নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমুদ্রের যেমন জোয়ার ভাটা আছে, মানুষের জীবনে তেমনি জোয়ার ভাটা আছে। সমুদ্রের এদিক টার সাথে মানুষের জীবনের বড্ড মিল খুঁজে পাই ...

রামিসা রোজা

রামিসা রোজা › বিস্তারিত পোস্টঃ

বিসর্জন

১৭ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:০৬



আসা যাওয়া
যদি চলে যেতে চাও,
তবে বারবার কেন এই আসা যাওয়া?
একবার মন ভাঙলে মেনে নেওয়া যায়,
তাই বলে বারবার মেনে নেওয়া যায় না।

আমি তো মানুষ, পাথরের মূর্তি নয়
আমারে সীমা আছে, মাত্রার বাইরে আমি আর স্তব্ধ হই,
বারবার ভেজা চোখ ,বারবার দুঃখ শোষণ,
আমি যে পারিনা একাধিক বিসর্জন।
ভালোবাসা একবার ই হয় ,ভালো লাগা ভিন্ন বিষয়,
তোমার ছিল ভালোলাগা আমার তো তা নয়,
সবই তো বুঝি আমি সবই তো জানি
তবু কেন অবুঝের মতো তোমায় কাছে টানি?
সে চলে যায় ভালোবেসে মিথ্যে মায়ায়,
আমি তবুও দুঃখ ঘোচি বিষাদের বারান্দায়।
আমার মন পুড়ে, তার পুড়ে নাহ!
সে দিব্যি ভালই থাকে ভিন্ন কারো মিষ্টি যন্ত্রণায়,
আমারো মতোই ঠিক অন্য কাউকে ভালবেসে,
অন্য কারো চোখে ঠাঁই খুঁজে মাথায় রেখে অন্যের বুকে।
অন্য কারও হাতে হাত রেখে বলে,,,,
পাশে থাকবো তোমার সুখে কিংবা দু'খে।
এভাবেই চলে যায় তাদের যাপিত জীবন,
আদতে তারাই ভালো থাকে, সুখে থাকে সবসময়।
তারাই ধুকে মরে যারা বুঝেনা অভিনয়,
একবার নয় বারবার তারা মরে, বুকে নিয়ে স্মৃতি দুঃসময়।

মন্তব্য ৪৮ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১৬

খায়রুল আহসান বলেছেন: কবিতার আবেগ ও বেদনা হৃদয়স্পর্শী। শিরোনামটা যথোপযুক্ত হয়েছে।

১৭ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৫৭

রামিসা রোজা বলেছেন:
আবেগ ও বেদনার কবিতায় বোধহয় হৃদয়কে নাড়া দেয় বেশি , ‌ রোমান্টিকতা মনকে দোলা দেয়।
হৃদয় দিয়ে পড়েছেন সে জন্য অশেষ কৃতজ্ঞতা এবং মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২১

অনল চৌধুরী বলেছেন: সমস্যা নিয়েই থাকতে হবে।
এছাড়া করার আর কিছুই নাই।

১৭ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০২

রামিসা রোজা বলেছেন:
সমস্যা ছাড়া কে বেঁচে আছে বলুন ?
মন্তব্যের জন্য ধন্যবাদ জানবেন।

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৩৭

রানার ব্লগ বলেছেন: ভালো লাগলো

১৭ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০৪

রামিসা রোজা বলেছেন:
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ জানবেন।

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৪০

সেলিম আনোয়ার বলেছেন: বেদনাদায়ক সমাপ্তি ।

১৭ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১১

রামিসা রোজা বলেছেন:
সুখেরও আনন্দের কবিতায় আরেকদিন হবে মিলনাত্মক সমাপ্তি ।
মন্তব্যের জন্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন।

৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৪৫

চাঁদগাজী বলেছেন:


বাক্য গঠনই যেখানে সমস্যা, কবিতা কিভাবে জন্ম নিচ্ছে?

