নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমুদ্রের যেমন জোয়ার ভাটা আছে, মানুষের জীবনে তেমনি জোয়ার ভাটা আছে। সমুদ্রের এদিক টার সাথে মানুষের জীবনের বড্ড মিল খুঁজে পাই ...

রামিসা রোজা

রামিসা রোজা › বিস্তারিত পোস্টঃ

উপাধি

২৩ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০৮




সামাজিক নাম বেশ্যা...
রাজকীয় ভাবে যাদের আমরা বলি পতিতা.......
শরৎচন্দ্রের ভাষায় আমরা যাদের *গী নামে চিনি...
এখন প্রশ্ন হচ্ছে এই বেশ্যা কাদের বলে?
উত্তরের তল খুঁজতে গিয়ে চলে এলাম আদিম সভ্যতায়। প্রাচীন কালে যারা গনিকাবৃত্তি পেশায় নিজেদের যুক্ত রাখত তারাই আগে পরিচিতা ছিলেন ওই নামে। প্রসঙ্গত বলাই যায় বিশ্বের প্রাচীনতম ব্যবসা হল এই গনিকাবৃত্তি-ই।
ছোট থেকে এই সব বিষয়ে বা এই সব নাম নিয়ে কোন বিশেষ মাথা ঘামানোরর দরকার পড়েনি কিন্তু মনে খটকা লেগেছিল যেদিন শুনেছিলাম "ওরা নাকি বাজারের মেয়ে মানুষ" অলপ বয়সে এই কথাটার আসল মানে না বুঝলেও পরে বুঝেছিলাম ওদের দেহ কিছু পুরুষ মানুষের কাছে প্রতি নিয়ত বিক্রি হয় তাই ওদের এমন নাম...তাহলে তো আরোও একটা প্রশ্ন জাগে যে -তাহলে ওদের "নষ্টা মেয়ে" কেন বলে??
উত্তরে দিয়েছিল ,
"পূরুষতান্ত্রিক সমাজ"
যেখানে বলা আছে নারী যদি স্বামী ছাড়া অন্য পর পুরুষের সামনে নিজেকে মেলে ধরে বা ঘোমটা সড়ায় তাহলে সে হবে তথাকথিত "নষ্টা মেয়ে"
কিন্তু বয়স কৌতূহলী...আবারো দেখা দিল আরোও একটা প্রশ্ন ,
আচ্ছা তাহলে যেসব পুরুষ বিয়ের পর নিজের স্ত্রী ছাড়াও প্রতি নিয়ত "বহুগামিতার আশ্রয় নেয়" তাদের আমরা কি বলব?
এর উত্তরে নাকি বাংলার একটা প্রবাদ আছে -"সোনার আংটি বাঁকা হলেও নাকি সোনাই থাকে"
তাহলে যা বোঝা গেল তা হল পুরুষ মানুষ নাকি সোনার আংটির সমান ।
কিন্তু বঙ্কিমচন্দ্রের মতে -
"নারী-ই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ"
তাহলে পুরুষ মানুষের থেকেও দামী এই মেয়ে মানুষের সাথে "নষ্টা মেয়ে" কথাটা কেমন বেখাপ্পা লাগছে...তাই না?
এই নষ্টা মেয়েদের সাথে যখন পুরুষ গুলো তাদের কামনা মিটিয়ে এসে বাড়িতে বসে ধর্ষনের বিরুদ্ধে টেবিল চাপড়ায় তখন এদের কে কি বলা দরকার???

ছবি : গুগল

মন্তব্য ৫২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩৫

চাঁদগাজী বলেছেন:




যারা পতিতাদের সাথে থাকে, তারা ঘরে এসে ধর্ষণের বিপক্ষ টেবিল চাপড়ায় কিনা? আরেকটা কথা, আপনি নিজেই বলেছেন যে, যারা সেখানে যায়, তারা ভালোবাসা ক্রয় করে; যারা ধর্ষণ করে, তারা ভালোবাসা ক্রয় করে না; ২টাকে কি আপনি েকই পাল্লায় ফেলছেন? আপনার ভাবনায় ২টা কি একই ধরণের কাজ?

