![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বই পড়তে আমার খুব খুব ভাল লাগে।
কিন্তু নতুন বই কেনার সামর্থ আমার নেই বললেই চলে।
আমার ঘরে অনেক গুলি বই আছে কিন্তু অনেক পুরাতন।
ঘুরে ফিরে সেই পুরাতন বই-ই একের অধিক বার পড়তে হয় আমাকে।
তবে আগে মাঝে মাঝে কিছু টাকা পেলে পুরাতন বইর দোকান থেকে
অল্প দামে অনেক গুলি বই কিনে আনতাম,।
আর এতেই আমি অনেক সুখ অনুভব হতো।
বই গুলি পুরাতন হলেও কিন্তু লেখা গুলি আমার কাছে একদম নতুন থাকতো।
কারন এই বই গুলি আমার আগে কোন দিন-ই পড়া হয়নি।
কিন্তু কয়েকটা বছর ধরে আমার পুরাতন বই-ই আর কেনার সামর্থ হয়নি।
তাই কয়েক বছর ধরে আর পুরাতন বই কিনে নতুন ভাবে পাঠ করা হয়না।
ইস আমি যদি কোন একদিন এক সাথে অনেক গুলি টাকা পেয়ে যেতাম
তবে অনেক গুলি বই কিনে নিতাম।
আর আমার মতো সামর্থহীন বই প্রেমিদের হাতে নতুন বই তুলে দিতাম।
২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৭
নুর ইসলাম রফিক বলেছেন: শুক্রবার ছাড়া আমার কোন সুযোগ নেই।
আর এই দিনটাই ছুটির দিন।
সেটা যে শুধু আমার তা কিন্তু নয় লাইব্রেরীরও।
২| ২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: সামুতে অনেক মানসম্পন্ন লেখক লেখিকা আছেন। গল্প কবিতা ফিচার সহ সাহিত্যের প্রায় প্রতিটি ক্যাটাগরিতেই এখানে লেখা পাবেন। সামুতে যখন আছে। পড়ার ইচ্ছেরা পূর্ণতা পাবে আশা করি। পড়াটাই তো মোদ্দা কথা। ছাপার কালি কাগজে না হোক।
তাছাড়া অনলাইনে আপনি এক্টিভ আছেন। এ সমস্যাতো আপনার হবার কথা না। ডাউনলোড করেন না কেনো? অল্পেতেই হয়ে যায় তো।
২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৭
নুর ইসলাম রফিক বলেছেন: আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ঠিক বলেছেন সামুতে অনেক মানসম্পন্ন লেখক লেখিকা আছেন। তাই তো সামুর সাথে এতোটা দিন আমি আপন ভাই (যদিও আমার আপন কোন ভাই নেই) সাথে থাকার মতো আছি এবং মৃত্যু অবধি থাকার প্রয়াস।
একটা কথা না বললেই নয় যে সামুতে কিন্তু খ্যতিমান লেখকদের লেখা পাওয়া যায়না বা পোষ্ট হয়না।
গরিবের প্রতিদিন পান্তা ভাত, মরিছ মাথা ভাত, নিরামিষ ভাত খেতে ভাল লাগার কথা না সেটা নিশ্চয়ই আপনার ধারনার বাহিরে নয়।
মাঝে মাঝে আমিষ খাওয়ার খুব ইচ্ছে জাগে।যদিও সামর্থ হয়না।
আপনি বলেছেন- তাছাড়া অনলাইনে আপনি একটিভ আছেন।
হ্যা একথা সত্য যে আমি দিনের অধিকাংশ সময়-ই অনলাইনে থাকি।
আর সেই কারনেই অনেক খাতিমান লেখদের লেখা আমি ফিডিএফ আকারে ডাউনলোড করে পড়ে নিতে পারি।
কিন্তু ফিডিএফে সব লেখন্দের লেখা পাওয়া যায়না।
