![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।
অসাধারণ অভিনেতা হুমায়ূন ফরীদি ও আমার টুকরো কিছু স্মৃতি
------------------------------------------------- ড, রমিত আজাদ
একদিন স্কুল থেকে বাড়ী ফিরছিলাম রিক্সায় চড়ে, আমি এবং আমার সাথে ছিল স্কুলেরই আরেক বন্ধু। ঘটনাটি ১৯৮০ সালের। তখন ঢাকার রাস্তায় ট্রাফিক জ্যাম বলে কিছু ছিল না। গাড়ী ছিল খুব কম। মন্থর গতিতে রিকসা চলত নির্বিঘ্নে। হঠাৎ করে পাশের রিক্সায় কাকে যেন দেখলাম। ভালো করে তাকিয়ে দেখি তিনি আর কেউ নন, জনপ্রিয় অভিনেতা হুমায়ূন ফরীদি। বিস্ময় আর আনন্দ একই সাথে ঘিরে ধরল আমাকে। দশ বছরের শিশু আমি, আচরন বিধি জানিনা, হা করে তাকিয়ে রইলাম তার দিকে। আমার অনুভূতি তিনি বুঝতে পারলেন, মৃদু হেসে সাড়া দিলেন এই পর্দা কাঁপানো অভিনেতা । তার হাসি দেখে আমি পুলকিত হয়ে উঠলাম। রিকসার চলাচলে কখনো তার রিকসা আগে, আবার কখনো আমাদের রিকসা আগে এভাবে চলছিল। মৃদু হাসির পর এবার তিনি ভেংচি কাটতে লাগলেন আমাকে। ঐ বয়সে ভেংচি দেখে রাগ করার কথা, কিন্তু আমি বুঝতে পারলাম আমাকে আনন্দ দেয়ার জন্য এমন করছেন তিনি। আনন্দে মন ভরে উঠল। দুটো রিক্সা পাশাপাশি চলে আসলে এবার তিনি কথা বলতে শুরু করলেন, তোমার নাম কি? কোন স্কুলে পড়? ইত্যাদি। পুরো পথ আমার শিশু মনকে তিনি আনন্দে ভরে রাখলেন। বেশ কিছুক্ষণ দুটো রিকসা পাশাপাশি চলার পর, একসময় আমাদের রিকসা বামে আর উনার রিকসা সোজা চলে গেল। ধীরে ধীরে উনাকে নিয়ে রিকসা দূরে চলে গেলেও মনের গভীরে উনি দাগ কেটে গেলেন।
এরপরেও উনাকে আরো অনেকবার দেখেছি। আমার ফুপা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। সেই সুবাদে মাঝে মাঝে সেখানে বেড়াতে যেতাম। টিচার্স কোয়ার্টার থেকে হলের দিকে এগুলে এক জায়গায় দুদিকেই লেক পরে। এক ছুটির দিনে ঐ দিকে গেলাম। পথে ছাত্র-ছাত্রী প্রায় ছিলনা। হঠাৎ পাশের লেকে দুজন তরুণকে দেখলাম। লেকে ঝাপ দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তাদের মধ্যে একজন আর কেউ নয়, অভিনেতা হুমায়ূন ফরীদি। দাঁড়িয়ে পড়লাম অভিনেতাকে দেখার জন্য। ঝাপ দিয়ে লেকে পড়লেন আর হুটোপুটি শুরু করেলেন। আবার পারে উঠেন আবার ঝাপিয়ে পড়েন। তারুণ্যের সেকি উন্মাদনা। অনেক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখলাম।
এই বরেণ্য অভিনেতাকে পরেও আরো অনেকবার দেখেছি, কখনো বিটিভির ভবনে, কখনো মহিলা সমিতির মন্চে অথবা বাইরে। বেশিরভাগ সময়েই উনার চারদিকে উৎসুক্যদের ভীড় দেখেছি। একবার জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদের একটি বই দেখলাম উৎসর্গ করা হয়েছে হুমায়ূন ফরীদি-কে। চমৎকার লিখেছেন লেখক, "মহিলা সমিতির সামনে দেখলাম ছোটখাট একটি জটলা, এগিয়ে গিয়ে দেখলাম, এক যুবক চা খাচ্ছে, আর একদল যুবক তাকে ঘিরে ধরে তার চা খাওয়া দেখছে, যুবকটি হুমায়ূন ফরীদি। আমার এই বইটি সেই যুবককে উৎসর্গ করলাম।"