২৩ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫২

রামিসা রোজা বলেছেন:
এই লেখাটির মাধ্যমে কিন্তু আমরা ধর্ষণ নামক ,
পৈশাচিক কাজকে সমর্থন করছি না বা এই পতিতাবৃত্তির পথকে যারা নিরুপায় হয়ে জীবিকা হিসেবে বেছে নিয়েছেন তাদের কেউ ঘৃণা করা হচ্ছে না । আমরা সমাজের সেই বিশেষ শ্রেণীর,
ভদ্রতার মুখোশ পরা সেসব ব্যক্তির প্রতি আলোকপাত করেছি যাদের জন্য তথাকথিত
এই পতিতারা পতিতাবৃত্তি বেছে নিয়েছেন ,
আবার যারা এইসব পতিতাদের উপর কামনার আগুন ঢেলে ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে।
ওই সব কিছু মানুষদের দ্বিচারিতার চিত্রটাই
তুলে ধরার চেষ্টা করেছি মাত্র ।

২| ২৩ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৪৮

মোহামমদ কামরুজজামান বলেছেন: বোন, নারী যদি পতিতা হয় তবে পুরুষ অবশ্যই "পতিত" কিন্তু এখানে একটা বিষয় হল এ পেশার নারীদের সহজেই চিহ্নিত করা যায়। আর এই নারীরা নিজে নিজে পতিতা হতে পারেনা,তারা পুরুষ এর সাহায্যে বা পুরুষদের দারাই পতিতা খেতাব প্রাপ্ত হন। কিন্তু এই বণ' চোরাদের আইডেন্টিটিফাই করা যায়না কারন উনারা সমাজে ভাল মানুষের মুখোশ পরে সমাজে মিশে থাকেন।৷৷৷ আবার এটাও ঠিক বেশ্যাবৃত্তি সমাজের আদিম পেশা।নারীরা তার রূপ-যৌবন বিক্রি করে তার জীবন ধারন করেন। এটাও এক রকম ক্রয়-বিক্রয় বা সেবা বিনিময়।নারী পয়সার বিনিময়ে তার সংগসুখ পুরুষের কাছে বিক্রি করেন।বাজার অথ'নীতির সুত্রে তা ঠিক আছে তবে নৈতিক কিংবা মানবিক ভাবে তা বা এ পেশা গ্রহনযোগ্য নহে।

২৩ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:০২

রামিসা রোজা বলেছেন:
কিছু শব্দ বাক্য বা প্রবাদ-প্রবচন রয়েছে যেগুলো দিয়ে কোন সাধারণ ও নিরপরাধ নারীকে
নারীর কর্মদক্ষতা বা যোগ্যতায় খাটো করা হয়।
আবার কিছু শব্দ আছে যেগুলোর পুরুষবাচক শব্দ বাংলা ভাষায় নেই ।
আপনি অত্যন্ত ধৈর্য সহকারে সামান্য এই লেখাটির
খুব সুন্দর করে মন্তব্য করার জন্য ধন্যবাদ জানবেন ।

৩| ২৩ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:০৯

চাঁদগাজী বলেছেন:



আপনি বলছেন, " যারা এইসব পতিতাদের উপর কামনার আগুন ঢেলে ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। "

-আপনি কি সঠিভাবে জানেন, যারা পতিতাদের সাথে সময় ব্যয় করে, তারা ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার?

২৩ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:২৩

রামিসা রোজা বলেছেন:
ভালো মানুষদের মুখোশধারী রূপ ভিন্ন এবং অনেক উঁচু পর্যায়ের ক্ষেত্রেও এর ভিন্নতা নয় ।

৪| ২৩ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:২৩

মাহিরাহি বলেছেন: জার্মানিতে ১৬ বিলিয়ন ডলার, যুক্তরাষ্ট্রে ১৪ বিলিয়ন ডলারের ব্যবসা। হাজার হাজার শিশুকে যুক্তরাষ্ট্রে পাচার করা জোরপূর্বক এই ব্যবসা নিয়োজিত করার জন্য। হায় সভ্যতা।

শুধু পতিতাবৃত্তিতে নয়, পৃথিবীতে মেয়েদেরকে বিভিন্নভাবে পণ্য বানানো হয়, শত বিলিয়ন শত বিলিয়ন আয় করার জন্য।

