নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমুদ্রের যেমন জোয়ার ভাটা আছে, মানুষের জীবনে তেমনি জোয়ার ভাটা আছে। সমুদ্রের এদিক টার সাথে মানুষের জীবনের বড্ড মিল খুঁজে পাই ...

রামিসা রোজা

রামিসা রোজা › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন

১৭ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:৪০



অনেকে ভাবেন,,,,,,,,আমি যদি নিজেকে পরিবর্তন করতে গিয়ে কিছু হারিয়ে ফেলি?
বা আমার মানুষগুলোও যদি দূরে চলে যায়!!

-এ ভয়টি তাকে এতো মারাত্মকভাবে আঁকড়ে ফেলে যে অবশেষে তার আর নিজেকে প্রতিষ্ঠিত করা হয়না নিজের স্বপ্নগুলোতে ধুলো পরে যায় ।
তার ধারণা অনুযায়ী নিজেকে ডেভলপ করা মানে তাকে ঘর থেকে বের হয়ে বাইরে ছুটতে হবে।অনেকের থেকে ছিটকে পড়তে হবে
মানুষ স্বপ্ন দেখে নিজের জন্য, অন্যকে স্বপ্ন দেখায় সেটাও নিজের জন্যই। কিন্তু কেউ কারো স্বপ্ন পূরণে দিন পাড়ি দেয়না! ..তুমি তার স্বপ্নে তখনই আছো যখন স্বপ্নটা তার। হয়ত কখনো কখনো স্বপ্ন গুলো মিলে যায়, দুটো মানুষ এক সাথে কল্পনায় স্বপ্ন গুলো জোড়া লাগায়। কিন্তু দিন শেষে যার যার স্বপ্ন তার তার কাছে।
.যখন কারো স্বপ্ন পূরন হয়ে যায় তখন মানুষটাকে আর প্রয়োজন হয়না। মানুষের স্বপ্ন বদলায় না স্বপ্নের প্রয়োজনে মানুষটাই বদলায়।
আজ যে তোমাকে তার স্বপ্নের অংশ করে নিয়েছে কাল সেই স্বপ্ন পূরনেই সে তোমায় ফেলে দিবে।
- কেউ যখন তোমায় স্বপ্ন দেখায় ভেবে নিওনা স্বপ্ন গুলো তোমার, তুমি সেই স্বপ্নের সামান্য একটা অংশ মাত্র। সামান্য হের ফের হলে দেখবা স্বপ্ন গুলো ঠিকই আছে কিন্তু তুমি সেই স্বপ্নে নেই আর।
.কখনো অন্যের স্বপ্ন পূরণে নিজের স্বপ্ন ছেড়ে দিওনা। দুটো স্বপ্ন মিলে গেলে পাশা পাশি চলো, যদি কখনো না মেলে মানুষটার সাথে আপোস করো নিজের স্বপ্নের সাথে না।
- স্বপ্ন বেঁচে দিয়ে যাকে কিনে নিবে সেই স্বপ্নের হাটে সে তোমায় বেঁচে দিবে৷ দেনা পাওনা নিয়ে বেঁচে থাকা যায় ভাগ ফল শূন্য হলে শুন্য সব কিছুই।
- যদি স্বপ্ন ধরে বাঁচতে পারো,তোমার স্বপ্নের পৃথিবীতে কেউ যাবে কেউ থাকবে তবু তুমি শুন্য হবেনা কখনো।

মন্তব্য ৩১ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:৫৬

বিএম বরকতউল্লাহ বলেছেন: না, আপনি বেঁচে আছেন বলে আপনার স্বপ্নেরা বেঁচে আছে।

১৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:০৩

রামিসা রোজা বলেছেন:
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ । মানুষের স্বপ্ন নিয়েই তো বেঁচে থাকে ...

২| ১৭ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:৫৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




নিজেকে পরিবর্তন করাটা্ি সবচেয়ে সহজ কাজ। সমাজ দেশ পরিবর্তন করতে চাওয়াটাও এক ধরনের পাগলামি।
পোস্টে প্লাস।

১৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:১২

রামিসা রোজা বলেছেন:
নিজেকে পরিবর্তন করাটা যেমন সহজ ঠিক তেমনই কঠিন ।
তারপরেও তো নিজেকে নিজে ভাল রাখতে হবে এবং সুন্দর স্বপ্ন পূরণের মাধ্যমে । ধন্যবাদ আপনাকে।