হুমায়ুন ফরিদি স্মরণে বিটিভি ও অন্যান্য চ্যানেলে এবং এই ব্লগেও দেখেছি বেশিরভাগই সংশপ্তক নাটক থেকে তার প্রশংশা শুরু করেছেন। আমার সৌভাগ্য হয়েছিল তার অভিনিত বিটিভির প্রথম নাটকটি দেখার। নাটকটির নাম এখন আর মনে নেই। সামান্য কয়েকটি দৃশ্য, অল্প কয়েকটি ডায়লগ, একজন বেকার যুবকের ভূমিকায় তিনি অভিনয় করেছিলেন। এত চমৎকার ফুটিয়ে তুলেছিলেন সেই চরিত্র, যে প্রজোযকরা সাথে সাথেই তাকে লুফে নেয়। এর পর থেকেই চলে হুমায়ূন ফরীদি জয়যাত্রা। টিভি সিরিয়াল 'ভাঙ্গনের শব্দ শুনি'-তে তার অপূর্ব অভিনয় সবার মনে চিরস্থায়ী দাগ কেটেছে। "আরে আমি তো জমি কিনিনা, পানি কিনি, পানি" - এটা ছিল সে সময়ের জনপ্রিয় ডায়লগ। ডাবল পার্ট করতে দেখেছিলাম একটি নাটকে, একজন ভালো মানুষ, আর একজন খারাপ মানুষ। দুটি চরিত্রই এত সুন্দর ফোটালেন, দর্শকরা বিস্মিত। বিদেশের মাটিতে বসে দেখছিলাম, 'কোথাও কেউ নেই', কি দুর্দান্ত অভিনয় ফরীদি ভাইয়ের!
সুবর্ণা আপা আমাদের ঠিক উপর তলায় থাকতেন। সে সময় তিনি কলেজের ছাত্রী। একদিন আপা বললেন, "নতুন একজন অভিনেতা এসেছে ফরিদি নামে, বেশ সুন্দর অভিনয় করে!" ঐ আপাই যে একদিন ফরিদি ভাইয়ের কাছে বাঁধা পড়ে যাবেন, তা সেদিন বুঝতে পারিনি।
বেলী ফুলের মালার বিয়ে, দুয়েকটি পত্রিকা প্রচ্ছদ কাহিনী করেছিল। এদেশের মানুষ কথা দিয়ে কথা রাখতে পারেনা। হুমায়ুন ফরিদি ও তার প্রথম স্ত্রী কথা রেখেছিলেন, বেলী ফুলের মালার দিয়েই বিয়ে করেছিলেন। অনুপ্রানিত হয়েছিলাম এই বিয়ে দেখে। এই দীর্ঘ জীবনে চলার পথে অনেক ঘটনাই ঘটে। সেই বিয়েটি টিকল না। এদেশেরই পত্র-পত্রিকা আবারো প্রচ্ছদ কাহিনী করেছিল, 'ভেঙ্গে গেল বেলী ফুলের মালার সেই বিয়ে'। সমালোচনার ঝড় উঠেছিল দেশ জুড়ে। কে ভালো কে মন্দ, কেন টিকল না এই বিয়ে, ইত্যাদি। আসলে মানুষের মন, মানুষেরই মন, এই মন বড় বিচিত্র। দুটি মন বাঁধা পড়ে, আবার দুটি মনের বিচ্ছেদও হয়। সেটা একান্তই তাদের ব্যপার। সেখানে তৃতীয় পক্ষের অনুপ্রবেশ করা ঠিক নয়।
এইচ এস সি পাশ করার পর উচ্চ শিক্ষার জন্য বিদেশে চলে যাই। দীর্ঘ সতের বছর বিদেশে ছিলাম। এই সময়ের মধ্যে দেশের সংস্কৃতি অঙ্গন বিকশিত হয়েছে, নতুন শিল্পি অভিনেতাদের উথ্যান হয়েছে, তাদের খোঁজ পেয়েছি কম। বিদেশের মাটিতে, আমাদের জেনারেশনে হুমায়ুন ফরিদি-কে নিয়েই আলোচনা ছিল সবচাইতে বেশী। বিদেশ থেকে ফিরে দেখলাম, জনপ্রিয় অভিনেতার জনপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি। সেই বরেণ্য অভিনেতা আজ আর আমাদের মধ্যে নেই। তার মৃত্যু সংবাদে ব্যথিত হয়েছি ভীষণ। আর যে কটা দিন বেঁচে থাকব তার অভাব বোধ করব।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:০৮
রমিত বলেছেন: ধন্যবাদ