নারীদের অসম্মান করার এখন অনেক আয়োজন।

ইউরোপের শিশু যৌন রাজধানী


প্রাগ স্ট্রিট প্রকল্প, চান্স গ্রুপ একটি প্রতিবেদন তৈরি করেছে যাতে ১৫ বছরের কম বয়সী প্রায় ১০০ বাচ্চাদের গণনা করা হয় যারা নিয়মিতভাবে রাজধানীর মূল ট্রেন স্টেশনে নিজেকে বিক্রি করে। সমাজকর্মীরা আট বা তার চেয়ে কম বয়সী দুটি মেয়ে এবং তিনটি ছেলে এবং স্টেশনে প্রায় নয় জন বালক-বালিকা গণনা করেছেন নয় থেকে দশ বছরের মধ্যে। প্রতিবেদনে আটটি ছেলে এবং তিনটি মেয়েকে ১১-১২ বয়সের বন্ধনী এবং কমপক্ষে 70০ বছর বয়সী বয়সের তালিকা করা হয়েছে। ১৩ এবং ১৪. বয়সের সাথে সাথে সংখ্যা বাড়তে থাকে।

২৪ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৪৫

রামিসা রোজা বলেছেন:
আন্তর্জাতিক তথ্য পড়ে গাঁ শিউরে ওঠলো।
মুসলিম প্রধান দেশ হয়েও আমাদের দেশের ,
যে অবস্থা সেখানে অনেকাংশে যারা এই পেশা বেছে নিচ্ছেন তারাও অনেকাংশে দায়ী।
কিন্তু সমাজের মূল স্রোতে হয়রানি শুধু এই এক পক্ষ জনগোষ্ঠীর।
আপনার মন্তব্যের মাধ্যমে অনেক কিছুই জানা হলো , ধন্যবাদ আপনাকে ।

৫| ২৩ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৩৬

স্প্যানকড বলেছেন: কেমনে কমু সে বাইরে ঢেলে আসল কি না! কেউ তো আর কয় না আমি বাইরে ঠুকাঠুকি করি! বলে কি ? ধর্ষণ আর পতিতালয় গমণ এক কি?একজন ভিকটিম আরেকজন যৌনকর্মী!আসলে ধর্ষণের সংগা কি?ইচ্ছার বিরুদ্ধে যৌন মিলন এইতো বা আরও কিছু। পতিতার ক্ষেত্রে যায় না এ কথা। এখন যে পুরুষ পতিতা ও লাগায় আবার ধর্ষণ এর বিরুদ্ধ সোচ্চার হয় তাইলে তারে কওয়া যায় ঃ

"সোনার প্রতি নাই দরদ এমন মরদ "! সংক্ষেপে "সোদম" আপনে চাইলে নতুন আরেকটা দিতে পারেন।

আপনার কাছে প্রশ্ন " যারা কোমলমতি কচি বাচ্চা ছেলেদের খায় আবার ধর্ষণ এর বিরুদ্ধে হাদিস কোরান এ যায় তারে কি নামে ডাকবেন? সে কিন্তু *গী লাগায় না ! *গী পাড়ায় ও যায় না। ভালো থাকবেন।

২৪ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৪৭

রামিসা রোজা বলেছেন:
জানতাম আপনি আসবেন, লেখাটা আপনাকে উৎসর্গ করা উচিত ছিলো ।

৬| ২৩ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৪৫

পদাতিক চৌধুরি বলেছেন: কঠিন প্রশ্ন!

২৪ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৪৮

রামিসা রোজা বলেছেন:
হুম দাদাভাই সেটাই । এদের সমাজস্বীকৃত একটি নাম আছে কিন্তু সেই সাধুদের কোন নাম নেই ।

৭| ২৩ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৪৮

নেওয়াজ আলি বলেছেন: আপনার অভিজ্ঞতা ভালোই দেখছি। যাক কাজে লাগবে

২৪ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৫০

রামিসা রোজা বলেছেন:
আপনি পুরো লেখার একটুও মর্মার্থ ধরতে পারেন নাই ।

৮| ২৪ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:০৮

রাজীব নুর বলেছেন: আমি নারীদের সম্মান করি।

২৪ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৫৩

রামিসা রোজা বলেছেন:
ধন্যবাদ রাজীব ভাইকে ।

৯| ২৪ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৪৮

সোহানী বলেছেন: সহজ উত্তর! পুরুষতান্ত্রিক সমাজ। যুগ যুগ ধরে ক্ষমতার চাবি তাদের হাতে। তারা যেভাবে নাম দিবে, যেভাবে বলবে সেটাই প্রচার হবে এবং তাই সবাই মেনে নিবে।

