নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমুদ্রের যেমন জোয়ার ভাটা আছে, মানুষের জীবনে তেমনি জোয়ার ভাটা আছে। সমুদ্রের এদিক টার সাথে মানুষের জীবনের বড্ড মিল খুঁজে পাই ...

রামিসা রোজা

রামিসা রোজা › বিস্তারিত পোস্টঃ

চুপ থাকাই উত্তম !

০৭ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৫৮



পৃথিবীতে কষ্ট পাবার রাস্তা বন্ধ করার মোক্ষম অস্ত্র কি? নীরবে নিজেকে প্রস্তুত করা।
বাবা বকা দিচ্ছে? চুপ থাকুন !
আম্মা ঝাড়ি মারছে? চুপ থাকুন !
কাছের কেউ মিথ্যা বলছে? চুপ থাকুন !
জীবনসঙ্গী চিট করছে?বুঝেও চুপ থাকুন !
অতি চালাক বন্ধু গুটিবাজি করছে?আপনি বুঝেছেন, চুপ থাকুন, উপভোগ করুন !
একমাত্র আপনার রিএকশন পেলেই সে জিনিস আপনাকে ধ্বংস করারও ক্ষমতা রাখে ।
আপনার এটেনশন না পেলেই যারা আপনাকে মানসিকভাবে বর্র্বাদ করতে চাইছে তারাই তিলে তিলে শেষ হয়ে যাবে এটাই তো সেই মোক্ষম হাতিয়ার যেটি আপনাকে রপ্ত করতে সাহায্য করবে ।
চিল্লাতে বা রিএকশন দিতে তো সবাই পারে,নীরবতার হাতিয়ার তো সেই মূল্যবান জিনিস যা সবার মাঝে থাকেনা ।এমন বিনোদন আর পাবেন না। চুপ থাকুন !
যার জন্য নিজের সর্বস্ব বিলিয়ে দিয়েছেন সেই আপনাকে প্রশ্ন করছে " তুই আমার জন্য কি করেছিস " চুপ থাকুন। উপভোগ করুন। এদেরকে ফিল করতে দিন, আপনি বোকা। ওরা চালাক। আপনি কিছু বুঝেন না। তাই চুপ থাকেন।
আপনি বোবা। পরিবেশ সুন্দর। আপনি কোন হইচই করেন না। তারপর ও কিছু লোক বলবে আপনি ভালোনা। সবাইকে খুশী করতে আপনি পৃথিবীতে আসেননি।
সবাইকে খুশী করার ঠেকা নেননি আপনি। নিরব থাকুন। ট্রাস্ট মি নিরবতার চাইতে বড় সাজা আর কিছু হতে পারেনা।মানুষকে এই ইল্যুশনে থাকতে দিন যে আপনি অন্ধ,কিছুই দেখেন না। দেখবেন মানুষ মুখোশ টা খুলে আসল চেহারাটা দেখাবে। তবে হ্যাঁ পরিশেষে একটি কথাই বলবো , পরিস্থিতি বুঝে প্রতিবাদ করা ভালো আর না হয় চুপ থাকাই শ্রেয় ।

মন্তব্য ৪০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:১০

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: এট্টা মুক তো, কথা কম কবা- গানের লিংক দিলাম -শুনে হয়তো ভালো লাগতেও পারে!

০৭ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৩৩

রামিসা রোজা বলেছেন:
গানের কথা ভালো লেগেছে , ধন্যবাদ ।

২| ০৭ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:১২

শাহ আজিজ বলেছেন: একদম চুপ থাকলে বলবে শালা ছ্যাকা খেয়েছে B-)

০৭ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৩৮

রামিসা রোজা বলেছেন:
হা হা...একবার ছ্যাকা খেলে তো পুরো জীবনের জন্যই উত্তম , পরবরর্তীতে ঠকার চান্স নাই ।
ধন্যবাদ আপনাকে ।

৩| ০৭ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৩৩

সামিয়া বলেছেন: একদম চুপ থাকলে কিন্তু নিজের মানসিক সমস্যা দেখা দিতে পারে, সহ্য করতে করতে কত জন যে স্ট্রোক করে ফেলে তার হিসেব ও কম নয়, তবে এটা সাময়িক সমাধান, নিজের বুদ্ধিমত্তা দিয়ে এগিয়ে যেতে হবে। বলতে বলতে শত্রু পক্ষ সব সময় থামেনা, কিছু শত্রুদের ক্লান্তি নেই এসবে , ওদের কে থামানোর কৌশল ও মাঝে মাঝে করা উচিৎ।

