নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইভ

ইভ › বিস্তারিত পোস্টঃ

এখানে কেউ ধর্মের কোন স্পিরিট ই ধারণ করে না , পালন ত করে ই না ।

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:১৯

পড়াশুনা শেষ করে যখন বাস্তবতার পথে পা দিলাম ,তখন যে বাংলাদেশ কে দেখলাম সেটি একটি অসম্পূর্ণ ,প্রায় ব্যর্থ রাষ্ট্র ! এখানে কেউ ধর্মের কোন স্পিরিট ই ধারণ করে না , পালন ত করে ই না । কিন্তু ধর্মের অনুষ্ঠান গুলো পালন করে ।এইসব ধর্ম পালনকারী মানুষদের মধ্যে আমি একদম ই ভালো মানুষ পাইনি, একমাত্র তাবলীগ এর মানুষগুলো ছাড়া । রাজনীতিবিদ দের মধ্যে যারা ধর্মের জন্য মায়া কান্না করেন ,তারা একদম ই ধার্মিক নন ,তারা ধর্ম কতটুকু জানেন সেটা নিয়ে ও আমার সন্দেহ আছে।সময় এসেছে ধর্মকে এইসব ভন্ডদের হাত থেকে মুক্ত করে সত্যিকারের ধর্মপ্রেমী ও পালনকারী মানুষদের হাতে ফিরিয়ে দেয়ার।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:২২

পরিবেশ বন্ধু বলেছেন: ক্ষেমতা পাইলে
ধর্ম কি চুরের
আযান শুনলে
ধর্মান্ধ কি ভোরের

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৪

অরি বলেছেন: আমার মমনে হয় সুনির্দিষ্ট কিছু ইউটার্ন ও ওভারপাস তৈরী করা হলে যানজট সহজেই দুর হবে । সংস্লিষ্ট প্রকৈাশলীগণ যে কোন স্থানে ফ্লাইওভার নক্সা প্রনয়নের সময় সম্ভব হলে উভয় প্রান্তে ওভারইউটার্ন সংযোজন করলেই পারেন। যেমন একটু মেধা খাটালে কুড়িল , মহাখালি ও বনাণী-মিরপুর ফ্লাইওভার -এ এখনও বহুপ্রান্তিক ওভারইউটার্ন করা সম্ভব। তছাড়া মহাখালি প্রান্ত হতে আসা গুলশান-২ গামি সকল যান কুড়িল ফ্লাইওভার হয়ে ঘুরে আসার ব্যবস্থা করা হলে কাকলী-বনানি ক্রসিং এর যানজট ৫০% কমবে মূল্যবান সময় বাঁচবে।

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৯

আবদুল্লাহ্‌ আল্‌ মামুন বলেছেন: সহমত..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.