তোমার এ ভাবনাটা যুগ যুগ ধরে চলে আসছে, কিন্তু এর উত্তর জানা থাকলেও তা সমাধান নিয়ে কেউই ভাবেনি।

২৪ শে জানুয়ারি, ২০২১ রাত ১:০৯

রামিসা রোজা বলেছেন:
যুগ যুগ ধরে ক্ষমতার চাবি তাদের হাতে। তারা যেভাবে নাম দিবে, যেভাবে বলবে সেটাই প্রচার হবে এবং তাই সবাই মেনে নিবে --- একমত কারণ এটাই চলে আসছে যুগ যুগ ধরে ।
শারীরিক নির্যাতনের পাশাপাশি নারীকে যে নানা ধরণের মানসিক নিগ্রহের শিকার হতে হয়, তার একটি বড় অংশ হয় নেতিবাচক নানা শব্দের মাধ্যমে। যেকোন ঝগড়া বিবাদেও নারী বিভিন্ন ধরনের মৌখিক সহিংসতার শিকার হয়।
ধন্যবাদ আপনাকে ।

১০| ২৪ শে জানুয়ারি, ২০২১ রাত ২:১১

স্প্যানকড বলেছেন: " জানতাম আপনি আসবেন, লেখাটা আপনাকে উৎসর্গ করা উচিত ছিলো ।" কথাগুলি কি আমাকে বললেন? আমারে উৎসর্গ না করলেও চলব। ধন্যবাদ। নিজের মাল নিজের হেফাজতে রাইখেন! লন আপনার জবাব ঃ


নিয়ন জ্বলা শহরে
নিত্যকার বাত,
ঘামে ভেজা ফর্সা বুক
সিলিং এ তিন পাখার ফ্যান মিল্লাত।

চকচকে নোট
লেখা তাতে
বাহক কে দিবে চাহিবা মাত্র
হোক খদ্দের
হোক সে জল্লাদ !

চাহিবা মাত্র ই দিবে !

২২ জানুয়ারী ২০২১ ।

ভালো থাকবেন, টিকা ফিকা নিয়া রাইখেন সময় মন্দ চলছে।

২৪ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:০৪

রামিসা রোজা বলেছেন:
পুরুষতান্ত্রিক সমাজে কেউ কেউ নারীকে হেয় অথবা গালি দিয়ে কথা বলতে আনন্দ পায় ।

১১| ২৪ শে জানুয়ারি, ২০২১ ভোর ৫:২৮

বলেছেন: নিরুপায় হয়ে জীবিকা হিসেবে বেছে নিয়েছেন——- কথাটা সঠিক না —-

অনেকেই মোঠা দাগ কামানোর সহজ উপায় হিসাবে অসামাজিক কাজে জড়িয়ে পড়ে !!!

২৪ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:০৫

রামিসা রোজা বলেছেন:
এক নং প্রতিমন্তব্যে এ কথাটা বলেছি কারণ এখনো দেশে শিশু পাচার সোচ্চার । গণমাধ্যমে প্রায়ই দেখা যায় অল্প বয়স থেকে শুরু করে মেয়েরা বিক্রি হয়ে যায় কোন নিষিদ্ধ পল্লীতে।
আবার অনেকেই স্বেচ্ছায় আসছে এই অন্ধকার জগতে ।

১২| ২৪ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:৩৭

স্প্যানকড বলেছেন: আপনারা উপায় একটা কইরা দেন এহানে এত কথা কওয়া লাগে!যদি কোন কাম ই না হয় তাইলে কি লাভ? এত ক্যাচাল করে?উপাধি শুনে চ্যাতে কি লাভ তারা তো নিরুপায়!কোন কথা ঠিক না? যারা মোটা দাগ কামানোর সহজ উপায় হিসেবে এই কাম করে তাদের ছেড়ে দেন কারণ জীবন বাঁচাতে বহু রাস্তা আছে ঐ একখান রাস্তা খোলা নাই যদি ইচ্ছে থাকে। তারা লোভী!আর কিছু কওয়ার নাই তবে কেন জানি, আবৃত্তিকার শিমুল মোস্তফা ভাইয়ের কথা গুলি মনে পড়ছে বলতে পারেন খোচাখোচি করতাছে

