নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।
বাসন্তী আল্পনা স্বপ্নীল
--------------------- রমিত আজাদ
বসন্তে বনে বনে দুরন্ত পুষ্প,
জীবন্ত মনে মনে অনন্ত বিশ্ব!
পরাগের চূর্ণরা উড়ন্ত শূন্যে,
সুবাসিত কাঞ্চন ভাসন্ত বন্যে।
উৎসবে বীণ বাজে ময়ূরের নৃত্যে,
পালিয়েছে শীত-গীত উষ্ণতা দৃপ্তে।
ফাল্গুনী আল্পনা মায়াময় বিশ্বে,
মৌসুমী বনফুল মখমলী দৃশ্যে!
তরুলতা শ্যামলতা বৃক্ষের লহরী,
তৃণলতা বাতুলতা শিমুলের প্রহরী!
গুঞ্জরে থেমে থেমে ভ্রমরের নন্দ,
কুহুকুহু ডেকে ওঠে কোকিলের ছন্দ!
স্বপ্নে কে ছুঁয়ে দেবে স্বপ্নীল আঁখিপাত?
পুষ্পতে ছেয়ে দেবে নির্ঘুম মধুরাত!
সুরভীত ঘূর্ণিতে ভেসে আসে নওসাজ।
পলাশের হাসিমেখে যৌবনে ঋতুরাজ।
------------------------------------------------
রচনাতারিখ: ১৪ই ফেব্রুয়ারী (১লা ফাল্গুন), ২০২০ সাল
সময়: রাত ০১টা ০১ মিনিট
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১৩
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, গ্রাম আর শহরের চরিত্র সম্পূর্ণ আলাদা, শুভেচ্ছা জানবেন দাদা।
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১৪
সাদা মনের মানুষ বলেছেন: রং নাম্বারে ডায়াল হয়ে গেছে, দুটি মন্তব্যই মুছে দেওয়ার জন্য অনুরোধ করছি ভাই।
৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৫৫
নেওয়াজ আলি বলেছেন: ফাগুনের শুভেচ্ছা।
৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:১২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
ছবি লেখার উপরে থাকলেই ভালো লাগে।
©somewhere in net ltd.
১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৩:৫৯
এমজেডএফ বলেছেন: কবিতা ও ছবি দুটিই চমৎকার হয়েছে। আশা করি এই বসন্তে আপনার থেকে আরো বাসন্তী কবিতা পাবো।