![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নাম প্রান্ত। এখন থাকছি পান্থ পথে। এখনও কোন পথ খুজেঁ পাচ্ছি না। পথের সন্ধানে আছি.........
১৯৭১ সালের ২৬ শে মার্চের প্রথম প্রহরে পাকিস্তানীদের হাতে গ্রেফতার হওয়ার আগে বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা ঘোষনা দেন। সে সময় এই খবরটি গুরুত্ব সহকারে পৃথিবীর একাধিক দেশের মিডিয়ায় স্থান পায়। এই পোষ্টে ৬ টি মহাদেশের ১২ টি দেশের অসংখ্য পত্রিকার ১৯৭১ সালের মার্চ-এপ্রিলের রিলেটেড সংখ্যাগুলো যুক্ত করে দেয়া হল। দেশগুলো হল অষ্ট্রেলিয়া, আর্জেন্টিনা, কানাডা, সাউথ আফ্রিকা, সিংগাপুর, থাইল্যান্ড, জাপান, হংকং, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া, গ্রেট ব্রিটেন, এবং আমেরিকা। সেই সাথে বাংলাদেশেরও একাধিক আর্টিকেল দেখা যাবে। আশা করি আপনারা আপনাদের মন্তব্য প্রকাশ করবেন এবং কেউ যদি ভবিষ্যতে এই বিষয় নিয়ে প্রশ্ন তুলে আমার এই ব্লগটিতো আসেই আমার ভাইয়েরা..
■ প্রথম আলো: ২৬শে মার্চ, ২০১১ (বিশাল বাংলা, পৃ ৫) -
"স্বাধীনতার ঘোষণাপত্র ছাপানোর সেই সাইক্লোস্টাইল এখন!"
১৯৭১ সালের ২৫ মার্চ রাতে আটকের আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণাপত্রটি চট্টগ্রামে আওয়ামী লীগের নেতাদের কাছে পাঠান। সেটি ব্যাপক প্রচারের সিদ্ধান্ত নেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা। এর পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের নেতা আখতারুজ্জমান চৌধুরী বাবুর নগরের জুপিটার হাউসে বৈঠকে বসে এই সাইক্লোস্টাইল মেশিন নিয়ে সারা রাত ঘোষণাপত্রের সে বার্তাটির অসংখ্য কপি ছাপিয়ে নগরের বিভিন্ন এলাকায় পাঠানো হয়।
➨ ইন্ডিয়া
■ Times of India (Bombay), India - March 27, 1971. “Mujib proclaims free Bangla Desh”
➨ গ্রেট ব্রিটেন
■ TheTimes ( The United Kingdom)- March 27, 1971. “Heavy fighting as Shaikh Mujibur declares E Pakistan independent”
➨ আমেরিকা
■ বিখ্যাত নিউ ইয়র্ক টাইমস পত্রিকা ২৭শে মার্চ, ১৯৭১ তারিখে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষনার কথা রিপোর্ট করে
■ নিউ ইয়র্ক টাইমস - ২৭শে মার্চ, ১৯৭১ - প্রিন্টেড ভার্সন
■ প্রখ্যাত টাইম ম্যাগাজিন ৫ ই এপ্রিল, ১৯৭১ তারিখে বাংলাদেশ নিয়ে লেখা এক আর্টিকেলে শেখ মুজিবের স্বাধীনতা ঘোষনার কথা উল্লেখ করে।
■ ২৬ মার্চ ১৯৭১ এ হোয়াইট হাউজ ডিফেন্স ইন্টেলিজেন্স এর রিপোর্ট যাতে বলা হচ্ছে যে শেখ মুজিবর রহমান স্বাধীনতা ঘোষনা দেওয়ার পর পূর্ব-পাকিস্তান গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে।
➨ অষ্ট্রেলিয়া
