন আমরা জীবনের আসল স্বাদ উপভোগ করতে চাই , বেঁচে থাকতে চাই আনন্দ নিয়ে ।
অনেক ভালো লাগলো আপনার সুন্দর মন্তব্যের অনুপ্রাণিত হলাম।
শুভ কামনা ও ধন্যবাদ।

১৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:০৩

খায়রুল আহসান বলেছেন: "আমার একটু সাপোর্ট প্রয়োজন" - এই কঠিন একটি অনুচ্চারিত আবেদন নিয়ে পোস্টটা শুরু হয়েছে, যে আবেদন আমাদের আশে পাশে বাতাসে বাতাসে অনেক উড়ে বেড়ায়, কিন্তু আমরা তা শুনতে পাই না, পেলেও বেশিরভাগ সময় উপেক্ষা করে চলে যাই। এ আবেদনে সাড়া দেবার জন্য একটি সংবেদনশীল মন প্রয়োজন। আবার যারা এমন একটি আবেদন মুখে কিছু না বলেও সংশয়ে সংকোচে নিরুদ্দেশে ভাসিয়ে দেন, আপনার কথাটাও ঠিক, কে তাদের সাথে চুক্তি করে রেখেছে প্রয়োজনে সাপোর্ট করার? তাই আসুন, আমরা সবাই মনে মনে ঠিক করে রাখি, এমন কোন অনুচ্চারিত আবেদন যদি কখনো শুনতে পাই, আমরা সে আবেদনে ত্বরিত সাড়া দেব। আর সাপোর্টটা যদি নিজের জন্যই প্রয়োজন হয়, সেখানেও হেড এবং হার্টের সমন্বয় করে একটি যৌথ সিদ্ধান্ত খুঁজে নিতে হবে।

২৩ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:২৮

রামিসা রোজা বলেছেন:
দুঃখিত আমার বিশেষ অসুবিধার কারণে ব্লগে উপস্থিত হইতে পারি নাই এবং আপনার মন্তব্যের উত্তর বিলম্বিত দেওয়ার জন্য আমি দু'হাত জুড়ে ক্ষমা প্রার্থনা করছি। আশাকরি আমাকে ক্ষমা করে দিবেন ।
আপনার চমৎকার মন্তব্যের আমি বরাবরই অনুপ্রাণিত হই । আপনার কথায় দ্বিমত করছি না , বরঞ্চ আপনি আপনার জ্ঞান দিয়ে মূল্যবান অভিব্যক্তি দিলেন তা থেকে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে । আমরা অনেকেই অনেককে অনেক ভাবে সাহায্য সহযোগিতা করতে পারি এবং জীবনে চলার পথে কারো কারো সাপোর্ট নিয়ে চলতে হয় এবং তা উপেক্ষা করা যায় না ।

আমরা সবাই মনে মনে ঠিক করে রাখি, এমন কোন অনুচ্চারিত আবেদন যদি কখনো শুনতে পাই, আমরা সে আবেদনে ত্বরিত সাড়া দেব। আর সাপোর্টটা যদি নিজের জন্যই প্রয়োজন হয়, সেখানেও হেড এবং হার্টের সমন্বয় করে একটি যৌথ সিদ্ধান্ত খুঁজে নিতে হবে --- এই কথাগুলো প্রতিষ্ঠিত সফল বাক্য ।
আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এই মূল্যবান কথাগুলো রেখে গেলেন বলে ।

২০| ৩০ শে নভেম্বর, ২০২০ সকাল ৯:১৫

সাবিনা বলেছেন: "নিজেই নিজের বেস্ট সাপোর্টার হওয়া কঠিন ভাবে জরিরী" জি, ম্যাডাম, ঠিক বলেছেন।

০১ লা ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:১৩

রামিসা রোজা বলেছেন:
স্বাগত আপনাকে ।
মন্তব্যের সাথে সহমত প্রকাশের জন্য আন্তরিক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.