নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"সুরঞ্জনা\"সোনার খাঁচায় বন্দী যে জন -প্রেমিক মাতাল [email protected]

নুর ইসলাম রফিক

প্রেমিক মাতাল

নুর ইসলাম রফিক › বিস্তারিত পোস্টঃ

ভবঘুরে পাখি তুমি কতো ডালেই গড় নব্য নতুন নীড়

১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১৮


ভবঘুরে পাখি তুমি কতো ডালেই গড় নব্য নতুন নীড়
এক নীড় ভেঙ্গে অন্য নীড় গড়ে নিজেকেই নিজে বলো বীর।
চক্ষু লজ্জা, আর লোকের অপবাদের ধারধারি নও তুমি
আমি নগন্য, অর্থ শূন্য আমার মুল্য কি দেবে আর তুমি?

শক্ত পোক্ত ডাল তুমি অপব্যবহারে করো নিছক দুর্বল
দুর্বল অপবাদ দিয়ে খোজ আবার তুমি গোড়ায় দেখে বল।
বিবেক ভুলে, মানবতা পা পিষ্ট করে খোজ নতুন কৌশল
আমি নিছক দুর্বল, আমাকে ভাঙ্গতে লাগে কি আর কোন কৌশল?

বিস্তৃত ডানা তোমার মেলে ধরো সমস্ত প্রান্তর জুরে
তোমার ডানার মাতাল হাওয়ায় আগাছা যায় ঝরে।
হায়না তুমি, সবল ডালপাল আর বৃক্ষরাজির দেশে
আমি কবেই ভেঙ্গে আগাছা হয়েছি, আগাছায় কি আর নতুন নীড়ের স্বপ্ন দেখে?

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২২

শাহরিয়ার কবীর বলেছেন:
এক নীড় ভেঙ্গে অন্য নীড় গড়ে নিজেকেই নিজে বলো বীর।
ভাল লাগা রেখে গেলাম।
ধন্যবাদ ভাই

১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২৬

নুর ইসলাম রফিক বলেছেন: আপনার মন্তব্য ও ভাল লাগার জন্য ধন্যবাদ।
কিন্তু শুধু ভাল লাগা নয় ভালবাসাও চাই জনাব শাহরিয়ার কবীর ।

২| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২৩

বিজন রয় বলেছেন: আমি কবেই ভেঙ্গে আগাছা হয়েছি, আগাছায় কি আর নতুন নীড়ের স্বপ্ন দেখে?

বার বার নীড় পাল্টানো ভাল না।

১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২৭

নুর ইসলাম রফিক বলেছেন: কেউ কেউ নতুনত্বের স্বাদ খোজে বার বার নীড় পাল্টে।
আমি তাদের সমালোচক।
ধন্যবাদ আপনার মতামতের জন্য।

৩| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৩৫

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: এই সব নীল পাখিদের খপ্পরে পড়ে ভেঙ্গেছে কত সুশীল হৃদয় যারা এখন মাথা পেত নিয়েছে অনাকঙ্খিত নীল পরাজয়।। ধন্যবাদ কবি এত সুন্দর মনোরম কবিতা উপহার দেয়ার জন্য।।। বিঃ দ্রঃ পক্ত- পোক্ত ।

১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৪৬

নুর ইসলাম রফিক বলেছেন: আপনাকে সবার আগে ধন্যবাদ ভুলটা শুধরে দেওয়ার জন্য জনাব ডাঃ প্রকাশ চন্দ্র রায় ।

৪| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৩৭

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: আমি মুক্ত বিহঙ্গ, ঘরের টান আমাকে বাঁধে না।
প্রয়োজনে আমিই বাঁধি ঘর।
নিজ হাতে ভাঙ্গি পুরনোকে, নিজ হাতেই গড়ি নতুন।

১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৫৬

নুর ইসলাম রফিক বলেছেন: বাল্য কালের পড়াটা মনে পরে গেল আপনার নিক দেখে।
স্বাধীনতার সুখ
বাবুই পাখিরে ডাকি বলিছে চড়ুই,
কুঁড়েঘরে থেকে করো শিল্পের বড়াই।
আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে,
তুমি কত কষ্ট পাও রোদ-বৃষ্টি-ঝড়ে’
কবি রজনী কান্ত সেনের এই অমর কবিতাটি

স্বাধীনতা, স্বাধীন ব্যক্তির জন্য সুখ হলেও ২য় ব্যক্তির জন্য অসুখ।

৫| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৪৪

ডঃ এম এ আলী বলেছেন: ভালই লিখেছেন । কিন্ত সত্যি কথাটি হলো, যে ডালে পাখী নীর বাধে সে ডালটিই তো তার অায়ু শেষে ঝড়ে পরে । তখন কি করবে নিরোপায় পাখী । ভবগোরে তাকে হতেই হবে প্রকৃতির অমোঘ নিয়মে । কিন্তু এতেই যে তার আনন্দ , এতেই যে তার সুখ, এতেই যে তার সৃষ্টি সুখের উল্লাস । তাইতো উপমহাদেশের অমর কন্ঠশিল্পী মো: রফি যেমন গেয়েছিলেন 'ওকে আজ গাইতে দাও ওর বুকে তীর মেরুনা" । তেমনি ভাবে আমারো গাইতে ইছ্ছে করে ভবগোরে পাখীটিকে নতুন নীর বাধতে দাও, ওর বুকে আঘাতের তীর হেনোনা ।

১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:০১

নুর ইসলাম রফিক বলেছেন: একটা পাখির চেয়ে একটা ডালের আয়ু সাধারন তো বেশী থাকে।
পাখি সত্যি ভালবেসে ডালে বাসা বুনে ঝড় তুফানে বাসা ভেঙ্গে গেলে সে আবার ঐ ডালেই নতুন ঘর তৈরি করে।
আর যদি ডালটা অকালেই ভেঙ্গে যায় তবে পাখি ভবঘুরে হয়ে যায়।

৬| ২৪ শে মার্চ, ২০১৬ রাত ৮:৪২

উদাসী স্বপ্ন বলেছেন: চক্ষু লজ্জা, আর লোকের অপবাদের ধারধারি নও তুমি

ভবঘুরে পাখির উপমার প্রেক্ষিতে এই লাইনটা কি খাটে?

২৪ শে মার্চ, ২০১৬ রাত ৮:৫৮

নুর ইসলাম রফিক বলেছেন: ধন্যবাদ জনাব উদাসী স্বপ্ন খুব গুরুত্বপুন্য একটা ভুল ধরিয়ে দেওয়ার জন্য।

সর্বদা আপনার মঙ্গল কামনা করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.