■ The Age, Australia- “Dacca breaks with Pakistan”
➨ জাপান
■ Asahi Evening News (Japan) - March 27, 1971 “East Pakistan cut off from world as heavy fighting rocks cities”
➨ আর্জেন্টিনা
■ Buenos Aires Herald (Argentina) - March 27, 1971 - “Bengali independence declared by Mujib”
➨ কানাডা
■ Globe and Mail ( Canada)- March 27, 1971. “Civil war in East Pakistan”
➨ হংকং, চায়না
■ Hong Kong Standard (Hong Kong)- March 27, 1971. “Mujib sets up independent republic”
➨ সাউথ আফ্রিকা
■ Pretoria News (South Africa)- March 27, 1971. “10000 slain in Pakistan civil war”
➨ সিংগাপুর
■ Straits Times (Singapore) - March 27, 1971. “Mujibur proclaims Bangla Republic”
➨ থাইল্যান্ড
■ The Bangkok Post (Thailand) - March 27, 1971 - “Pak near civil war”
২| ২৮ শে মার্চ, ২০১২ বিকাল ৪:৩৩
যোগী বলেছেন: এই গুলার ব্যাপারে পাকি জিন্দাবাদ ছাগুটা কোন কমেন্ট করেনা।
৩| ২৮ শে মার্চ, ২০১২ বিকাল ৪:৩৭
নিজাম বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। বড় একটি কাজ করেছেন একটি মহাবিতর্কের অবসান ঘটাতে। কিন্তু যারা মানবে না তারা শত যুক্তিতেও মানবে না, তাদেরকে মানানো যাবে না। তাতে কিছু যায় আসে না, সূর্যকে অস্বীকার করলে সূর্যের কোন ক্ষতি বৃদ্ধি হয়না, শুধু অস্বীকারকারীই ছোট হয়ে যায়। ভাই এই কালেকশন আমিও সংরক্ষণ করতে চাই। সব ডকুমেন্টগুলি দয়া করে আমার মেইল এড্রেসে পাঠাবেন কী? [email protected] আমি এই পেইজ থেকে সেভ করতে জানি না।
২৮ শে মার্চ, ২০১২ বিকাল ৪:৪৩
রাঙ্গা বৌ বলেছেন: অবশ্যই এটাতো আমি খুশি হয়ে করবো....
৪| ২৮ শে মার্চ, ২০১২ বিকাল ৪:৪০
রাঙ্গা বৌ বলেছেন: আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হওয়া উচিত কাউকে ছোট করা নয়। সঠিক তথ্য দিয়ে ওই সকল অন্ধ "তোতা পাখিদের" চোখকে খুলে দেওয়া। তার পরও যদি তাদের অপপ্রচার বন্ধ না হয় তাহলে বলতে হবে, "আল্লাহপাক ওদের চোখ, কান-এ সিল মোহর লাগিয়ে দিয়েছে যাতে করে তারা সত্যকে দেখতে না পারে এবং গ্রহণ করতে না পারে"।
৫| ২৮ শে মার্চ, ২০১২ বিকাল ৪:৫০
রঙ্গভরা বঙ্গদেশী বলেছেন: তাহলে কালুরঘাট থেকে মেজর জিয়ার কন্ঠের সেই ঘোষনার আওয়াজটি যেটি এখনো অনেকটা অবিকৃত আছে তাকে কি মিথ্যে বলবো?
আপনার পত্রিকাগুলোর কোথাও তো শেখ মুজিব কে ডিক্লেয়ারার অব ইন্ডিপেন্ডেস লিখতে দেখলাম না। সব জায়গায়ই লেখা হয়েছে প্রোক্লেইমড। মুজিব ছিলো ওই সময়কার বাঙালীদের প্রধান লিডার তাই মেজর জিয়ার ঘোষনার প্রোক্লেইমার তো হতেই পারে।
দশটা মিথ্যে দিয়ে নির্ভেজাল সত্যকে কি গোপন করা যায়?