আর আমি যেই প্লেসে বসে কম্পিউটার ব্যাবহার করি সেই প্লেইস মোটেও পড়া লেখার করার উপযুক্ত স্থান নয়।
আমি একটা ব্যস্ততম বাণিজ্যিক জায়গায়তেই দিনের অধিকাংশ সময় পার করি কঠিন ব্যস্ততা আর পেরেসানের মাঝে এই কম্পিউটারের সাথে।
এর মাঝে সময় বের করা আমার জন্য অনেক কঠিন তবুও কিছুটা সময় বের করে সামু বা অন্যান্নতে পড়া লেখা করি।
হয়তো আপনি এখন ভাবছেন আমি মোবাইলে ফিডিএফ ফাইল ডাউনলোড করে নিয়েও পড়তে পারি।
হাহাহাহাহা আমার কোন দামি মোবাইল নেই যে ফিডিএফ ফাইল পড়ার উপযুক্ত।
আবারো আপনাকে ধন্যবাদ জনাব--দিশেহারা রাজপুত্র
৩| ৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৮
সুলতানা সালমা বলেছেন: যে বই পড়তে চান সে বইয়ের pdf file নামিয়ে নিলেই ত হ্য়।
৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৪
নুর ইসলাম রফিক বলেছেন: ক্ষমা করবেন সময় সল্পতার জন্য উপরের মন্তব্য থেকে কপি করে আপনার প্রতি উত্তর দিলাম।
বলেছেন: আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ঠিক বলেছেন সামুতে অনেক মানসম্পন্ন লেখক লেখিকা আছেন। তাই তো সামুর সাথে এতোটা দিন আমি আপন ভাই (যদিও আমার আপন কোন ভাই নেই) সাথে থাকার মতো আছি এবং মৃত্যু অবধি থাকার প্রয়াস।
একটা কথা না বললেই নয় যে সামুতে কিন্তু খ্যতিমান লেখকদের লেখা পাওয়া যায়না বা পোষ্ট হয়না।
গরিবের প্রতিদিন পান্তা ভাত, মরিছ মাথা ভাত, নিরামিষ ভাত খেতে ভাল লাগার কথা না সেটা নিশ্চয়ই আপনার ধারনার বাহিরে নয়।
মাঝে মাঝে আমিষ খাওয়ার খুব ইচ্ছে জাগে।যদিও সামর্থ হয়না।
আপনি বলেছেন- তাছাড়া অনলাইনে আপনি একটিভ আছেন।
হ্যা একথা সত্য যে আমি দিনের অধিকাংশ সময়-ই অনলাইনে থাকি।
আর সেই কারনেই অনেক খাতিমান লেখদের লেখা আমি ফিডিএফ আকারে ডাউনলোড করে পড়ে নিতে পারি।
কিন্তু ফিডিএফে সব লেখন্দের লেখা পাওয়া যায়না।
আর আমি যেই প্লেসে বসে কম্পিউটার ব্যাবহার করি সেই প্লেইস মোটেও পড়া লেখার করার উপযুক্ত স্থান নয়।
আমি একটা ব্যস্ততম বাণিজ্যিক জায়গায়তেই দিনের অধিকাংশ সময় পার করি কঠিন ব্যস্ততা আর পেরেসানের মাঝে এই কম্পিউটারের সাথে।
এর মাঝে সময় বের করা আমার জন্য অনেক কঠিন তবুও কিছুটা সময় বের করে সামু বা অন্যান্নতে পড়া লেখা করি।
হয়তো আপনি এখন ভাবছেন আমি মোবাইলে ফিডিএফ ফাইল ডাউনলোড করে নিয়েও পড়তে পারি।
হাহাহাহাহা আমার কোন দামি মোবাইল নেই যে ফিডিএফ ফাইল পড়ার উপযুক্ত।
আবারো আপনাকে ধন্যবাদ জনাব--দিশেহারা রাজপুত্র
©somewhere in net ltd.
১|
২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫১
চাঁদগাজী বলেছেন:
পড়তে চাইলে বইয়ের অভাব নেই, লাইব্রেরীতে যান।