০৭ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৪৪

রামিসা রোজা বলেছেন:
অবশ্যই , পরিস্থিতি বুঝে প্রতিবাদ করা ভালো এবং তা না হলে পুরো জীবনটা শেষ হয়ে যাবে ।
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা ।

৪| ০৭ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: চুপ থাকা এখন আমার অভ্যাস
কথার জবাব দিলে তা কি হয়ে যায় তর্ক :( আফসোস মন বুঝলো না মানুষ
সবাই খালি নিতে চায় , দেবার বেলায় সবাই চুপ

০৭ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:১৭

রামিসা রোজা বলেছেন:
হ্যাঁ ছবি আপা উচিত কথা বললেই তো দোষ এবং তর্ক করা । তবে কিছু কিছু ক্ষেত্রে নিজেও ছাড় দেই না কথা বলি । মন্তব্য পেয়ে ভালো লাগলো ।

৫| ০৭ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:২০

মোহামমদ কামরুজজামান বলেছেন: অনেক সময় চুপ থাকাই কথা বলার চেয়ে ভাল প্রমাণীত হয়। অবশ্য চুপ থাকার জন্য অনেক বেশী মানষিক শক্তির প্রয়োজন হয়।কারন কথা বলার জন্য খালি :P মোনচায়।

০৭ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:২৯

রামিসা রোজা বলেছেন:
ভাই, বোবার কোন শত্রু নাই এটা আমাদের সবার জানা কথা আগে অনেক বেশি কথা বলতাম আর ঝগড়াটে ছিলাম কিন্তু এখন চুপ হয়ে দেখি মাঝে মাঝে আমি জয়ী ।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

৬| ০৭ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪২

চাঁদগাজী বলেছেন:



ঘরে চোর ঢুকে সব নিয়ে যাচ্ছে, আপনি চুপ থাকুন।

০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৪১

রামিসা রোজা বলেছেন:
বাসায় সিকিউরিটি পর্যাপ্ত ইনশাআল্লাহ চোর আসার কোন সম্ভাবনা নাই ।

৭| ০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৪০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: অন্যায় যে করে—————-।

০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৪৫

রামিসা রোজা বলেছেন:
পরিস্থিতি বুঝে প্রতিবাদ করা ভালো -- খেয়াল করেননি ?

৮| ০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:০২

নেওয়াজ আলি বলেছেন: একজন ওসি বলেছে চুপ থাকতে

০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:১২

রামিসা রোজা বলেছেন:
কাকে , কেনো ?

৯| ০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:১১

কবীর হুমায়ূন বলেছেন: সুন্দর বলেছেন। তবে, বেশি চুপ থাকলে, বোকা ভেবে আরো বোঝা চাপিয়ে দেয়। তখন, প্রতিবাদ করা কি যায় না?

০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:২৯

রামিসা রোজা বলেছেন:
অবশ্যই সেল্ফ কনফিডেন্স এর জায়গা থেকে প্রতিবাদ করা উচিত ।
অন্যায় দেখলে কি আর চুপ থাকা যায়? সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ।

১০| ০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:২৫

ওমেরা বলেছেন: বোবার নাকি শত্রু নাই । চুপ থাকা উত্তম তবে সব সময় না । এক সময় এটা আমি পারতাম কিন্ত দিনে দিনে ধৈর্য, সহ্য কমে যাচ্ছে এখন আর চুপ থাকতে পারি না, কেউ একটা বল্লে চারটা না বল্লে শান্তি লাগে না :D
আপু যা বলেছেন ভালো কথা বলেছেন । অনেক ধন্যবাদ।

০৮ ই জানুয়ারি, ২০২১ ভোর ৪:৪৮

রামিসা রোজা বলেছেন:
কেউ একটা বল্লে চারটা না বল্লে শান্তি লাগে না -- একদম পারফেক্ট বলেছেন , আমিও আগে এমনই ছিলাম ।
এটা এতো সিরিয়াস পোস্ট নয় যে সব কিছুতেই চুপ থাকতে হবে ।
ভালো লাগলো আপনার সুন্দর মন্তব্য পেয়ে ।

১১| ০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:২৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তাইলে আমিও চুপ করে থাকলাম !!