৩| ১৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:১২

ফয়সাল রকি বলেছেন: নিজেকে পরিবর্তন করা আর স্বপ্ন দেখা সম্ভবত এক নয়! তবে হ্যাঁ, স্বপ্ন পূরণের জন্য নিজেকে প্রস্তুত করা অন্য ব্যাপার। সেক্ষেত্রে যদি কোনো পরিবর্তন আসে তাহলে তা সাধারণত সহজাত পরিবর্তনই হয়। আর ইচ্ছাকৃতভাবে নিজেকে পরিবর্তন করাটাও খুব কঠিন ব্যাপার। যাইহোক, স্বপ্ন দেখতে থাকুন।

১৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:২২

রামিসা রোজা বলেছেন:
নিজেকে পরিবর্তন করা আর স্বপ্ন দেখার সম্ভবত এক নয় , হ্যাঁ এটা ঠিক। আর সেজন্যই আমি বলেছি,
মানুষের স্বপ্ন বদলায় না স্বপ্নের প্রয়োজনে মানুষটাই বদলায়।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

৪| ১৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:০২

রাজীব নুর বলেছেন: যে করেই হোক বেঁচে থাকাটাই বড় কথা।

১৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:২৪

রামিসা রোজা বলেছেন:
বেঁচে থাকুন ও দীর্ঘজীবী হোন এই কামনা করি ।

৫| ১৭ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:১৫

নেওয়াজ আলি বলেছেন: আশা ভরসাই মানুষকে বাঁচতে সাহায্য করে

১৭ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৭

রামিসা রোজা বলেছেন:
আশা ভরসাই মানুষকে বাঁচতে সাহায্য করে--পরম সত্যি কথা।
ধন্যবাদ জানবেন ।

৬| ১৭ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৯

ভুয়া মফিজ বলেছেন: গভীর ভাবের কথা। আপনার ভাবনা-চিন্তা তো দেখি অনেক গভীর!!! স্বপ্ন নিয়ে পড়তে পড়তে মাথায় কেমন জানি গিট্টু লেগে গেল। আরেকটু সহজ করে কি লেখা যেতো না? আমি-তুমি-সে......সব মিলেমিশে একাকার!

তবে, সারমর্ম যা বুঝলাম তা হলো.....এই দুনিয়াতে সবাই স্বার্থপর। যে যার নিজের ধান্ধায় আছে। কাজেই অন্যের স্বপ্ন-পূরণে সময় নষ্ট না করে ''চাচা, আপন পরান বাচা'' স্ট্র্যাটেজিই গ্রহন করা মঙ্গলজনক। ঠিকমতো কি বুঝলাম??? :(

১৭ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৩

রামিসা রোজা বলেছেন:
গভীর ভাবনার কথা মজা করেই বলেন আর সিরিয়াসলি বলেন দুটোই মেনে নিবো আমি । নিজেকে নিজের
সাথে প্রশ্ন ও উত্তর তাই হয়তো আমি তুমি সে একটু মিলিয়ে গিয়েছে। ওকে পরবর্তীতে খেয়াল রাখবো।
ভালো ও মন্দ মানুষ এখনো আছে তবে নিজের মা, বাবার মতো নিঃস্বার্থভাবে কেউ ভালোবাসবে না ।
শুভেচ্ছা রইলো ।

৭| ১৭ ই নভেম্বর, ২০২০ রাত ৮:৩২

করুণাধারা বলেছেন: আমার অবশ্য এমন গুরুগম্ভীর কোন স্বপ্ন নেই। আগামীকালের সূর্য দেখার স্বপ্ন দেখতে দেখতে প্রতিদিন ঘুমিয়ে পড়ি...

১৭ ই নভেম্বর, ২০২০ রাত ৮:৪৩

রামিসা রোজা বলেছেন:
কারো চলার পথ খুব মসৃণ আবার কারো চলার পথ উঁচু-নিচু তাই সপ্নটা হয়তো তেমনি দেখতে হয় জীবন যেখানে যার যেমন ।
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৮| ১৭ ই নভেম্বর, ২০২০ রাত ৮:৫৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমি আমার নিকট জনদের স্বপ্ন পূরণ করতে চেষ্টা করছি। ওদের স্বপ্ন পূরণ হলেই আমি খুশি। অনেক পরিশ্রম করার পর যখন দেখি এই পরিশ্রমের কারণে ওদের স্বপ্ন পূরণ হয়েছে তখন পরিশ্রমের কষ্ট মনে থাকে না। আমার মধ্যে আবেগ আর বাস্তববাদিতার একটা ভারসাম্য কাজ করে ফলে স্বপ্ন পূরণ না হলেও ভেঙ্গে পড়ি না। স্বপ্ন পূরণ হওয়াটা আমি জরুরী মনে করি না।

১৭ ই নভেম্বর, ২০২০ রাত ৯:২৬

রামিসা রোজা বলেছেন:
অল্পতেই সন্তুষ্ট হওয়া মানুষ ছোটখাটো স্বপ্ন পূরণের মাধ্যমে সার্থকতা খুঁজে পায় । আর স্বপ্ন দেখতে তো দোষ নেই ।
ধন্যবাদ আপনাকে ।