২৮ শে মার্চ, ২০১২ বিকাল ৫:৩০
রাঙ্গা বৌ বলেছেন: আমি জিয়াউর রহমানের সেই ঘোষণাকে মিথ্যা বলছি না। হ্যা তবে আপনি যদি তাকে ঘোষক বলেন তাহলে তাকে মিথ্যা বলবো। আপনি বলেছেন কোথায়তো ডিক্লেয়ারেনস দেখলাম না। আপনি আর্জেন্টিনার পত্রিকাটি হেড লাইন মনে হয় খেলাল করেননি।
➨ আর্জেন্টিনা
Buenos Aires Herald (Argentina) - March 27, 1971 - “Bengali independence declared by Mujib”
➨ হংকং, চায়না
■ Hong Kong Standard (Hong Kong)- March 27, 1971. “Mujib sets up independent republic”
Times of India (Bombay), India - March 27, 1971. “Mujib proclaims free Bangla Desh”
আপনার কি আরও তথ্য লাগবে.? আপনি জিয়াউর রহমানকে ঘোষক বলছেন। আমার কথা হলো তাহলে তার পূর্বে যারা এই পত্র পাঠ করেছিল তাদেরকে আপনি কেন ঘোষক বলবেন না? আশা করি উত্তর টি দিবেন?
৬| ২৮ শে মার্চ, ২০১২ বিকাল ৪:৫২
রক্ত জবা ফুল বলেছেন: ছাগু জামাত বি,এন,পি দের আমন্ত্রণ।
আমি এক মুরুব্বিকে জিজ্ঞাসা করলাম ১৯৭৫ এর আগে স্বাধীনতার ঘোষক সর্ম্পকে কোন বির্তক হতে শুনেছেন বা দেখেছেন
তিনি সোজা উত্তর দিলেন "না"
হঠাৎ জিয়ার মৃত্যুর পর স্বাধীনতার ঘোষক নিয়ে বির্তক শুরু হয়।
এতে দেখা যায় বি,এন,পি জন্মর পর এ্ই মিথ্যা বির্তকের সৃষ্টি করে বি,এন,পি নিজে।
তবে এটা টিক যে বি,এন,পি চায়লে গোলাম আজমকেও ঘোষক বানাতে পারে কিন্তু তা হবে শুধু বি,এন,পির জন্য পুরো দেশ বাসীর জন্য নয় ।
৭| ২৮ শে মার্চ, ২০১২ বিকাল ৪:৫৪
রক্ত জবা ফুল বলেছেন: জিয়া কালুরঘাট বেতার কেন্দ্র হতে যা করেছিলেন তা হল তিনি ঘোষণা পত্রটি পাঠ করেছিলেন মাত্র।
পাঠক আর ঘোষক এক নয়।
২৮ শে মার্চ, ২০১২ বিকাল ৫:১১
রাঙ্গা বৌ বলেছেন: আমরা অবশ্যই তাকে ছোট করে দেখবো না। কারণ আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে তার অবদানও আমরা কখনই ভুলবো না। জিয়ার সাথে আমাদের কোন বিরুদ নেই। কারণ জিয়া নিজেকে স্বাধীনতা ঘোষক হিসেবে দাবি করেননি।
৮| ২৮ শে মার্চ, ২০১২ বিকাল ৪:৫৪
টুনা বলেছেন: ভাই, আমি ফেবুতে শেয়ার দিতে চাই যদি আপনার কোন আপত্তি না থাকে।
২৮ শে মার্চ, ২০১২ বিকাল ৪:৫৭
রাঙ্গা বৌ বলেছেন: আপনারা যদি শেয়ার করতে চান তাহলে আমিই বরং অনেক খুশি হবো। আশা করছি এমন কাউকে পাবো যে এর সমালোচনা করবে। তবে অবশ্যই তথ্য প্রমাণ দিয়ে.।
৯| ২৮ শে মার্চ, ২০১২ বিকাল ৫:০৭
রঙ্গভরা বঙ্গদেশী বলেছেন: মিথ্যের এই বেসাতি ভালো লাগেনা। এই সবের জবাব অনেক আগেই দেয়া হয়েছিলো। ব্লগার দাসত্বের এই তিনটি পোষ্ট পড়লে প্রোক্লেইমিং এর পেছনের ভাওতা টা ধরা পড়বে।
Click This Link