১৭ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১৩

রামিসা রোজা বলেছেন:
ভুল করেছি বলেই তো আপনার কাছ থেকে সঠিক টা জানতে পারছি । আজ ভুল হোক ,
আগামীকাল সঠিক হবে ‌। আপনাকে আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভকামনা।

৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:


সে দিব্যি ভালোই থাকে ভিন্ন কারো মিষ্টি যন্ত্রণায়
আমার মতোই ঠিক অন্য কাউকে ভালোবেসে
অন্য কারো চোখে ঠাঁই খোঁজে মাথা রেখে অন্যের বুকে


----

তারাই ধুঁকে মরে যারা বোঝে না অভিনয়
একবার নয়, বার বার তারা মরে, বুকে নিয়ে স্মৃতির দুঃসময়


অসাধারণ হয়েছে কবিতা। আপনার কবিতা এই প্রথম পড়লাম। শব্দচয়ন, উপমা, উৎপ্রেক্ষা, বাক্যগঠন সুন্দর। আমার ভালো লেগেছে আপনার ছন্দ জ্ঞান। হয়ত আপনি জানেন, তবুও বলছি, যে-ছন্দে লিখেছেন, এর নাম অক্ষরবৃত্ত ছন্দ। আমি অন্ত্যমিলের কথা বলছি না। আপনার ছন্দ ঠিক আছে। ছন্দ সম্পর্কে জানতে চাইলে হাতে সময় নিয়ে এই লিংকটা পড়ে দেখতে পারেন - বাংলা কবিতার ছন্দ

আমরা জেনে বা না জেনে বিষণ্ণতায় ডুবে যাই, আমাদের লেখালেখিতেও সেটা উঠে আসে। আমিও তাই করেছিলাম আমার সংকটকালে, কিন্তু তখন সোশ্যাল মিডিয়া ছিল না, এত যোগাযোগ ছিল না, তাই আমি কারো উপদেশ বা পরামর্শও পাই নি। লেখালেখিতে অতীত থাকবে হিরন্ময় দ্যুতি হিসাবে, বিষণ্ণতা খুঁজতে যাওয়া, কিংবা কবিতায় ঢেলে দেয়া ঠিক না। যে চলে গেছে, বা যে চলে যাবে, তাকে যেতে দিন। তার যেমন একটা ভিন্ন মিষ্টি ভুবন তৈরি হয়ে গেছে, তাকে আর ফেরানো যাবে না কিছুতেই, তাই নিজেকেও গুটিয়ে নয়, নিজের জন্যও আলাদা ভুবন গড়ে নিতে হবে, যে-ভুবনে আপনি নিজেই অধীশ্বর, সম্রাজ্ঞী। এ কথাগুলো বললাম, আপনার পর পর দুটি পোস্টই বিষণ্ণতায় ছাওয়া। এটা থেকে উত্তরণের দরকার।

শুভ কামনা আপু। কবিতায় প্লাস।

১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:০৬

রামিসা রোজা বলেছেন:
কিছু স্নেহাশীষ কথার অথবা মন্তব্যের কিভাবে উত্তর দিতে হয় তা হয়তো আমার জানা নেই কিন্তু কৃতজ্ঞতা জানবেন । কবিতা ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম। আপনার উপদেশ আমার আশীর্বাদ স্বরূপ।
সফলতা আসে চিন্তার ভিন্নতায় । সফলতা মানে ব্যর্থতার পরে নতুন ভাবে নিজেকে প্রেজেন্ট করার কঠিন মনোবল আঁকড়ে থাকা এবং সাফল্য না আসা পর্যন্ত লড়াই করা । এই কথাগুলো আমি কঠিন ভাবে বিশ্বাস করি ।
ঠিকই তো বলেছেন পোস্ট গুলো কেমন যেন বিষণ্নতা ও মন মরা'র ছোঁয়া । আগামী লেখা হবে আনন্দের। আপনার পোস্টের লিংক দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ গ্রহন করুন ।
শুভেচ্ছা রইলো ।

৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫০

সাড়ে চুয়াত্তর বলেছেন: বোঝা গেলো শুধু ভালো লাগলে হবে না, ভালবাসতে হবে। ভালো কবিতা। ধন্যবাদ।