৯| ১৭ ই নভেম্বর, ২০২০ রাত ১০:১৯

ওমেরা বলেছেন: আপু এত গুরু গম্ভীর লিখা লিখেছেন কেন ! আমার স্বপ্ন আমি দেখবো সাধ্যমত চেষ্টা করবো সেই স্বপ্নে পৌঁছানো ।

১৭ ই নভেম্বর, ২০২০ রাত ১১:১৪

রামিসা রোজা বলেছেন:
আপনার মন্তব্যে বুঝতে পারলাম সত্যিই লেখাটা হয়তোবা গম্ভীর হয়ে গেছে । আমার স্বপ্ন আমি দেখবো সাধ্যমত চেষ্টা করবো সেই স্বপ্নে পৌঁছানো --সঠিক বলেছেন ।
অনেক ভালোলাগা রইলো আপনার মন্তব্যের জন্য , শুভকামনা ।

১০| ১৮ ই নভেম্বর, ২০২০ সকাল ৯:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
স্বপ্নের আবার বিভিন্ন প্রকার আছে।

যা তোমাকে ঘুমাতে দেয়না সেটাই স্বপ্ন (যেটা প্রতিষ্টা তুমি করতে চাও)
কারো স্বপ্ন বিলাশিতা
কারো স্বপ্ন বেচে থাকা
কারো স্বপ্ন অন্যকে ভাল রাখা
.....................................।।

১৮ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:১৯

রামিসা রোজা বলেছেন:
বাহ দারুন তো যা আমার পোস্টের জন্য পারফেক্ট মন্তব্য ।
ধন্যবাদ জানবেন ।

১১| ১৮ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসাধারণ বলেছেন আপি

স্বপ্ন যার যার, কেবল ধরে রাখতে হয়, অনুভবে সুখ জাগিয়ে রাখতে হয়। কিন্তু মানুষ স্বার্থপর যে :(

১৮ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:৩৭

রামিসা রোজা বলেছেন:
এই স্বার্থপর জগতে সুন্দর কিছু স্বপ্ন নিয়ে নিজেকে সামলে নিয়ে বেঁচে থাকা জানি কষ্টসাধ্য । কিন্তু ওই যে তারপরও আপনি বললেন , অনুভবে সুখে জাগিয়ে রাখতে হয় .....
চমৎকার মন্তব্যের অনুপ্রাণিত ধন্যবাদ আপু।

১২| ২০ শে নভেম্বর, ২০২০ রাত ৮:২৬

ঢুকিচেপা বলেছেন: কঠিন বাস্তবতার কিছু কথা, যা অবলীলায় বলে গেলেন। সেই সূত্র ধরে বলতে হচ্ছে “স্বপ্নের প্রয়োজনে মানুষটাই বদলায়”
তবে আমি মনে করি স্বপ্ন একাই দেখতে হয়, ভাগাভাগি করে স্বপ্ন দেখতে গেলে বানরের পিঠা ভাগের মত ছোট/বড় হবে।

শিক্ষনীয় লেখা ভালো লেগেছে।

২২ শে নভেম্বর, ২০২০ রাত ১:১৪

রামিসা রোজা বলেছেন:
তবে আমি মনে করি স্বপ্ন একাই দেখতে হয়, ভাগাভাগি করে স্বপ্ন দেখতে গেলে বানরের পিঠা ভাগের মত ছোট/বড় হবে --- আপনার ভাবনা চিন্তাকে আপনার জায়গা থেকে স্বাগত জানিয়ে গেলাম । তবে আশা রাখবো , আমার এই প্রিয় মানুষটি যেন কখনো স্বপ্নে অথবা বাস্তবে হেরে না যায় । সর্বদাই যেনো ভালো থাকে ।
আপনার মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো লাগলো এবং অসংখ্য ধন্যবাদ।

১৩| ২২ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:৩১

পদাতিক চৌধুরি বলেছেন: অনেকটা দেরি করে ফেললাম। সাফল্য ব্যর্থতা নিয়েই আমাদের জীবন। সাফল্য আমাদের আনন্দে উদ্বেলিত করে। কিন্তু ব্যর্থতায় আমাদের চলার পথে অন্তরায় হয়ে দাঁড়ায়।আর তখনই দরকার স্বপ্নের। আমাদেরকে নব উদ্যোমে বাঁচতে স্বপ্নই তখন দিশা হয়ে দেখা দেয়।
শুভেচ্ছা জানবেন।