Click This Link
Click This Link
এর পরেও যদি এসব ল্যাদানো হতে থাকে তাহলে বলবো, পেটেন্ট তো গোবিন্দ শামসু কোং দের দেয়াই আছে। মিথ্যা প্রমান উপস্থাপনের প্রয়োজন ই বা কি।
২৮ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:১২
রাঙ্গা বৌ বলেছেন: বাংলাদেশের স্বাধীনতা দিবস কোন তারিখে? আর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা পত্র পাঠ করেন কত তারিখে? হিসাবটা খুবই সহজ আর সবার সামনে রয়েছে। আপনারা কেন তা নিয়ে এতো পানি ঘোলা করছেন জানি না।
২৮ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:২৭
রাঙ্গা বৌ বলেছেন: আপনার লিংক গুলো দেখলাম। আমি শুধু বলবো.. লিংকটা আমার ভালো লেগেছে। কারণ সত্যকে অবশ্যই এমন কিছু ঘটনার সম্মুখিন হতে হয় যা তাকে আরও সুপ্রতিষ্ঠিত করে তুলে। আপনি দাবি করছেন শেখ মুজিব নয় জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক। তাহলে তিনি কেন নিজের নামে ঘোষণা পত্র পাঠ করলেন না। কেন শেখ মুজিবের পক্ষ থেকে আমি মেজন জিয়া বাংলাদেশের স্বাধীনতার ঘোষনা দিচ্ছি বলনেল। আজ আমরা জানি যে, কোন একটি দল বা সরকারের যাবতীয় কার্যক্রম জন সমক্ষে সেই দলের প্রধান নেতা বা নেত্রী প্রকাশ করে না। করে ভারপ্রাপ্ত একজন। আমি জিয়াউর রহমানকে কোন ভাবেই ছোট করতে চাই না। কারণ সেই দিন সেই সময় সেই স্থানে তার বিকল্প কেউ ছিল না বলেই তাকে দিয়েই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পত্রটিকে পাঠ করানো হয়েছিল। তবে তার পূর্বে সেই ঘোষণা পত্র আরও কয়েকবার অনেকেই পাঠ করেছে। তাহলে মেজর জিয়াউর রহমান কিভাবে স্বাধীনতার ঘোষক হলেন? বলবেন কি?
১০| ২৮ শে মার্চ, ২০১২ বিকাল ৫:১৮
আমি বীরবল বলেছেন: মিথ্যা প্রতিষ্ঠিত করতে বেশী চিতকার করতে হয়।
২৮ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:১৫
রাঙ্গা বৌ বলেছেন: আমি জানিনা কথাটা কার উদ্দেশ্যে বললেন। তবে আমি মনে করি, আপনার ধারণাটি সম্পূর্ণ ভুল। মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে বেশি কিছু করতে হয় না। সত্যকে প্রতিষ্ঠা করতে অনেক সময় লাগে। আজ থেকে প্রায় ৪-৫ বছর আগেও আমার মনে হতো হয়তো জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক। কিন্তু সেটা শুধু মনে হয়েছিল বিএনপির নেতাদের কথা বার্তা আর তাদের মুখরোচক কথা শুনে। অন্যদিকে সত্য ছিল লুকিয়ে অপেক্ষায় ছিল সময়ের। আজ সময় এসেছে.।
১১| ২৮ শে মার্চ, ২০১২ বিকাল ৫:২৪
মোহাম্মদহারুন বলেছেন: জিয়া কে স্বাধীনতার ঘোষক বলে শুধু বি,এন,পি ও রাজাকার রা তৃপ্তি পায়।