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:১১
রাইসুল জুহালা বলেছেন: হুমায়ুন ফরিদীকে নিয়ে লেখা একটা চমৎকার পোস্ট। অনেক ধন্যবাদ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৪০
রমিত বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:১২
হোদল রাজা বলেছেন: চমৎকার লিখছেন... এতো সাবলিল!
ধন্যবাদ শয়ার করার জন্য!
১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৪১
রমিত বলেছেন: অনেক ধন্যবাদ।
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:১৪
গরম সিঙ্গাড়া বলেছেন: সুন্দর লিখেছেন। সুপাঠ্য। লেখাটির জন্য ধন্যবাদ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৪১
রমিত বলেছেন: আপনাকে ধন্যবাদ।
৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৩৫
ইকরাম উল্যাহ বলেছেন: সুন্দর স্মৃতিচারণ
উনি আমার প্রিয় অভিনেতা ছিলেন। মিস করব উনাকে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৪৬
রমিত বলেছেন: অনেক ধন্যবাদ।
৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৪১
সুস্ময় পাল বলেছেন: ভাল পোষ্ট!
তবে একটা কথা না বলে পারছি না। আপনি তাঁর নামের বানানটা ঠিক করে লিখুন। এতে তাঁকে এক প্রকারে অসম্মান করা হচ্ছে।
তাঁর সঠিক বানান - হুমায়ূন ফরীদি।
বেশিরভাগ ব্লগারই তাঁর নামটা বিকৃতি করে লেখে ... ... ... ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৪৫
রমিত বলেছেন: নামের বানান নিয়ে ঝামেলা হতে পারে ভেবেছিলাম। কারেকশন করে দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমি ঠিক করে দিয়েছি।
৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:১৫
দুরণ্ত সাহস বলেছেন: "দুটি মন বাধা পড়ে, আবার দুটি মনের বিচ্ছেদও হয়। সেটা একান্তই তাদের ব্যপার। সেখানে তৃতীয় পক্ষের অনুপ্রবেশ করা ঠিক নয়।"
এ কথাটি অনেক দিন থেকে বলতে চাচ্ছিলাম। আপনাকে ধন্যবাদ।
কখনও যোদি তাকে বলতে পারতাম আমার চোখে তিনি কত বড় মাপের অভিনেতা, ভাল লাগত। ধন্যবাদ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:২৫
রমিত বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:৪৭
~মাইনাচ~ বলেছেন: সুন্দর পোষ্ট
উনার প্রতি অন্তর থেকে শ্রদ্ধা
১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:২৮
রমিত বলেছেন: ধন্যবাদ।
৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:২৯
ঝড়ো হাওয়া বলেছেন: কিছু মানুষ আছে, যাদের দেখতে কেন জানি খুব ভালো লাগে, মনের ভিতরে একটা শ্রোদ্ধাবোধের জন্ম হয়, জনাব হুমায়ুন ফরীদি সেই রকমেরই একজন।
ওনার শান্তি ও মাগফেরাত কামনা করি।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:২৯
রমিত বলেছেন: ধন্যবাদ। হুমায়ুন ফরীদির আত্মার মাগফেরাত কামনা করি।
১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:৩৯
