নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।

রমিত › বিস্তারিত পোস্টঃ

তুমি ভালো আছো তো?

০৭ ই জুন, ২০১৬ বিকাল ৫:৩৭



তুমি ভালো আছো তো?
------------------ রমিত আজাদ

কৃষ্ণচূড়ার পাঁপড়ি ছড়ানো কাঁকর বিছানো পথটি ধরে
হেটে যাওয়া যুগল দেখে বুকটা খা খা করে উঠলো।
এভাবেই বুকটা ফাঁকা ফাঁকা লাগে যখন দেখি কোন
রোমান্টিক মুভি পরম আবেগের, বিধ্বস্ত প্রাচীন ধ্রুপদী।
কিছুতেই মেনে নিতে পারিনা, শৈল্পিক সেই দিন হয়েছে বিগত!

বারবার আশা নিয়ে লগইন করি ফেইসবুকে,
মোবাইল হাতে নিয়ে দিনের পর দিন প্রতীক্ষা করি
একটি কলের, ঝলমলে রঙিন জলীয় স্ফটিক স্ক্রীনে
যদিপ ভেসে ওঠে মুখস্থ হয়ে যাওয়া সেই নাম্বারটি।
কিছুতেই মেনে নিতে পারিনা, সেই কলটি আর আসবে না!

প্রতিটি মুহূর্ত তোমাকে ভাবি, যন্ত্রনায় কাটে নির্ঘুম রজনী,
হোক সে দুর্নিবার পূর্ণিমার রাত্রি, কিংবা অমাবশ্যার নিশি রহস্যের।
গুমোট হয়ে থাকা কষ্টগুলো প্রবর্ধিত হয় ক্রমান্বয়ে,
সহসা কান্নায় ভেঙে পড়ে নিস্কাশিত করতে পারলে কষ্ট
বেশ হতো হয়তো, ঘাম দিয়ে জ্বর ছাড়ার মত,
কিন্তু কিছুতেই সারেনা এই দূরারোগ্য ব্যাধি!

আমি জানি তুমি ফোনে, ফেইসবুকে, ই-মেইলে
যেখানে যেখানে আমার যত ছবি ও চ্যাট ছিলো
সব কিছু মুছে, ব্লক করে দিয়েছ আমাকে।
আমি কিন্তু কিছুই করিনি অনুরূপ।
চট করে ক্লিক করে আজই ডিলিট করতে পারি সব,
তবে টুক সে ক্লিক ঠুনকো নয় আমার কাছে,
জাফলং-এর স্বচ্ছ নদীর বুকে শয়ে শয়ে শুয়ে থাকা
গুরুভার প্রস্তর সরানোও এর চাইতে সহজ অনেক।
বারবার হাত কেঁপে কেঁপে ওঠে পারকিনসন্স রোগীর মত।
বরং রেখে দিয়েছি সব পরম যত্ন করে,
থাকুক হাজার বছর আমার সাথে দেহাংশ হয়ে,
ঐগুলো আমার পরম সম্পদ!

প্রত্যাখ্যান যদি করবেই তবে এত দেরীতে করলে কেন?
কষ্ট খুব বেশী দিতে চেয়েছিলে তাই না?
একবিংশ শতাব্দীর অধিকল্পে আকাশজালের খাঁজে খাঁজে
বেদনা প্রশমিত করার মার্গ অনেক রয়েছে জানি,
তার প্রয়োগও আর কঠিন নয় এই অবাধ মিশ্রণের অধিযুগে।
তবুও অপমান এবং কষ্টটাকে নির্মূল করতে চাইনা মোটেও,
থাক সে ক্ষত হয়ে চিরন্তন, ঐ ক্ষতই হবে অতীতের অনুরণন।
উপাধানের মাঝে লুকিয়ে থাকা পক্ষধরের তীক্ষ্ণ পালকের মত,
খোঁচা দিয়ে দিয়ে বারবার মনে করিয়ে দেবে তোমাকে।
আমি শুধু জানতে চাই, আমাকে এতটা কষ্ট দিলে যেই উদ্দেশ্যে,
তা কি সফল হয়েছে?
তুমি ভালো আছো তো?

Are you living well?
-------- Ramit Azad

মন্তব্য ২৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০১৬ বিকাল ৫:৫৪

ডঃ এম এ আলী বলেছেন: অসম্ভব ভাল লাগার একটি কবিতা নিয়ে গেলাম প্রিয়তে ।
ভাল থাকুন কবি এ রইল কামনা ।

০৭ ই জুন, ২০১৬ বিকাল ৫:৫৮

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ আলী ভাই। ভালো থাকবেন।

২| ০৭ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

কবি হাফেজ আহমেদ বলেছেন: কৃষ্ণচূড়ার পাঁপড়ি ছড়ানো কাঁকর বিছানো পথটি ধরে
হেটে যাওয়া যুগল দেখে বুকটা খা খা করে উঠলো।
এভাবেই বুকটা ফাঁকা ফাঁকা লাগে যখন দেখি কোন
রোমান্টিক মুভি পরম আবেগের, বিধ্বস্ত প্রাচীন ধ্রুপদী।
কিছুতেই মেনে নিতে পারিনা, শৈল্পিক সেই দিন হয়েছে বিগত!