০৮ ই জানুয়ারি, ২০২১ ভোর ৪:৫৩

রামিসা রোজা বলেছেন:
আপনি এমনিতেই সাদাসিধা ভদ্র মানুষ । দোয়ার আর্জি রইলো ।

১২| ০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১:০৭

রাজীব নুর বলেছেন: না চুপ থাকলে হবে না। চিৎকার করে বলতে হবে।

০৮ ই জানুয়ারি, ২০২১ ভোর ৪:৫৬

রামিসা রোজা বলেছেন:
চিৎকার করে বলতে হবে --- কি বলবেন বলেন , শুনি ?

১৩| ০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ৩:০২

কবিতা ক্থ্য বলেছেন: আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়- করিতে পারিনি চিৎকার।
ভাবসিলাম - আমার ই দোষ, এখন দেখি আপনিও একই কথা বলেন।

০৮ ই জানুয়ারি, ২০২১ ভোর ৫:০৬

রামিসা রোজা বলেছেন:

চুপচাপ থাকার বহিঃপ্রকাশ দেখাই কিন্তু কখনো কখনো নিজেকেও কন্ট্রোলে রাখা যায় না ।
আবার কিছু ক্ষেত্রে চুপ থাকার সুবিধা অনেক ।
ধন্যবাদ আপনাকে ।

১৪| ০৮ ই জানুয়ারি, ২০২১ ভোর ৫:৫৫

বলেছেন: চুপ থাক হারামজাদা।
মানচিএ খাব !!!!

হা হা

০৮ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০৪

রামিসা রোজা বলেছেন:
ভালো কথা মানচিত্র খাওয়ার ছবিটা দিয়ে দিয়েন , সবাই দেখবে ।

১৫| ০৮ ই জানুয়ারি, ২০২১ সকাল ৭:৫৩

সোহানী বলেছেন: একদম ভুল সাজেসান ডিয়ার রামিসা। চুপ থাকলে অন্যায়কারী মাথার উপর নৃত্য পরিবেশন করবে। ঘাড় চেপে ধরবা, মুখরা হবা, কঠিন রিয়েক্ট করবা.... দেখবা সব ঠান্ডা। বোবার শত্রু নাই.. এ কথা ১০০% ভুল।

০৮ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০৭

রামিসা রোজা বলেছেন:
চুপ থাকলে অন্যায়কারী মাথার উপর নৃত্য পরিবেশন করবে। ঘাড় চেপে ধরবা, মুখরা হবা, কঠিন রিয়েক্ট করবা.... দেখবা সব ঠান্ডা
হা হা হা ঠিকই তো বলেছেন মারের বদলে মারমুখী আচরণ । অন্যায় প্রতিবাদ করতেই হবে আপা তা না হলে নিজেকেঊ ধ্বংস অনিবার্য এটা পরীক্ষিত সত্য ।
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ , ভালো লাগলো ।

১৬| ০৮ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:৩৬

জুন বলেছেন: চুপ থাকা নয় রামিসা জাস্ট ইগনোর । আমি এই পন্থা অবলম্বন করি ইদানীং ।
আগে বোঝাতে যেতাম না আমি এটা বলিনি বা আমি করি নি, আপনি ভুল বুঝছেন ইত্যাদি
এখন এসব নিয়ে আমি একটুও কেয়ার করি না ।
সুন্দর লিখেছেন ।
+

০৮ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১০

রামিসা রোজা বলেছেন:
ছোটখাটো সামান্য বিষয় নিয়ে সহ্যসীমা ছাড়িয়ে যাওয়ার পর একদম পাত্তা না দিয়ে চুপ থাকার মাঝে যে কঠিন প্রতিশোধ এটা আলাদা একটা বিশেষ প্রতিশোধ আছে তারমানে আপনি ও সেটা জানেন ।
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ , ভালো লাগলো ।

১৭| ০৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:১২

সাড়ে চুয়াত্তর বলেছেন: অনেক জিনিস অগ্রাহ্য করা ও চুপ থাকা ভালো যদি না সেটা আমার জীবনের সিদ্ধান্ত গ্রহনে বা আমার কাজে বাধা সৃষ্টি করে। নিজের জীবনের নিয়ন্ত্রণ অন্য কাউকে দেয়া যাবে না। সেই ক্ষেত্রে চুপ থাকা যাবে না। তবে প্রতিবাদ করার সামর্থ্য না থাকলে সুযোগের অপেক্ষায় থাকতে হবে এবং কৌশল অবলম্বন করতে হবে। প্রতিবাদ করতে গিয়ে বড় বিপদ ডেকে আনা বুদ্ধিমানের কাজ হবে না এই যুগে। কারণ অন্যায়ের প্রতিবাদকারীর পাশে আমাদের দেশে এখন পাশে লোক পাওয়া কঠিন।