১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:০৭

রামিসা রোজা বলেছেন:
ভালো তো অনেককেই লাগে, তাই বলে কি সবাইকে ভালোবাসা যায় ?
এরপর তো জাগতিক নিয়মে কাউকে না কাউকে বিশ্বাস করতে হয় এবং ভালবাসতে হয় ।
মজা করে মন্তব্য করেছেন ।
ধন্যবাদ এবং শুভকামনা জানবেন।

৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:০০

নুরুলইসলা০৬০৪ বলেছেন:


ভালবাসা কারো কয় সি কি কেবলিই যাতনাময়
রবি ঠাকুর

১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:০৮

রামিসা রোজা বলেছেন:
এই যাতনাময়ী ভালোবাসা সবাই অনুভব করতে পারে না । কারন এর আগেই জ্বলে পুড়ে সব শেষ হয়ে যায়।
ধন্যবাদ আপনাকে।

৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৫৬

নেয়ামুল নাহিদ বলেছেন: আপনার কবিতার কথা অনেকের মনের কথা। ভালো লাগা +++

১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৪১

রামিসা রোজা বলেছেন:
হয়তো তাই ! অনেকের মনের কথা কিনা জানিনা , তবে আপনার মন উজাড় করে মন্তব্যে অনুপ্রাণিত হলাম এবং শুভেচ্ছা রইলো ।

১০| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালোবাসা গুল ভালো থাকুক, আর কষ্টগুলো ভুলে যাওয়াই উত্তম। কবিতা অসাধারণ হয়েছে

১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৪৭

রামিসা রোজা বলেছেন:
চমৎকার মন্তব্যে অনুপ্রাণিত হলাম ।
দুঃসহ যন্ত্রণা হারিয়ে যাক, বরঞ্চ সেখান থেকে সুখের স্মৃতিগুলো সঞ্চিত থাকুক সযত্নে ।
ভালোবাসা ও শুভেচ্ছা রইলো।

১১| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩৯

বিএম বরকতউল্লাহ বলেছেন: মন ছুঁয়েছে। বানানের দিকে আরেকটু নজর দিতে হয় যে!

১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৫২

রামিসা রোজা বলেছেন:
মনের মূল্যায়ন মন থেকে করেছেন তাই হয়তো কিছুটা অনুভব করতে পেরেছেন ।
বানানের দিকে অবশ্যই নজর দিবো।
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো ।

১২| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৪৯

নেওয়াজ আলি বলেছেন: অনন্য ভাবে অনুপম লেখা I

১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৫৫

রামিসা রোজা বলেছেন:

অনুপম লেখা কিনা জানি না , তবে আপনার মন্তব্যে অনেক অনুপ্রাণিত হলাম।
ধন্যবাদ জানবেন।

১৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২৪

রাজীব নুর বলেছেন: অতি মনোরম।

১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৪৬

রামিসা রোজা বলেছেন:
ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য।

১৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১:৫১

শায়মা বলেছেন: আসলেই অসাধারণ রামিসা আপুনি।

১৮ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২২

রামিসা রোজা বলেছেন:
আপনার মন্তব্যে অনেক অনুপ্রাণিত হলাম, আপনাকে অনেক ধন্যবাদ ।

১৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন:
ভালবাসা মানেইতো বিসর্জন
নিজের সকল চাওয়া পাওযা স্বপ্ন
শুধু মাশুকের সূখেই সূখ
দয়িতের শান্তিতেই দয়িতার প্রশান্তি!