বি,এন,পি চায়লে গোলাম,সঈদী, নিজামী, এ সমস্ত লোকদেরকেও স্বধীনতার ঘোষক বানিয়ে আত্নতৃপ্তি ভোগ করতে পারে , তবে সেটা বি,এন,পির নিজস্ব ব্যপার।
স্বাধীনতর ঘোষক বলুন, স্বাধীনতার জন্মদাতা বলুন, কে তা সাবার জানা।
৭ ই মার্চ এর পর মনে হয়না নতুন করে আবার স্বাধীনতা ঘোষণার প্রয়োজন ছিল।
তার পরও বি,এন,পি খুশি করতে বলতে চায় আপনার শুধু জিয়া কে খালেদাজিয়ার চৌদ্দ গোষ্টিকে ঘোষক বানাতে পারেন অসুবিধা নেই।
১২| ২৮ শে মার্চ, ২০১২ বিকাল ৫:২৯
লাতি বলেছেন: দেখে দেখে কাগজ হতে কোন কিছু পাঠ করলে ঘোষক হয়ে যায় না।
যে কোন কাগজের লিখা পাঠ করেন তাকে পাঠক বলে।
ঘোষক নয়।
জিয়া স্বাধীনতা ঘোষণা পত্র পাঠক, স্বাধীতার ঘোষক নয়।
পাঠক আর ঘোষক ভিন্ন কথা।
তার পরও বি,এন,পি খুশি করতে বলতে চায় আপনার শুধু জিয়া কে খালেদাজিয়ার চৌদ্দ গোষ্টিকে ঘোষক বানাতে পারেন অসুবিধা নেই।
১৩| ২৮ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:২৬
াহো বলেছেন: '৭১ সালে ৬টি মহাদেশের মিডিয়ায় ২৬শে মার্চের বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষনার খবর
১৯৭১ সালের ২৬ শে মার্চের প্রথম প্রহরে পাকিস্তানীদের হাতে গ্রেফতার হওয়ার আগে বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা ঘোষনা দেন। সে সময় এই খবরটি গুরুত্ব সহকারে পৃথিবীর একাধিক দেশের মিডিয়ায় স্থান পায়। এই পোষ্টে ৬ টি মহাদেশের ১২ টি দেশের অসংখ্য পত্রিকার ১৯৭১ সালের মার্চ-এপ্রিলের রিলেটেড সংখ্যাগুলো যুক্ত করে দেয়া হল। দেশগুলো হল অষ্ট্রেলিয়া, আর্জেন্টিনা, কানাডা, সাউথ আফ্রিকা, সিংগাপুর, থাইল্যান্ড, জাপান, হংকং, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া, গ্রেট ব্রিটেন, এবং আমেরিকা। সেই সাথে বাংলাদেশেরও একাধিক আর্টিকেল দেখা যাবে। ছবির লেখাগুলো দেখতে যদি কোন সমস্যা হয় তবে ফেইসবুকের এই লিংকে যাবার অনুরোধ জানাই যেখানে বেটার কোয়ালিটির ইমেজ গুলো রাখা আছে।
বেলের কাঁটা ভাইকে এ পোষ্ট উৎসর্গ করা হল। সবাইকে ধন্যবাদ।
http://amarblog.com/jatri/posts/145431
১৪| ২৮ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:২৯
াহো বলেছেন:
দ্য নিউ ইয়র্ক টাইমস ২৭ /০৩/১৯৭১ , ১১ই এপ্রিল ১৯৭১ প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদের বেতার ভাষণ , মার্কিন যুক্তরাষ্ট্রের এবিসি নিউজে ১৯৭১ সালের ২৬ মার্চ তারিখে ---
স্বাধীনতার ঘোষনার বিষয়ে জিয়া নাম আছে?
Click This Link
১৫| ২৮ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৩৩
তিক্তভাষী বলেছেন: সংবিধানেই তো লেখা হলো, আবার প্রমানের দরকার কেনো?