" তুমি যা
আমি তা
দুইয়ে মিলে যা তা! "

--- শিমুল মোস্তফা।

টিকা আইছে লইয়া লইয়েন হেলায় সুযোগ হারায়েন না। ভালো থাকবেন।

২৪ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:১৫

রামিসা রোজা বলেছেন:
সুন্দর ও সাবলীল মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে ।

১৩| ২৪ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:২৮

স্প্যানকড বলেছেন: আপনারেও সুস্বাগত ধন্যবাদ
যাচ্ছে দিন
কাটছে রাত
সব কিছুই ভালো যাক ।

২৪ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:২২

রামিসা রোজা বলেছেন:
ভালো থাকবেন ।

১৪| ২৪ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:১৯

মোঃ কবির হোসেন বলেছেন: লেখাটি মানবিক। আমার কাছে লেখাটি অনেক ভালো লেগেছে।

২৪ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:২৫

রামিসা রোজা বলেছেন:
সামান্য লেখায় ভালোলাগায় কৃতজ্ঞতা সহ ধন্যবাদ জানবেন ।

১৫| ২৪ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কোন এক উপন্যাসে পড়েছিলাম যারা এ ধরনের কাজ করে তারা পতিত পুরুষ।


এর জন্য রাষ্ট্র ও সমাজ, পুরুষ ও নারীও কিছু অংশে দায়ী।

২৪ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:২৯

রামিসা রোজা বলেছেন:
তারপরও আমরা কিন্তু আঙ্গুল তুলে কথা বলি আর গালি দেই সমস্ত কথাটির তীর যেন ওই নারীদের দিকেই যায় ।
ধন্যবাদ ভাই আপনাকে ।

১৬| ২৪ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:১৬

মানিক_চন্দ্র_দাস বলেছেন: উপাধি টা কাদের?
লেখকের কাছে প্রশ্ন

২৪ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:৩১

রামিসা রোজা বলেছেন:
উপাধিটা প্রত্যেকেরই হওয়া উচিত ।

১৭| ২৪ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:২৯

তারেক ফাহিম বলেছেন: উত্তর মিললেও সমাধার পথটি মিলে না, মিলবেও না।

২৪ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:৫৩

রামিসা রোজা বলেছেন:

আসলে সেটাই এটার কোন সমাধান নেই কিন্তু এক পক্ষ লোকচক্ষুর আড়ালেই থেকে যাবে ।

১৮| ২৪ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:১৯

নীল আকাশ বলেছেন: দুই পক্ষই দায়ী তবে কোন মেয়েই স্বেচ্ছায় এই রাস্তায় যায় না।
যেইসব পুরুষ যায় তাদের উপযুক্ত শাস্তি দেয়া উচিত। হুদুদ এর আইনে অল্পকিছুকে ধরে প্রকাশ্যে শাস্তি দিলে বাকিদের উত্তেজনা এমনিতেই কমে যাবে।
(আপনার জানা জন্যঃ
হুদুদঃ হুদুদ অর্থ নির্দিষ্ট বা সীমারেখা। শরীআতে কিছু কিছু কাজের জন্য নির্দিষ্ট শাস্তির উল্লেখ আছে। এগুলোকে হুদুদ বলে। যথা- অবিবাহিত ব্যভিচারীকে ১০০টি বেত্রাঘাত করা, বিবাহিত ব্যভিচারীকে রজম করে হত্যা করা। [সূরা নূর : ২] & [বুখারী ও মুসলিম]
ধন্যবাদ।

২৪ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:৫৮

রামিসা রোজা বলেছেন:
কে দেবে তাদেরকে শাস্তি যাদের দ্বারা এই সমাজ নিয়ন্ত্রিত । ভাই, সেদিন টেলিভিশনে একটি ( নিষিদ্ধ পল্লীর) রিপোর্ট দেখে মনে হলো যারা অনিচ্ছায় এই পেশায় গিয়েছে তারা চাইলেও বের হয়ে আসতে পারবেন না।
হুদুদ এর বর্ণিত কথাগুলো আমার জানা ছিলো না এবং পড়ে এটাই মনে হলো এই আইন কার্যকরী হলে ভালোই হতো।
কারণ অনেক সাধারন মেয়েদের জীবনও আলোকিত হতো ।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে ।