বিসর্জিত হতে হতে
নি:স্বার্থ বিসর্জন চেতনায় ফোটে প্রকৃত ভালবাসার ফুল।

১৮ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩০

রামিসা রোজা বলেছেন:
বিসর্জিত হতে হতে
নি:স্বার্থ বিসর্জন চেতনায় ফোটে প্রকৃত ভালবাসার ফুল --- এই কথাগুলি হয়তো বুঝিয়ে দেয়, পরবর্তী ভোরের সূর্য দেখার জন্য রাতের অন্ধকার বার করতেই হবে।
চমৎকার অনুপ্রেরণামূলক মন্তব্য। আমার পোস্ট এর চেয়ে , আপনার ওই অল্প খানিক কবিতার জোর অনেক বেশি। আশা করি পাশে থাকবেন ।
আপনাকে অশেষ ধন্যবাদ ও শুভকামনা।

১৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১৭

রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ।

১৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:০৩

রামিসা রোজা বলেছেন:
আপনাকেও ধন্যবাদ ।

১৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৩০

পদাতিক চৌধুরি বলেছেন: দারুন আবেগময় কবিতায় ভালোলাগা।++
মাঝে মাঝে কিছু অনুভূতি অন্তরকে ছুঁয়ে যায়।

শুভকামনা জানবেন।

১৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:০৩

রামিসা রোজা বলেছেন:
কিছু মানুষের কাছে এখনো ভালোবাসার মূল্য এবং অনুভূতি আছে আর এজন্যই হয়তো ভালোবাসার সঠিক মূল্যায়ন এবং সম্পর্কের সম্মান এখনো টিকে আছে।
আপনার কাছে ভাল লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম এবং শেষে হলেও আপনার
আগমনে আমি আনন্দিত । অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো ।

১৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৪৬

রাজীব নুর বলেছেন: আরেকবার পড়লাম। ভালো লাগলো।

১৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:০৯

রামিসা রোজা বলেছেন:
আপনার জন্য অনেক অনেক ধন্যবাদ ।

১৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৪৫

করুণাধারা বলেছেন: ছোট ছোট বাক্যে আবেগ প্রকাশ করেছেন চমৎকার ভাবে। কবিতা ভালো লাগলো।

২৭ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৪

রামিসা রোজা বলেছেন:
আপনাকে স্বাগতম ও অভিনন্দন!!
কবিতা ভালো লেগেছে জেনে অনুপ্রেরণা পেলাম ।
কৃতজ্ঞতা ও ধন্যবাদ রইলো ।

২০| ০৩ রা অক্টোবর, ২০২০ দুপুর ২:২৯

মনিরা সুলতানা বলেছেন: এই যে আসা যাওয়া !
এই যে বিসর্জন !!
সত্যিই যায় সব ভুলে থাকা ?

০৩ রা অক্টোবর, ২০২০ বিকাল ৪:৫৭

রামিসা রোজা বলেছেন:
আমার পোস্টে স্বাগতম ও অভিনন্দন !!
হয়তো সময়ের স্রোতে অনেক কিছু ভুলে থাকতে হয় কিন্তু দীর্ঘশ্বাসটা ঠিকই রয়ে যায় । আর তার চেয়ে বড় কথা হচ্ছে স্বস্তিতে ও শান্তিতে বেঁচে থাকা যায় ।
আপনি এই কবিতা পাঠ করে আমাকে অনুপ্রাণিত করলেন ।
কবিতা করে আপনার মন্তব্যে ,
আমার আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা গ্রহণ করবেন ।
আপনাদের কাছ থেকে শেখার আছে অনেক কিছুই, আশা করি পাশেই থাকবেন ।

২১| ০৩ রা অক্টোবর, ২০২০ বিকাল ৫:৩৭

ঢুকিচেপা বলেছেন: “ আদতে তারাই ভালো থাকে, সুখে থাকে সবসময়।
তারাই ধুকে মরে যারা বুঝেনা অভিনয়,
একবার নয় বারবার তারা মরে, বুকে নিয়ে স্মৃতি দুঃসময়।”


সহজ সরলভাবে খুব সুন্দর অনুভূতির উপস্থাপনা।
প্রতিটি শব্দগঠনে অনুভূতিগুলি দারুণ লেগেছে।
এবার একটা ছোট গল্পে হাত দেন।

