![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"একটি শিশুও পথে থাকবে না" বলেছেন আমাদের প্রধানমন্ত্রী
প্রতিটি পথশিশুর পুনর্বাসন নিশ্চিত করতে মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেছেন, “এ দুই মন্ত্রণালয়কে নির্দেশ দিচ্ছি, একটি শিশুও আবাসন ছাড়া থাকবে না। মানবেতর জীবনযাপন করবে না। ১৬ কোটি মানুষকে খাওয়াতে পারলে, এই শিশুদেরও খাওয়াতে পারব।”
একটি বেসরকারি সংস্থার প্রতিবেদনে ‘৩৪ লাখ শিশুর রাস্তায় ঘুরে বেড়ানোর’ তথ্য এসেছে জানিয়ে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
আপনাদের ধারনা কি প্রধানমন্ত্রীর এই নির্দেশ কার্যকারীত হবে?
নাকী নির্দেশ, নির্দেশের নিচে দামা চাপায় মৃত্যু বরণ করবে।
জানী পথের শিশুরা পথেই থাকবে। আর প্রতি বিশ্ব শিশু দিবস এবং শিশু অধিকার সপ্তাহে আমাদের প্রধানমন্ত্রী একি নির্দেশ দিয়ে যাবেন দুই মন্ত্রণালয়কে।
আমাদের প্রধানমন্ত্রী বার বার ভুলে যান আমরা এখন আর আশ্বাসে বা নির্দেশে বিশ্বাসী নই। আমরা এখন কর্মে বিশ্বাসী।
মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে অনুরুধ করছি আশ্বাসে বা নির্দেশে নয় কর্মে প্রমান করুন একটি শিশুও পথে থাকবে না।
৩৪ লাখ পথশিশুকে আট দশটা শিশুর মতো বাচতে নিন।
ওদের আবাসন খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা সহ অন্যান্য সকল মৌলিক অধিকার নিশ্চিত করুন ।
তারপর বুক ফুলিয়ে বলুন হ্যা আমরা একটা পথশিশুকেও আজ আর পথে ফেলে রাখিনি।
দয়া করে তার আগে আর পথশিশুদের অধিকার নিয়ে নির্দেশের নাঠক করবেন না।
১২ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪০
নুর ইসলাম রফিক বলেছেন: যদি বিশ্ব প্রতিশ্রুতি প্রতিযোগিতা হয় আমি নিশ্চিত আমাদের দেশ বিশ্বের মধ্যে প্রথম স্থান দখল করে নেবে।
আর এই স্থান দখল করায় সবচেয়ে বেশী অবদান রাখবেন আমাদের দেশের রাজনৈতিক দলের নেতারা।
যদিও আমাদের মা বাবা অভিবাবকও আমাদের কম প্রতিশ্রুতি দেননা।
প্রতিশ্রুতি শুধু প্রতিশ্রুতি হয়েই থাকে,কভু প্রতিফলন হয়না।
২| ১২ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১৩
সজিব হাওলাদার বলেছেন: খুব ভাল কিন্তু কথা আর কাজে তো কোন মিল পাওয়া যায় না।
১২ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪২
নুর ইসলাম রফিক বলেছেন: কোন দিন পাবেন বলেও মনে হয়না।
কারন রাজনীতিতে শেষ কথা বলে কোন কথা নেই।
কথার পিঠে কথা চালানোই রাজনীতির প্রধান কৌশল।
৩| ১২ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৫
হামিদ আহসান বলেছেন: বাহ .....
১২ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৩
নুর ইসলাম রফিক বলেছেন: বাহ বাহ দেওয়া আর নেয়াই বুঝি বাঙ্গালীর ধর্ম।
৪| ১২ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৬
মোহাম্মদ জামিল বলেছেন: এসব রাজনৈতিক বক্তব্য। পথশিশুদের নিয়ে যারা কাজ করে তাদের প্রতি এ সরকার কেমন তা "মজার স্কুল" এর উদ্যোক্তাদের গ্রেপ্তার, হয়রানি আর নির্যাতন এর মাধ্যমে সুস্পষ্ট।
১২ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৮
নুর ইসলাম রফিক বলেছেন: ভাই এই বিষয়ে আমি কিছু জানিনা। একটু জানালে খুসি হতাম।
আশা করি মন্তব্য করে জানাবেন আমায়।
৫| ১২ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৩
চ্যাং বলেছেন: হেঃ কইছে আর বিঃশ্বাস কইচ্চে!! হালায় বলদা না?
