নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুন পথের সন্ধানে, কিন্তু পুরাতন কে নতুন করে খুঁজে পাওয়ার আনন্দ সবার সাথে ভাগাভাগি করতে চাই।

পথের খুঁজে

পথের খুঁজে › বিস্তারিত পোস্টঃ

"মনুষ্যত্ব "

০৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৪

আপনি কি সত্যিকারের মানুষ?

আপনি কি জীবনের বাস্তব অর্থ উপলব্ধি করতে পেরেছেন?

হ্যা!!
আমরা মানুষ এবং জীবনের অর্থ উপলব্ধি করতে পেরেছি।
কিন্তু কথা আছে,এটা আভিধানিক বা আক্ষরিক অর্থে।ব্যবহারিক বা প্রায়োগিক বা জৈবনিক অর্থে নয়।
তাহলে জীবন কি?

আপনি যদি জীবন কি তার অর্থ খুঁজতে যান তাহলে প্রথমেই অর্থটা খুঁজতে হবে সামাজিক জীব হিসেবে। সমাজকে আপনি কতটুকু দিয়েছেন বা দিতে পারবেন, আপনি সমাজপতি হন বা সমাজের সাধারণ সদস্যই হন।অর্থনীতিকগণ বা সমাজবিজ্ঞানীগণ সমাজের মানুষককে বিভিন্ন শ্রেণী বা স্তরে ভাগ করেছেন, আপনি যে স্তর বা শ্রেণীতেই পড়েন না কেন সমাজ আপনার কাছ থেকে কিছু চাইবেই।সেই চাহিদাটুকু যদি আপনি পূরণে ব্যর্থ হন তাহলে নিজেকে কখনো পরিপূর্ণ মানুষ হিসেবে ভাবতে পারবেন না।

সমাজবিজ্ঞানীদের ভাষা অনুযায়ী আপনি যদি উঁচু শ্রেণীরর কেউ হয়ে থাকেন তাহলে আপনাকে সবসময় আপনার থেকে যারা অবস্থানগতভাবে নিচে তাদেরকে ভাববেন এবং তাদের কিছু দেয়ার চেষ্টা করবেন।
এরপর এভাবে প্রত্যহ তার,তার চেয়ে উপরের বা নিচের সবাইকে নিয়ে ভাবতে হবে এবং দেয়ার মানসিকতা এবং চেষ্টা করতে হবে।

যাই হোক এগুলো হল সাহিত্যিক কথাবার্তা, এবার আসা যাক বাস্তবিক কথাবার্তায়।

ধরেন আপনি মতিঝিল বা ফার্মগেট দিয়ে যাচ্ছেন,হেটে বা পাবলিক বাস অথবা নিজস্ব গাড়ি দিয়ে।
নিজস্ব গাড়ি হলে তো ব্যাপারটা একটু কষ্টকর সাথে বিরক্তিকরও বটে,গাড়ি পার্কিং সহ নানা ঝামেলা আবার কখন জ্যামে পড়ে যান,অবশ্য হাতে একটু সময় নিয়ে কাজটা করতে হবে।

আর পাবলিক বাস হলে স্লোমোশন,সাথে জ্যাম,ট্রাফিকসিগনাল বা যাত্রী উঠানামা এর কারণে একটু পরপর থামবেই,আপনি সেই সুযোগে হয়তো করতে পারেন।

এবং হেটে গেলে তো কোন কথাই না।

বলবেন যে আমিতা ঢাকা থাকিনা,তাহলে মতিঝিল বা ফার্মগেট পাব কোথায়?

আপনি যে এলাকাতেই থাকুন না কেন সব জায়গাতেই পথশিশু,টোকাই বা শিশুশ্রমিক খুঁজে পাবেন।

আপনি যদি একদিন সময় করে তাদের সাথে কথা বলেন,তাদের কষ্টগুলো বুঝেন বা বুঝার জন্য চেষ্টা করেন,
তাদেরকে নিয়ে ফুটপাথে চায়ের দোকানে এককাপ চা বা কোন একটা রেস্তোরাঁ বা হোটেলে যদি একবার নাস্তা করেন তাহলে আপনি বুঝত্ব পারবেন, "আপনি কে,কি করা উচিত এবং আপনি কি করছেন?"
ওদের সাথে একটু সময় দিলে বুঝতে পারবেন জীবনের বাস্তবতা।

জীবনটা আসলে আপনার নিজের, আপনি আপনার জীবন কিভাবে উপভোগ করবেন সেটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয়।
কিন্তু আপনি সমাজের, দেশের,বিশ্বের;তাই আপনি আপনার জীবনকে এমনভাবে ব্যবহার করবেন,যাতে সমাজ বা দেশ কারো উপকারে না আসে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.