১৬| ২৮ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৩৯
াহো বলেছেন:
স্বাধীনতার ঘোষণাপত্র
মুজিবনগর, বাংলাদেশ
১০ই এপ্রিল, ১৯৭১
যেহেতু এইরূপ বিশ্বাসঘাতকতামূলক আচরণের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষের অবিসম্বাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জনগণের আত্মনিয়ন্ত্রণের আইনানুগ অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭১ সনের ২৬শে মার্চ তারিখে ঢাকায় যথাযথভাবে স্বাধীনতার ঘোষণা প্রদান করেন এবং বাংলাদেশের মর্যাদা ও অখণ্ডতা রক্ষার জন্য বাংলাদেশের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান,
২৮ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৫২
রাঙ্গা বৌ বলেছেন: বৃট্রিশরা স্বাধীনতা আন্দোলনকারী দেরকে বিচ্ছিনন্নতাবাদী বলে তাদের গুলি করে মারলো। কাশ্মীরে ভারতীয় সেনারা তাদের ভূ-খন্ডকে অখন্ড রাখার জন্য নিরীহ কাশ্মীর বাসীকে রাতের অন্ধকারে বাড়ি ঘর পুড়িয়ে দিল, মেয়েদের র্যাপ করলো, ছেলে, যুবক, পুরুষদের হত্যা করলো।আর পাকিস্তানিরাতো মুজিবকে বিশ্বাসঘাতক বলেই।এটই তো স্বাভাবিক। কিন্তু তিনি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালীআমার ভাই
১৭| ২৮ শে মার্চ, ২০১২ রাত ৮:১৮
রঙ্গভরা বঙ্গদেশী বলেছেন: কি বললেন জাতির পিতা আপনার বাঙালী ভাই। অনুভূতির সেরা বিনোদন।
উত্তর জানতে চেয়েছেন? লিঙ্ক তো আপনাকে দিলাম।
২৯ শে মার্চ, ২০১২ দুপুর ১২:৩০
রাঙ্গা বৌ বলেছেন: আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি জিয়াউর রহমান-কে বাঙালী জাতির পিতা বানাতে চান। ভাই জিয়াউর রহমানের সামনে আপনারা যে শহীদ কথাটা লাগান তা কতটুকু যুক্তি সম্মত তা কি বলবেন....? আপনি আর আপনার মতো কিছু লোকযদি মুজিবকে না মানে তাতে পৃথিবীর কিছুই আসে যায় না। ভাই সারা পৃথিবীর মানুষকে যদি প্রশ্ন করেন বাঙালী বাংলাদেশের স্বাধীনতার জনক ঘোষক কে সবাই বলবে শেখ মুজিব। একটা প্রবাদ আছে, আপনারে বড় বলে বড় সে নয় লোকে যারে বড় বলে বড় সে হয়। আমরা দাবি করিনা কারণ আমরা জানি এটাই সত্যি।
১৮| ২৮ শে মার্চ, ২০১২ রাত ৮:২৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: DOI : ২ টি টেলিফোন , রাত ১২-১.০০ টা , শেখ মুজিবের ট্রু লাইস : মার্চ ২৬
Click This Link
বঙ্গবন্ধু ২৬ মার্চ স্বাধীনতার ঘৌষনা দিলে- গণহত্যা বন্ধ করে ২৭ মার্চ সর্বাত্বক ধর্মঘটের ডাক দিল কে?
গোজামিল দিয়ে আর কত!!!!!!!!!!!!!!!!!!!!!!!!খালী বিদেশী খুজেন কে? দেশৈ প্রমাণ নাই, তাই?