১২ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২১
নুর ইসলাম রফিক বলেছেন: আপনার মন্তব্য ঠিক বুজে উঠতে পারিনি। যদিও বুজে উঠতে পারার মতো ভাষা আপনি ব্যবহার করেননি।
আশা করি সুন্দর ভাষায় পুনরায় আপনার মন্তব্য তুলে ধরবেন।
৬| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:০৮
ঢাকাবাসী বলেছেন: এসব বক্তব্য রাজনৈতিক, এত সব কথা কি শুনতে আছে! ভুলে যেতে হবে! তৃতীয় বিশ্বের নেতাদের অনেক কথাই শ্রেফ কথার কথা।
১২ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:২৮
নুর ইসলাম রফিক বলেছেন: কিন্তু সেটা কি ভুলা সম্ভব, যে এই কথা বলেছেন তিনি তিনি এই দেশের কোন সাধারণ নাগরিক নয়, এই দেশের প্রধানমন্ত্রী।
আশা আশা রাখী প্রতি উত্তর পাবো আপনার থেকে।
৭| ১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩১
ঢাকাবাসী বলেছেন: প্রধানমন্ত্রী সম্পর্কে বেশী মন্তব্য করা বিপজ্জনক। ঐ চেয়ারে বসলে তাঁদের অনেক কথাই বলতে হয় আর প্রধানমন্ত্রীরাই তো বলবেন আমি আপনি তো আর বলব না! প্রধানমন্ত্রী বলেছেন বলেই তো আমরা আলোচনা করছি, সাধারণ নাগরিক বললে তো আমরা আর আলোচনাই করতুম না! ওই লেভেলে মানুষেরা এরকমই কথা বলবেন। গদী বাঁচাতে হবেনা!
১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫০
নুর ইসলাম রফিক বলেছেন: সাধারণ তো আমরা যারা সাধারণ হোটেলে খাওয়া দাওয়া করি আমরা জানী হোটেলে বোয়াল বলে আমাদেরকে পাঙ্গাশ বলে খাওয়ায়।
আমরা জেনে শুনেই বোয়ালের দামে পাঙ্গাশ খাই।
একটু বুদ্ধিমান যারা তারা কিন্তু এই বোয়াল ত্যাগ করেছেন অনেক আগেই।
এখন মলা ডেলা দিয়েই খাবারটা সেরে নেন।
যেহেতু মলা ডেলার দাম কম সেহেতু দোকানির লাভ ও কম।
তাই দোকানি এখন পাঙ্গাশের সাথে বোয়াল মিসিয়েই খাওয়াচ্ছেন খদ্দেরদের।
এই বুদ্দিমানদের দ্বারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন সাধারণ কাস্টমাররা।
আমরা কি ঠিক এই রকম একটুখানী বুদ্ধি খাটিয়ে পথশিশুদের জন্য কিছুটা হলেও সুবিদা আদায় করতে পারিনা।
বলেছেন;-প্রধানমন্ত্রী সম্পর্কে বেশী মন্তব্য করা বিপজ্জনক।
তবে কি আমার গায়ের ছেচরা চুরকে নিয়েই আলোচনা সম্মান জনক?
এবং ফলপসু।
৮| ১৩ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮
জাহিদ মজুমদার বলেছেন: ১৬ কোটি মানুষকে তাহলে প্রধানমন্ত্রীই খাওয়ান?
১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:০০
নুর ইসলাম রফিক বলেছেন: আমি বলিনি মাননীয় প্রধানমন্ত্রী বলেয়েন ভায়া।
৯| ১৪ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯
মামুন ইসলাম বলেছেন: হুম কি বলবো মাথায় ধরতেছে না ।
১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:০৮
নুর ইসলাম রফিক বলেছেন: আশ্বাসে আশ্বাসে তো মাথায় পচন ধরেছে।
আর কতো সইবে বলুন?
১০| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:২৮
কেএসরথি বলেছেন: এসব কথা বলতে হয়, তাই বলা হয়। আর কিছুই না।
ঠিক যেমন মেহমানকে বিদায় দেবার সময় আমরা বলি "অনেক কষ্ট করে আসলেন, আবার আসবেন"।
অনেকটাই তাই।
১৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৯
নুর ইসলাম রফিক বলেছেন: মেহমান আর পথশিশু নিশ্চয়ই একনয় সেটা আপনি অনুভব করতে পারছেন।
এটা নিশ্চয়ই জানেন মেহমানের বেলা ফর্মালিটি বজায় রাখতে হয়,পথ শিশুর বেলায় নয়।
©somewhere in net ltd.
১|
১২ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০২
বিদ্রোহী ভৃগু বলেছেন: স্বপ্ন যখন দেখে দেখায় মজা লাগে
স্বপ্ন যখন ভাঙ্গে দু: লাগে বহুগুন বেশি!
রাজনৈতিক ওয়াদা এর আগেও বাঙালী শুনেছে! আর হতে দেখেছে উল্টোটা!
তবে স্বপ্নটা সত্যি হওয়া জরুরী। আর কথার চেয়ে কাজে করে দেখীয়ে বললেই বরং তা বেশি গ্রহনযোগ্য হয়।