২২ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:০৭

রামিসা রোজা বলেছেন:
আপনি এসেছেন এতেই আমি আনন্দিত । কারণ আপনার মূল্যবান মন্তব্য আমাকে যথেষ্ট অনুপ্রাণিত করে ।
আমাদেরকে নব উদ্যোমে বাঁচতে স্বপ্নই তখন দিশা হয়ে দেখা দেয় --
খুবই গুরুত্বপূর্ণ কথা । আমি মনে করি যে কোন মানুষের ভেতরে স্বপ্ন ও আশা এই দু'টো জিনিস থাকা খুবই জরুরী এবং সফলতা এরপরের স্টেপ ।
অনেক ধন্যবাদ আপনাকে এবং শুভকামনা ।

১৪| ২২ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:২৯

মিরোরডডল বলেছেন:



স্বপ্ন হচ্ছে বেঁচে থাকার অনুপ্রেরণা । একটা স্বপ্ন পূরণ হলে আবার আরেকটা নতুন স্বপ্ন চলে আসে । স্বপ্ন আছে বলেই জীবন এতো সুন্দর, তবে সেই স্বপ্ন অবশ্যই রিয়ালিস্টিক হতে হবে, শুধুই ফ্যান্টাসি না ।

একজনের স্বপ্ন আরেকজন দেখা সম্ভব না, উচিৎও না । নিজের স্বপ্নগুলোই এমন হবে যেটা কাছের মানুষদের নিয়ে, নিজের প্রিয় মানুষ সবাইকে নিয়েই ভালো থাকা । শুধুই নিজের জন্য বাঁচা বা শুধুই অন্যর জন্য জীবন দিয়ে দেয়া দুটোই অর্থহীন । নিজেকে ভালো রাখলেই অন্যকেও ভালো রাখা যায় ।

We have to live to fulfill our dreams. These dreams are all about life. And life means bunches of loving faces around. Without them we are nobody. So love yourself, make your dreams true.


২৩ শে নভেম্বর, ২০২০ রাত ৯:৫০

রামিসা রোজা বলেছেন:
দুঃখিত , দেরিতে প্রতিমন্তব্যে আসার জন্য ।

এ জগত সংসারে দুই ধরনের মানুষ খুন হয় । এক: অতি সরল মানুষ যারা শুধু ভালোবাসতে জানে.....
দুই: শুধু বেঁচে থাকার জন্য হাসি মুখে নিজের স্বপ্ন ও নিজস্বতা সেক্রিফাইস করা যে মানুষটি আত্মপরিচয় হারাতে শুরু করে ...
তাই নিজেকে ইমোশনাল স্ট্রেঙ্থ বিল্ড আপ করে স্বপ্ন ও আশা নিয়ে জীবন তা কখনোই ফ্যান্টাসি হবে
না ।
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

১৫| ২৩ শে নভেম্বর, ২০২০ রাত ৯:২৭

কবিতা পড়ার প্রহর বলেছেন: মিরোরডডল বলেছেন:



স্বপ্ন হচ্ছে বেঁচে থাকার অনুপ্রেরণা । একটা স্বপ্ন পূরণ হলে আবার আরেকটা নতুন স্বপ্ন চলে আসে । স্বপ্ন আছে বলেই জীবন এতো সুন্দর, তবে সেই স্বপ্ন অবশ্যই রিয়ালিস্টিক হতে হবে, শুধুই ফ্যান্টাসি না ।


একদম সত্যি।

জীবনটাই বাঁচে স্বপ্নের কারনে।

২৩ শে নভেম্বর, ২০২০ রাত ৯:৫৮

রামিসা রোজা বলেছেন:
স্বপ্ন ও আশা আছে বলেই জীবন আছে ...
অনেক ধন্যবাদ আপনাকে।

১৬| ২৮ শে জুলাই, ২০২১ সকাল ১১:৪০

খায়রুল আহসান বলেছেন: স্বপ্ন আছে বলে আশা আছে, আকাঙ্খা আছে, বর্ণ আছে, গতি আছে, ভাবনা আছে, ভালবাসা আছে এবং সবশেষে কিছু প্রাপ্তিও আছে।
মাঝে মাঝে কিছু দুঃস্বপ্ন থাকলেও, আমাদের জীবনটার অনেকাংশই স্বপ্নময়। স্বপ্নপূরণের আনন্দ আর স্বপ্নভঙ্গের বেদনার সমাহার নিয়েই আমাদের এ জীবন।

আমার অবশ্য এমন গুরুগম্ভীর কোন স্বপ্ন নেই। আগামীকালের সূর্য দেখার স্বপ্ন দেখতে দেখতে প্রতিদিন ঘুমিয়ে পড়ি... - করুণাধারা এর এ কথাটা খুব ভাল লেগেছে। আমার অবস্থাও একই। শুধু চাই, আপনজনেরা সবাই নিবিড় ভালবাসায় থাকুক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.