ছাসা ডোনার বলেছেন: রমিত আমার শুভেচছা নিও।আমি মস্কোর সাইফুল ভাই।ভাল লাগলো তোমার লেখাটা।আসলে খুব খারাপ লেগেছে সকালের সংবাদটা দেইখা। এরকম ভাল অভিনেতা আবার কবে আসবে আমাদের দেশে? যাই হোক আমি উনার আত্মার শান্তি কামনা করি।তোমাকে সুন্দর লেখার জন্য ধন্যবাদ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:২৭
রমিত বলেছেন: আপনি তো ভালো দেখালেন সাইফুল ভাই। প্রায়ই ছদ্ম নামে আমার সামনে আবির্ভুত হন। আপনাকে সামুতে দেখে ভালো লাগছে। আমার শুভেচছা নেবেন। হুমায়ূন ফরীদির আত্মার শান্তি কামনা করি। আপনাকে ধন্যবাদ।
১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:১৬
এ হেলাল খান বলেছেন: ভাল থাকুন প্রিয় অভিনেতা।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৩০
রমিত বলেছেন: ভাল থাকুন প্রিয় অভিনেতা। হুমায়ুন ফরীদির আত্মার মাগফেরাত কামনা করি।
১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:১১
সুস্ময় পাল বলেছেন: হুয়ামূন ফরিদীর প্রথম বিটিভির নাটকের নাম নিখোঁজ সংবাদ ।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৫০
রমিত বলেছেন: একেবারে সঠিক। আমার মনে পড়েছে। সাড়া জাগিয়েছিল এই নাটকটি।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:০৭
রমিত বলেছেন: জহুরা নাটকে অভিনয় করেছিলেন এক মদ্যপ বোকা যুবকের চরিত্রে। 'এইডা বাপ, না পাপ?' 'জহুরারে জ্বীন-পরীতে উড়াইয়া লইয়া গেছে' এই দুইটি ডায়লগ হিট করেছিল। 'দূরবীন দিয়ে দেখুন' নাটকে অভিনয় করেছিলেন এক মানসিক প্রতিবন্ধি যুবকের চরিত্রে। 'মাথা নেই? তবে যে মাঝে মাঝে আমার মাথা ব্যাথা করে!' - এই ডায়লগটি হিট করেছিল।
১৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:২৬
চেয়ারম্যান০০৭ বলেছেন: আল্লাহ উনাকে বেহেশত নসীব করুন।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:২৬
রমিত বলেছেন: হুমায়ুন ফরীদির আত্মার মাগফেরাত কামনা করি।
১৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:০১
বড় বিলাই বলেছেন: ভালো লাগল সুন্দর স্মৃতিচারণটুকু।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:৪৭
রমিত বলেছেন: আপনাকে ধন্যবাদ।
২৯ শে জুলাই, ২০১২ রাত ১২:১০
রমিত বলেছেন: ধন্যবাদ
১৫| ২৭ শে জুলাই, ২০১২ রাত ১১:০৩
অজানার সন্ধানে বলেছেন: আমি নতুন ব্লগার তাই আজই পড়লাম লেখাটা । এক কথায় অসাধারণ ।
৬(ভুল ধরা ) ও ১২ (আবার সেই একই ভুল নিজে করা) নং কমেন্টটা জানি কেমন হয়ে গেল তাই না ?
২৯ শে জুলাই, ২০১২ রাত ১২:১৩
রমিত বলেছেন: আপনাকে ধন্যবাদ।
থাক এতো ভুল ধরলে চলেনা।
অনিচ্ছাকৃত ছোটখাট দোষত্রুটি তো থাকবেই।
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:০৬
ম জ বাসার বলেছেন: ছালাম,
স্বচ্ছ, সুন্দর সাবলীল তাই পবিত্র। ভালো থাকুন।
বিনীত।