১৯| ২৪ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:২০

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছে সেটা জানতে।

২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:০১

রামিসা রোজা বলেছেন:
ধন্যবাদ আপনাকে ।

২০| ২৪ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: সব দোষ , দুর্ভাগ্য কেবল নারীদেরই

পুরুষতান্ত্রিক সমাজে নারীর মূল্য কতটুকু তা বুঝতে পারছি এখন পর্যন্ত।

তবে নারীদের উচিত এই ঘৃন্য আয়ের পথটি ছেড়ে সম্মানজনক পেশা বেচে নেয়া

২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৪১

রামিসা রোজা বলেছেন:
ছবি আপা , অনেক নিরপরাধ নারীরা নিজগৃহ থেকে মানসিক ও শারীরিকভাবে প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে কারণ ওদেরকে সমাজ সংসার সেই আসনে বসিয়ে রেখেছে । জানিনা আমাদের সমাজ থেকে এই জঘন্য পেশা কখনো দূর হবে কি-না।
মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে ।

২১| ২৪ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:৫৮

করুণাধারা বলেছেন: সবশেষে করা প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না।
পোস্টে ++++

২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৪৩

রামিসা রোজা বলেছেন:

এদের বহুরুপ তাই এদের সম্পর্কে কিছুই বলার নাই । সমাজে , নিজের স্ত্রী ও সন্তানের কাছে ফেরেশতা সেজে অপকর্ম ঘটায়।
ধন্যবাদ আপনাকে আপা ।

২২| ২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:১৬

ঢুকিচেপা বলেছেন: “উত্তরের তল খুঁজতে গিয়ে চলে এলাম আদিম সভ্যতায়।”

আদিম সভ্যতা থেকে করোনার টিকা আবিষ্কারের যুগ পর্যন্ত যে প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না উহা আমার মাথাতেও নাই।
খামোখা উত্তর খুঁজে লাভ নেই কোন পরীক্ষায় আসবে না।

২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৪৬

রামিসা রোজা বলেছেন:
আদিম সভ্যতা থেকে সভ্য যুগে এসেও সেই অসভ্যতা কিন্তু একমুখী দিকেই যায় । কিছু মানুষরূপী অমানুষ শুধু ওই দুর্বলচিত্তদের
কেই গালাগালি করে ।
মজা করে মন্তব্য করেছেন সেজন্য ধন্যবাদ নিন।

২৩| ২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ১:২৪

স্প্যানকড বলেছেন: " সবশেষে করা প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না। " কেউ একজন বলেছেন।আপনাদের অভিযোগ পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা তাই নারীরা এত অবহেলিত এইতো!ঢালাওভাবে এমন করে বলা মোটেও ঠিক না। দেশের প্রধানমন্ত্রী একজন নারী। তাঁর কথার উপর কেউ কথা কয় না ঠিক তো। দেশে কতটি ব্রোথেল আছে যেগুলিতে যৌনকর্মীদের লাইসেন্স দেয়া হয় সরকারি ভাবে জানেন তো। তা এইযে আপনারা মুজিব বর্ষ উপলক্ষে কত টাকার বোমা ফুটালেন? লাইসেন্স না দিয়ে যদি এসব নারীদের সেই টাকা দিয়ে ব্যবস্থা করা হইত তাইলে কি ভালো হইত না? এহন দোষ দিবেন পুরুষদের বা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার? কারে? আপনাদের মুরুব্বি নারীবাদী লেখিকা " তসলিমা নাসরিন " এত নারী চেতনাধারী। তিনি রুদ্র মোহাম্মদ এর পর কতজনের সাথে শুয়েছেন? এত পুরুষ বিদ্বেষ! তিনি আবার শিব লিংগে জল ঢালেন কেন? অনেক নারী আছে যারা নিজের ক্যারিয়ার বাঁচাতে বা উপরে উঠতে বসের সাথে শয়ন করে কেন? বহু সেলিব্রেটি আছে পরিচালক এর সাথে সাইয়া সাইয়া করে মিডিয়ায় এসে ধর্ষণ এর বিরুদ্ধে কি সুন্দর কথা কয়। প্লেকার্ড হাতে মানববন্ধন করে। সত্যি! সেলুকাস কি বিচিত্র এই চরিত্র!
আসলে আপনারা এগুলা লিখেন যাদের উদ্দেশ্য করে তারা মোটেও এসব পড়ে না। আপনারা লিখেন অতি দ্রুত লাইম লাইটে চলে আসতে। ব্লগ গরম করতে এই যা! আচ্ছা! জীবনে কোন দিন কোন পতিতার সাথে কথা বলেছেন? ঈদে ঘরে দাওয়াত দিছেন কোন শাড়ী, চুড়ি কিনে দিয়েছেন? বলছেন, আসো কাজ দিব এই কাজ ছাড়! এগুলার কিছুই করেন নাই। সো সব পুরুষ খারাপ নয় সব নারী ও নয়। সিস্টেম খারাপ! এই সিস্টেম ভাংগার চেষ্টা করুন। দোয়া রইল।

