![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গান গেয়ে তারকা খ্যাতি শিল্পিরা লক্ষ লক্ষ টাকা কামাই করেন।
কিন্তু জীবনের শেষ বেলা এসে অসুস্থ্য হয়ে পরে কেন উনাদের চিকিৎসার
করানোর মতো আর্থিক অবস্থান থাকে না।
প্রশ্নটা খুব ভাবায় জানি আমার মতো আপনাদেরকেও।
খালিদ হাসান মিলু, আজম খান, সাবিনা ইয়াসমিন, কাঙ্গালিনী সুফিয়া'র মতো খ্যাতিমান সঙ্গীত শিল্পীরা চিকিৎসা খরচ এর জন্য সরকার ও ভক্ত অনুরাগী দিকে তাকিয়ে ছিলেন।
সরকার ও ভক্ত অনুরাগীরা সহ বিভিন্য সংস্থা ও হানিফ সংকেতের ইত্যাদি এগিয়ে এসে উনাদের চিকিৎসার খরচ বহন করেছেন।
সাবিনা ইয়াসমিন কাঙ্গালিনী সুফিয়া আমাদের মাঝে ফিরে আসলেও, ফিরে আসতে পারেননি খালিদ হাসান মিলু আর আজম খান।
খুব কান্না পায় যখন ভাবি খালিদ হাসান মিলু আর গুরু আজম খান আমাদের মাঝে নেই।
কিছু দিন যাবত আমাদের আরেক খ্যাতিমান সঙ্গীত শিল্পী লাকী আখন্দ
ক্যানসারে আক্রান্ত হয়ে থাইল্যান্ডের পায়থাই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা শ্রদ্ধেয় লাকী আখন্দ ক্যানসারে আক্রান্ত হয়ে বলেছেন উনার চিকিৎসা ব্যবস্থা নিয়ে যেনো বাড়াবাড়ি না হয়, তিনি অসম্মানিত হন এমন কাজ যেনো কেউ না করে । লাকী ভাই মোবাইল কোম্পানীগুলোর কাছে উনার প্রাপ্য টাকা ফেরত চেয়েছেন,যেগুলো তারা গিলে ফেলেছে।
কথা গুলি বলেছিলেন আরেক জনপ্রিয় সংগীত শিল্পী আসিফ আকবর।
আসিফ আকবর'র এই কথা দ্বারা বুঝা যায় লাকী আখন্দ'ও খালিদ হাসান মিলু, আজম খান, সাবিনা ইয়াসমিন, কাঙ্গালিনী সুফিয়ার মতোই চিকিৎসার জন্য আর্থিক দুরাবস্থায় ভুগছেন।
আমার প্রশ্ন কেন উনাদের জীবনের শেষ বেলা এসে একটু বেচে থকার জন্য অন্যের নিকট ধরণা দিতে হয়।
কেন সরকারের দিকে তাকিয়ে থাকতে হয়।
জানি এই প্রশ্নের উত্তর আমি সঙ্গীত শিল্পীদের দ্বারে দ্বারে ঘুরেও পাবোনা।
যাই হোক প্রতিবারের মতো সরকার এবারো লাকী আখন্দের চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকা সহায়তা দিয়েছে।
জানিনা এই পাঁচ লাখ টাকা লাকী আখন্দের চিকিতসায় কতোটুকু সহায়তা দেবে।
তবুও সরকারের এই উদারতার জন্য আমি ব্যক্তিগত ভাবে সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি।
বিধাতার অপার মেহেরবণীতে আমাদের প্রিয় লাকী আখন্দ সুস্থ্য হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুক।
সবাই লাকী আখন্দের জন্য দোয়া করবেন।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩২
নুর ইসলাম রফিক বলেছেন: মানলাম কিন্তু সবাই ক্যান্সারে আক্রান্ত হয়ে পড়েন কেন ?
এর পিচনের পারন কি থাকতে পারে।
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: টাকা যেভাবে পায় সেভাবে খরচও করেন তারা। এটাই মনে হয় সমস্যা।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৩
নুর ইসলাম রফিক বলেছেন: আমার ধারনা অতিরিক্ত বিলাসী জীবন যাপন করেই অপব্যয় করে আর্থিক ভাবে শূন্যের কোঠায় নেমে আসেন।
৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০২
বিদ্রোহী ভৃগু বলেছেন: সবাই লাকী আখন্দের জন্য দোয়া করবেন
বিধাতার অপার মেহেরবণীতে আমাদের প্রিয় লাকী আখন্দ সুস্থ্য হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুক।
++++++++++
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৪
নুর ইসলাম রফিক বলেছেন: ধন্যবাদ............
৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৬
প্রবাসী ভাবুক বলেছেন: কি সুন্দর হইছে রে ভাই
ছড়ার সঙ্গে ফটো,
পুরো পোস্ট দেইখা আমি
কমেন্ট করলাম অটো৷
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩০
নুর ইসলাম রফিক বলেছেন: ভাই সম্ভবত ভূলে গেছেন এটা ফেইসবুক না বাংলা ব্লগ।
তাই তারতম্য বজায় রাখুন।
৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৪
বাগসবানি বলেছেন: আপনার কি ধারণা শুধু ধনীরাই এইসব দূরারোগ্য রোগে আক্রান্ত !!!!! এদের খবর পত্রিকার পাতায় আসে, এদের জন্য জনগণ নিজে চাদা তুলে, চিকিৎসার ব্যয় ভার বহনে সাহায্য করে। কিন্তু যেলোকটার দুবেলা দুমুঠো ভাত জোগাড়ের পয়সা নাই, তার ক্যান্সার বা দূরারোগ্য ব্যধির খবর কয়জন রাখেন? পাবলিক হাসপাতালের করিডোরগুলোতে একটু খোঁজ নিলেই জানতে পারবেন, কতজন বিনা চিকিৎসায় মারা যাচ্ছে? খবরে এর কোনো প্রতিবেদন বা পরিসংখ্যান কোনোদিন ছাপা হয় না। আপনি কি জানেন, আপনি যে জিনসের প্যান্ট পড়ছেন, সেই রংয়ের কাপড় তৈরি করতে গিয়ে কতলোক ক্যান্সার নামক মৃত্যুর কোলে ঢলে পড়ছে !!
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৯
নুর ইসলাম রফিক বলেছেন: বলেছেন: আপনার কি ধারণা শুধু ধনীরাই এইসব দূরারোগ্য রোগে আক্রান্ত !!!
আমার কথাগুলির মাঝে এই রকম ধারনা করার কোন ইসু তো আমি তুলে ধরিনি।
তবে কেন আপনার মনগড়া ধারণা তুলে ধরে বিভ্রান্ত করছেন?
বলেছেন: আপনি যে জিনসের প্যান্ট পড়ছেন, সেই রংয়ের কাপড় তৈরি করতে গিয়ে কতলোক ক্যান্সার নামক মৃত্যুর কোলে ঢলে পড়ছে !!
আমি যে জিন্স পেন্ট পরি তা আপনি কি ভাবে জানলেন?
এটাও আপনার মনগড়া ধারণা।
আমি খুব অল্পদামি বাংলা কাপর ব্যবহার করি এটা কি আপনার ধারনার আয়ত্বে আসতে পারেনি?
বিঃদ্রঃ- কখনো যদি কোন ভালো কাজের উদ্দেশ্যে কথা বলেন বা লিখেন (মনে করুন।মনে করুন কথাটা আপনি আমাকে বলছেন) তবে আপনাকে অর্থাৎ নিজেকে উদ্দেশ্য করে লিখবেন।যাতে নিজেকে নিজেকে নিজে শুধানোর উপায় খুজে পাই।
৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩০
হালি্ বলেছেন: লাকি আখনদের জন্য দোয়া করলাম ।
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৯
নুর ইসলাম রফিক বলেছেন: ধন্যবাদ আপনাকে দোয়া ও মন্তব্য করার জন্য।
৭| ৩১ শে জুলাই, ২০১৭ সকাল ৮:১২
নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: লাকি আখন্দ স্যার মারা গেলেও তিনি বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে। আমার পক্ষ থেকে তার প্রতি সামান্য ট্রিবিউট এই ভিডিও এর মাধ্যমে।
১২ ই আগস্ট, ২০১৭ রাত ৯:১৬
নুর ইসলাম রফিক বলেছেন: তিনি চলে গেছেন তবুও রয়ে গেছেন আমাদের অন্তরে।
©somewhere in net ltd.
১|
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৫
বাগসবানি বলেছেন: আমিও প্রথমে তাই ভাবতাম, এত কোটি কোটি টাকা রোজগার করার পরও কেন আর্থিক সংকটে পড়ে! আসলে কিছুক্ষণ একটু লজিক্যালি চিন্তা করে বুঝলাম, এত টাকা দিয়ে নরমাল রোগ বালাই নিরাময় করা সম্ভব, সম্ভব কিছু অস্ত্রপাচারও। কিন্তু বিরল সব রোগের চিকিৎসা করতে গেলে, ব্যাংক ব্যালান্স নিঃস্ব হতে বাধ্য। ধরুণ, আপনার ব্যাংকে এক কোটি টাকা আছে। আপনার চিকিৎসার জন্যে প্রতিদিন প্রয়োজন এক লাখ করে। এই পরিমাণ দিয়ে আপনি মাত্র ৩ মাস চিকিৎসা করতে পারবেন। এর বেশি নয়।