০৪ ঠা অক্টোবর, ২০২০ দুপুর ১২:০১

রামিসা রোজা বলেছেন:
আপনার উপস্থিতি এবং মন্তব্যে আমি প্রথম থেকেই কৃতজ্ঞ। অনুভূতিগুলো অনুভব করতে পেরেছেন সেজন্য অনেক অনুপ্রেরণা পেলাম । ছোটগল্প আমি লিখবো --- ঠিক আছে চেষ্টা করব তবে মনে হয় কেউ পড়বে না ।
আপনাকে অনেক ধন্যবাদ ।

২২| ০৪ ঠা অক্টোবর, ২০২০ সকাল ৯:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার সেভ হওয়ার খবরটা জানতে পারিনি।

যাক ভাল হলো।

যে চলে যায় সে কি একেবারেই যায়
নাকি তার স্মৃতি রয়ে যায় হৃদয়ের গভীরে।

++++

০৪ ঠা অক্টোবর, ২০২০ দুপুর ২:০৬

রামিসা রোজা বলেছেন:
আমার সেভ হওয়াতে আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম । আপনি যে চরণ দু'খানা লিখেছেন তা আমাদের অনেকেরই অজানা । সময় হয়তো এর সঠিক উত্তরটা দিতে পারবে ।
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

২৩| ০৪ ঠা অক্টোবর, ২০২০ দুপুর ২:১৬

ঢুকিচেপা বলেছেন: “ ছোটগল্প আমি লিখবো --- ঠিক আছে চেষ্টা করব তবে মনে হয় কেউ পড়বে না ।”

অবশ্যই আপনি লিখবেন।
সুন্দর একটি প্লটের উপর লিখে পোস্ট দিয়ে দেখুন কেউ পড়ে কিনা। আপনার লেখা স্টাইল ভালো।

আলাদা করে নাম উল্লেখ করছি না, তবে বেশ কয়েকজন সম্মানীত ব্লগার কত সুন্দর প্রশংসা করেছেন আপনার অনুভূতিসমৃদ্ধ লেখাকে।
একটু সময় লাগুক, তবুও লিখুন।

এবার প্রতিক্ষায় রইলাম।

০৫ ই অক্টোবর, ২০২০ রাত ৮:১২

রামিসা রোজা বলেছেন:
বেশ কয়েক দিন আগে ব্লগারগণ অনেকেই ভূতের গল্প লিখেছেন । আপনি গতকাল আমাকে একটা গল্প লিখতে বললেন ।
তখন মনে হলো আমার নিজের দেখা নিজেকে নিয়ে দুটো অভিজ্ঞতা শেয়ার করি । এটা আমি তখনই লিখতাম ‌‌‍‌‌ কিন্তু সবাই এত উঁচুমানের লেখা লিখেছিলেন তাই পিচ্চিকালের লেখা লিখতে চাইছিলাম না ।
আপনার প্রশংসায় আমি উচ্ছ্বাসিত ,
যদিও জানি লেখাটেখা কিছুই হচ্ছেনা কিন্তু আগ্রহ পাচ্ছি ।
আপনার আন্তরিকতায় আমি মুগ্ধ, ধন্যবাদ ।

২৪| ০৪ ঠা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:১০

জুন বলেছেন: তারাই ধুঁকে মরে যারা বোঝে না অভিনয়
একবার নয়, বার বার তারা মরে, বুকে নিয়ে স্মৃতির দুঃসময়

খুব কঠিন কথাটি খুব সুন্দর করে বলেছেন রামিসা রোজা ।
অনেক ভালোলাগা রইলো ।
+

০৫ ই অক্টোবর, ২০২০ রাত ৮:১৪

রামিসা রোজা বলেছেন:
এই সামান্য লেখায় কবিতার যে লাইনগুলো আপনি কোট করেছেন ,
আসলেই এটাই সত্যি কথা । আমরা কিছু মানুষ বড্ড আবেগপ্রবণ । যে ভুল করে তাকে একবারের বেশি বারবার সুযোগ দেওয়া মোটেও উচিত নয় , তাহলে হয়তো কিছুটা হলেও ভালোভাবে বেঁচে থাকা যায়।
আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার এই লেখাটি মন দিয়ে পড়ে সুন্দর মন্তব্য করার জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.