২৫ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৩১

রামিসা রোজা বলেছেন:
চোরে না শুনে ধর্মের কাহিনী তাই জানি এসব লিখে কোন লাভ নেই । কিন্তু সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ,
আপনাদের মতোন বুদ্ধিজীবী মানুষেরা সবাই এগিয়ে আসবে এবং একজন হলেও আমরা সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনতে পারব হয়তো।

২৪| ২৫ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪০

স্প্যানকড বলেছেন: হয়তো!মানে সিউর না। হইতে পারে আবার না ও হতে পারে।কনফিউজড!দেশে বুদ্ধিমান প্রাণী কি কম আছে? তারপর ও দেশ যাচ্ছে রসাতলে কেন? চোরে শোনে, মানে না বা শোনে যতদূর হজম হয় আর কি। হুমায়ুন আজাদ এর একটা কবিতা আছে পড়ে দেখবেন এমন কিছু কথা আছে " এক সময় সব নষ্ট দের হাতে চলে যাবে "। আমরা নষ্টদের যুগে আছি। ভালো থাকবেন।

২৬ শে জানুয়ারি, ২০২১ ভোর ৫:০৪

রামিসা রোজা বলেছেন:
আপনি বহুত জ্ঞানী ব্যক্তি , ভালো থাকবেন ।

২৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৫:০৪

অনল চৌধুরী বলেছেন: দেশের অনেক বড় নেতা,ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব নিয়মিত অভিজাত পতিতাদের কাছে যায়, যাদের প্রতিদিন টিভিতে দেখেন।

পাপিয়া এদের নামের তালিকা দিয়েছে।

২০ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৪১

রামিসা রোজা বলেছেন:
হ্যাঁ এটাতো অনেকাংশেই সত্যি কথা এবং এর সত্যতাও আছে । অথচ উনারাই আবার প্রতিবাদে সোচ্চার ।
ধন্যবাদ আপনাকে মন্তব্যর জন্য ।

২৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৩৬

অনল চৌধুরী বলেছেন: আর জাতীয় গুরুত্ত্বপূর্ণ পুরস্কার পাওয়া অনেক নায়িকা-সাংস্কৃতিক ব্যাক্তিত্ব নামধারী নারীও পেশাদার পতিতা, নারী ব্যবসায়ী এবং এসকর্ট এজেন্সী পরিচালনাকারী।
এদের একটার জামাই কিছুদিন আগে করোনায় মরেছে।
কিন্ত ক্ষমতাবানদের সুন্দরী নারী সরবরাহ করে মঞ্চ-টিভি-চলচিত্রের আড়ালে এদের রমরমা ব্যবসা চলছে।
এরা আবার প্রতিদিন নতুন নতুন ছেলেও চায়!!!

২০ শে মার্চ, ২০২১ রাত ৩:০৪

রামিসা রোজা বলেছেন:
একদম অক্ষরে অক্ষরে সত্য ও ঠিক কথাই আপনি বলেছেন । টাকা ও ক্যারিয়ারের লোভে নিজেকে নিজে ধ্বংস করছে।

দুঃখিত দেরিতে উত্তর দেওয়ার জন্য নোটিফিকেশনে সমস্যা ছিলো , তাই আপনার মন্তব্যটি দেখতে পাইনি ।
ধন্যবাদ আপনাকে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.