![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকাশ মানুষকে নি:স্সঙ্গ হতে শেখায়
বিশাল পৃথিবী বুকে ধারণ করে এই আকাশ
অথচ আকাশ নিঃসঙ্গতায় নীল
নীল চাদরে ঢেকে রাখে সে মুখ।
বেদনায় মেঘ - আকাশ বৃষ্টি ঝড়ায়
মানবিক মানুষেরা কাঁদে
কেঁদে কেঁদে এই মানুষই বৃষ্টি সঙ্গীত রচনা করে
তবুও যে কেন মানুষ আকাশ হতেই ভালবাসে
আকাশের মতো উদার বলে
প্রেম ভালোবাসার অলৌকিক নেশায় দুলতে থাকে!!
আমিও যে নিঃস্সঙ্গ মানুষ
আমিও আকাশ ছুই- আকাশ
নিঃসংগতার আকাশ |
©somewhere in net ltd.