Click This Link
২৯ শে মার্চ, ২০১২ দুপুর ১২:৫০
রাঙ্গা বৌ বলেছেন: আপনি যে তথ্য দিয়েছেন তা দিয়ে কি প্রমাণ করতে চান। সমালোচনা করা অতি সহজ কিন্তু বাস্তবতা অন্য রকম আমার ভাই। আপনাদের মতো মাথা মোটা পাকিস্তানিরা ভেবেছিল দুইটা ব্রিগেয়েট সৈন্য দিয়া মুজিব বাহিনীরে খতম কইরা দিব। আর শেখ মুজিবরে বন্দী করলেই বাঙ্গালীর স্বাধীনতা স্বাধীনতা খেলা শেষ হইয়া যাবো। সবাই বলে মুজিবকেন সেই দিন পাকিস্তানীদের হাতে ধরা দিল। উত্তরটা এই প্রজন্মের সবার জেনেছে ওয়ান এলিভেনের সময়। যখন দুইটি প্রধান দলের প্রধান দুই নেত্রীকে বন্দী করা হলো তখনকি সেই দলের নেতারা তাদের ভুলে গিয়েছিল নাকি একহয়েছিল। উত্তরটা সবারই জানা। ভাই জান ইতিহাস বিশ্লেষণ করার সময় তথ্য, যুক্তি এবং তৎকালীন সময়ের পরিস্থিতি আপনাকে উপলব্ধি করতে হবে। তা না হলে আপনি ইতিহাসের সঠিক বিশ্লেষণ করতে পারবেন না।
১৯| ২৮ শে মার্চ, ২০১২ রাত ৯:৪৭
াহো বলেছেন:
১১ই এপ্রিল ১৯৭১ প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদের বেতার ভাষণ। --
স্বাধীনতার ঘোষনার বিষয়ে জিয়া নাম আছে?
Click This Link
Comment no 9
২৯ শে মার্চ, ২০১২ দুপুর ১:০৩
রাঙ্গা বৌ বলেছেন: আপনি যে লিংকটা দিয়েছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সেই ভিডিওতে আমি কোথাও জিয়ার নাম উল্লেখ পাই নাই। তবে আমার এই লিংকটা দেখতে পারেন।
Click This Link
২০| ২৮ শে মার্চ, ২০১২ রাত ৯:৪৭
াহো বলেছেন:
১১ই এপ্রিল ১৯৭১ প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদের বেতার ভাষণ। --
স্বাধীনতার ঘোষনার বিষয়ে জিয়া নাম আছে?
Click This Link
Comment no 9
২১| ২৯ শে মার্চ, ২০১২ দুপুর ১:০৮
াহো বলেছেন:
৩ মার্চ, ১৯৭১: পল্টনের জনসভায় ছাত্রসংগ্রাম পরিষদের ঘোষনা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের সর্বাধিনায়ক :
স্বাধীন সার্বভৌম বাঙলাদেশের জাতীয় সংগীত হিসেবে 'আমার সোনার বাঙলা আমি তোমায় ভালবাসি......' গানটি
২২| ২৯ শে মার্চ, ২০১২ দুপুর ১:৩২
রাঙ্গা বৌ বলেছেন: কেন শেখ মুজিব সেই দিন নিজের বাসা ত্যাগ করেননি? এই প্রশ্নের উত্তরটা এই খানে রইলো:
এই ক্ষেত্রে খোদ টিক্কা খানের বয়ানটারে আমার বেশী অথেনটিক লাগে। কেনো মুজিব সইরা যান নাই তার যথার্থ উত্তরটা আছে এইখানে :
“I knew very well that a leader of his stature would never go away leaving behind his countrymen. I would have made a thorough search in every house and road in Dhaka to find out Sheikh Mujib. I had no intention to arrest leaders like Tajuddin and others. That is why they could leave Dhaka so easily.”
Then Tikka Khan said more in a very firm voice, “in case we failed to arrest Sheik Mujib on that very night, my force would have inflicted a mortal blow at each home in Dhaka and elsewhere in Bangladesh. We probably would have killed crores of Bangalees in revenge on that night alone.” (Interview by Musa Sadik, which took place in 1976 when Gen. Tikka Khan was the then Governor of Punjab, Published in the ‘News From Bangladesh’ on march 28, 2000)
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০১২ বিকাল ৪:৩৩
রেশম বলেছেন: আপনাকে যে লেখাটি পড়তেই হবে
রজনিকান্তের বিরুদ্ধে যে কারনে রাষ্ট্রদ্রোহিতার মামলা হতে যাচ্ছে