অসাধারন লেখনি। খুব ভালো লাগালো কবি।

০৮ ই জুন, ২০১৬ রাত ১:৪৭

রমিত বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৩| ০৭ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৪

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ প্রতি উত্তরের জন্য ।

০৮ ই জুন, ২০১৬ রাত ১:৪৭

রমিত বলেছেন: ওয়েলকাম।

৪| ০৭ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৫

লক্ষ্মীছেলে বলেছেন: তুমি ভালো আছো তো?
.........................।।

০৮ ই জুন, ২০১৬ রাত ১:৪৮

রমিত বলেছেন: সেটাই প্রশ্ন।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

৫| ০৭ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারন!

মুগ্ধতা একরাশ!

সেই চিরন্তনী আবেগের সাথে সমসাময়িক বোধের, ভাবনার, শব্দের ব্যবহার ব্যঞ্জন ভাল লাগল। :)

+্

০৮ ই জুন, ২০১৬ রাত ১:৫০

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ ভৃগু ভাই।
বরাবরের মতই সুন্দর বিশ্লেষণ ও মন্তব্য।
শুভ কামনা রইল।

৬| ০৭ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪০

বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: কবিতা ভালো হইছে। তবে ইফতারের আগে এই সময়টা ভালো না। :(

০৮ ই জুন, ২০১৬ রাত ১:৫১

রমিত বলেছেন: জ্বী ভাই। আবেগ বিষয়টাই এমন। কখন যে চলে আসে বলা যায়না। এই কবিতাটির আবেগ এলো ইফতারের আগে লিখে ফেললাম।
আপনার মনখোলা মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৭| ০৭ ই জুন, ২০১৬ রাত ১১:৩১

ব্লগ সার্চম্যান বলেছেন: কবিতা ভালো লাগল ।

০৮ ই জুন, ২০১৬ রাত ১:৫৫

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ।
আপনার লেখা 'আমেরিকার স্বাধীনতা যুদ্ধ এবং ফরাসি বিপ্লব সংঘটিত সংক্ষিপ্ত ইতিহাস' লেখাটিও সুন্দর হয়েছে। আমি একবার দ্রুত পড়েছি, আরেকবার মনযোগ দিয়ে পড়বো। এই দুইটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, এই নিয়ে বিশ্লেষণমূলক আরো কিছু লিখুন।

৮| ০৮ ই জুন, ২০১৬ দুপুর ১:০৬

পাখির চোখে বিশ্ব দেখি বলেছেন: @ রমিত: হ্যা। আপনার কথা ঠিক। মুসলমানরা এক সময় সকল দিক থেকে পৃথিবীর নেতৃত্ব দিয়েছিল।
..............................................................................
তবে আমি বর্তমানের কথা বলছি। বর্তমানে মানবতার জন্য মুসলমানদের কি অবদান আছে।
ধরুন এখন আপনি ভিক্ষা করে জীবন জাপন করেন আর মুখে বলেন যে, চারিদিকে যতো জমি দেখছেন এসব কিছু আমার দাদার ছিল!!!

০৯ ই জুন, ২০১৬ সকাল ১১:২৬

রমিত বলেছেন: আপনার প্রশ্নটির জবাব দিয়েছি আপনার লেখাটির মন্তব্যে।

ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।

৯| ০৮ ই জুন, ২০১৬ বিকাল ৪:১৫

উল্টা দূরবীন বলেছেন: ভালোলাগা।

০৯ ই জুন, ২০১৬ সকাল ১১:২৯

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ।

১০| ০৯ ই জুন, ২০১৬ রাত ১১:০৩

কালনী নদী বলেছেন: অসাধারণ কবিতা ভাই+++

১০ ই জুন, ২০১৬ দুপুর ১:০৫

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

১১| ১০ ই জুন, ২০১৬ বিকাল ৩:১৬

কালনী নদী বলেছেন: বারবার আশা নিয়ে লগইন করি ফেইসবুকে,
মোবাইল হাতে নিয়ে দিনের পর দিন প্রতীক্ষা করি
একটি কলের, ঝলমলে রঙিন জলীয় স্ফটিক স্ক্রীনে
যদিপ ভেসে ওঠে মুখস্থ হয়ে যাওয়া সেই নাম্বারটি।
কিছুতেই মেনে নিতে পারিনা, সেই কলটি আর আসবে না!

যে যায় সে কি ফিরে আসে? তারপরেও শুভ কামনা রইল। ভাইয়ার প্রতি অনিমেস।

১২ ই জুন, ২০১৬ দুপুর ১:১২

রমিত বলেছেন: তারপরেও আশা-অপেক্ষা যদি ফিরে আসে!
মন তো বিদায় দিতে চায়না!

মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

১২| ১২ ই জুন, ২০১৬ বিকাল ৫:৩৩

কালনী নদী বলেছেন: ফিরে আসুক ভাই সেই দোয়া করি। আপনি সবসময় সুস্থ থাকেন ভালো থাকেন এই কামনা রইর।

১৩ ই জুন, ২০১৬ দুপুর ২:৪৩

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

১৩| ১৩ ই জুন, ২০১৬ বিকাল ৩:০৫

মাছান গাজী বলেছেন: দারুন হয়েছ।

১৩ ই জুন, ২০১৬ বিকাল ৩:৩১

রমিত বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.