নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল!

রমিত

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! ব্যাটা নিয়াজী বলেছিলো, “বাঙালী মার্শাল রেস না”। ২৫শে মার্চের পরপরই যখন লক্ষ লক্ষ তরুণ লুঙ্গি পরে হাটু কাদায় দাঁড়িয়ে অস্র হাতে প্রশিক্ষন নিতে শুরু করল, বাঙালীর এই রাতারাতি মার্শাল রেস হয়ে যাওয়া দেখে পাকিস্তানি শাসক চক্র রিতিমত আহাম্মক বনে যায়। সেই অসম সাহস সেই পর্বত প্রমাণ মনোবল আবার ফিরে আসুক বাংলাদেশের তরুণদের মাঝে। দূর হোক দুর্নীতি, হতাশা, গ্লানি, অমঙ্গল। আর একবার জয় হোক বাংলার অপরাজেয় তারুণ্যের।

রমিত › বিস্তারিত পোস্টঃ

হলেনা বধূ

২৫ শে জুন, ২০২০ রাত ২:১১



হলেনা বধূ
--------------------- রমিত আজাদ

গৃহেতে এলেনা মোর ধরণীর তুমি,
দিলেনা বাহুতে ধরা, ললাটেরে চুমি!
বধু সেজে থাকিলে না সখীকুল সাথে,
দিলেনা সুযোগ মোরে পালকী সাজাতে!

যেমনই সেদিন ছিলে গগনের শশী,
তেমনই রয়ে গেলে সুদূর রূপসী।
যেমনই আড়ালে মেঘ তারকা উষসী ,
তেমনই রইলে ঢাকা গুণ্ঠনে পিয়াসী।

গুণ্ঠন খুলে আর হলোনা তো দেখা,
মধুচাঁদ দর্শন হলোনা যে শেখা।
মধুরাত, ফুলসাজ জুটিলো না ভালে,
মণিহার ঝলকানী ছিলো না কপালে!

কাঁদে নাই সাহনাই, তব প্রেয়সীর ঘরে,
খুশিতে বাজে নি বাঁশি পতির আগারে।
না হলো চরণে তার ধবল দুগ্ধ ঢালা,
বরণে দ্বারের ধারে গৃহ-দীপ জ্বালা!

অঙ্গুঠি বিনিময় রয়ে গেলো স্বপ্ন,
কপালের কসুরে বয়ে গেলো লগ্ন!
বিবাহের রঙে আর রাঙিল না মন,
এ জনমে নাহি হলো গৃহিণী বরণ!
---------------------------------------------

রচনাতারিখ: ২৫শে জুন, ২০২০ সাল
সময়: রাত ০১টা ৫৪ মিনিট

Could Not Make You My Bride
---------------------------- Ramit Azad




মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০২০ ভোর ৬:৩১

নেওয়াজ আলি বলেছেন: মুগ্ধকর প্রকাশ

২| ২৫ শে জুন, ২০২০ দুপুর ১:৩৬

শেরজা তপন বলেছেন: কবিতা নিয়ে বেশ আছেন ভাই! অনেকদিন আপনার ব্লগে ঢুঁ দেইনি। ভাল আছেনতো?

৩| ২৫ শে জুন, ২০২০ দুপুর ১:৫১

রাজীব নুর বলেছেন: প্রানবন্ত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.