০৮ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১৫

রামিসা রোজা বলেছেন:
নিজেকে নিজে প্রশ্ন করা উচিত "Is this my fight ?" ... Does worth my energy?" তখনই আসলে বুঝতে পারা যায় কোনটা সাড়া দেয়া উচিত আর কোনটায় সরে আসা শ্রেয় । মাঝে মাঝে নীরবতাই শ্রেষ্ঠ প্রতিশোধ হিসেবে ফিরে আসে ।
তাই বলে জীবনের কঠিন সিদ্ধান্তের চুপ থাকা ঠিক নয় ।
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে ।

১৮| ০৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৪২

কল্পদ্রুম বলেছেন: কোন প্রেক্ষিতে চুপ থাকতে বলছেন সেটা কিছুটা বুঝতে পারছি। নীরবতার শক্তি অনেক। চাইলেই কিছু একটা বলে দেওয়া যায়।(যেমন এই মন্তব্য :)।) কিন্তু কখন চুপ থাকা উচিত এটা বুঝতে পারাই একটা বড় ব্যাপার। চুপ থাকা মানেই সবক্ষেত্রে চোখের সামনের ঘটনাকে উপেক্ষা করা নয়। চুপ থাকা মানে অপেক্ষা করাকেও বোঝায়। শেষের বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত।

০৮ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২৩

রামিসা রোজা বলেছেন:
চুপ থাকা মানেই সবক্ষেত্রে চোখের সামনের ঘটনাকে উপেক্ষা করা নয়। চুপ থাকা মানে অপেক্ষা করাকেও বোঝায় --- আপনার কথার সাথে একমত । কিছু ছোট খাটো ক্ষেত্রে এই চুপ থাকায় অনেক অর্জন আয়ত্ত করা যায় ।
যে কাউকেই পরিস্থিতি বুঝে প্রতিবাদ করতেই হবে।
অনেক ভালো লাগলো আপনার চমৎকার মন্তব্য এবং ধন্যবাদ ।

১৯| ০৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:১০

ঠাকুরমাহমুদ বলেছেন:




প্রতিবাদ এখন অকারণ ও অযথা হয়ে গেছে। প্রতিবাদ করার চেয়ে চুপ থাকাই ভালো।

০৮ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২৫

রামিসা রোজা বলেছেন:
অনেকে চুপচাপ থাকা কে দুর্বলতা মনে করে , তাদেরকে সেই ইগনোরের ভাষাটাও বুঝিয়ে দিতে হয় অন্যভাবে প্রতিবাদ করে ।
মন্তব্যের জন্য ধন্যবাদ ও শুভকামনা ।

২০| ০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৩২

ঢুকিচেপা বলেছেন: বনের পাশের রাস্তা দিয়ে কেউ যেতে পারে না, কারণ ওখানে একটা সাপ থাকে। সবাই নালিশ করলে বনের রাজা একদিন সাপকে ডেকে বলে তোর ভয়ে এদিকে কেউ আসা যাওয়া করতে পারে না, তুই এখন থেকে কাউকে কামড়াবি না।

কিছুদিন পর রাজা দেখে সাপটা আধমরা হয়ে রাস্তায় পড়ে আছে। জিজ্ঞেস করে তোর এই অবস্থা কেন ?
সাপ বলে, আপনার কথামত কামড়ানো বন্ধ করার পর কয়েকটি ছেলে মেরে এ অবস্থা করে গেছে।
তাই শুনে রাজা বলে, তোকে কামড়াতে বারণ করেছি কিন্তু ফোঁস করতে তো বারণ করিনি।

০৯ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:১৮

রামিসা রোজা বলেছেন:
চমৎকার একটি শিক্ষনীয় গল্প শোনালেন ।
চুপ থাকা মানেই যে সমস্ত কিছু বিসর্জন দিয়ে অন্যায়ের প্রতিবাদ না করে থাকা নয় । ঠিক আপনার সেই সাপের মতো ফুঁসে উঠতেই হয় মাঝেমধ্যে । আপনাকে মন্তব্যে পেয়ে ভালো লাগলো এবং এই ছোট্ট শিক্ষণীয় গল্পের জন্য আন্তরিক ধন্যবাদ রইলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.