![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে এক বুক জ্বালা দিয়ে যেতে যদি চাও - যাও কখনো তোমাকে বারণ করবো না । আবার পৃথিবীর অস্তমিত সূর্য বিদায়ের কালে এসে যদি তুমি জিগ্গেস কর -
এই !! কেমন আছ ??
তাহলে চাদের জোত্স্নায় নিজেকে আড়াল করে বলবো -
তুমি যেমন রেখেছ, আমি ঠিক তেমনি আছি।
প্রিয়তমা
কি চাও তুমি ?
ওই আকাশের সবটুকু নীল্
বটের ছায়ায় ক্লান্ত পথিকের অম্লান সুখ
নক্ষত্র খচিত সপ্নিল আকাশ
ফুলের গানে গুঞ্জন তোলা এক চিলতে দুস্ট বাতাস ??
তাওদেবো
বিনিময়ে দিও শুধূ একটুখানি সস্তির সস্তির আশ্বাস।
©somewhere in net ltd.