নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"সুরঞ্জনা\"সোনার খাঁচায় বন্দী যে জন -প্রেমিক মাতাল [email protected]

নুর ইসলাম রফিক

প্রেমিক মাতাল

নুর ইসলাম রফিক › বিস্তারিত পোস্টঃ

ভুলে যাওয়াটা আমাদের জাতিগত সমস্যা

২০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০০

জানী সবাই ভুলে গেছেন তাই সবাইকে মনে করিয়ে দিচ্ছি একজন মানুষের কথা। যাকে কে বা কারা কুমিল্লার ময়নামতি ক্যান্টমেন্টে ধর্ষণ করে হত্যা করেছে। যদিও মেয়েটার লাশ কবর থেকে তুলে পুনরায় তদন্ত কমিটি বলেছে মেয়েটিকে ধর্ষণ করা হয়নি।
জানী তো এখন ঠিকি মনে পরেছে আপনাদের। মনে তো পরবেই কারন আমরা সব সময়ই ভুলে গিয়ে আবার মনে করি বলেই আমরা বাংলাদেশী বলে মনে পরে মাঝে মধ্যে। না হয় কবেই ভুলে যেতাম যে আমরা বাংলাদেশী। যদিও আমরা বাংলাদেশী মনে পরার অনেক গুলি কারন আছে। যেমন ২১শে ফেব্রুয়ারী, ২৬শে মার্চ, পহেলা বৈশাখ, ১৬ই ডিসেম্বর ইত্যাদি ইত্যাদি।

এই যে কদিন আগেই "তনু হত্যার বিচার চাই" ও "আমরা তনুর বোন তনুর ভাই, তনু হত্যার বিচার চাই" শ্লগান দিয়ে গলা ফাটিয়ে চৈত্রের ফাটা মাটের মতো করে আমাদের গলাকে ফাটিয়ে দিয়েছিলাম। কিন্তু বৈশাখের বৃষ্টির পরশ পেয়ে যেমন মাটি চৈত্রের খড়ার কথা ভুলে যায় আমরাও তেমনি নববর্ষের আনন্দে মাতোয়ারা হয়ে ভুলে গেছি তনুকে, ভুলে গেছি "আমরা তনুর বোন তনুর ভাই, তনু হত্যার বিচার চাই"।
আরে ভাই মাথা চাপরে লাভ নাই । কারন এটা তো আপনার একার দোষ নয়, এটা আমাদের জাতিগত সমস্যা।

এখনো আইন শৃংখলা বাহিনী তনু হত্যার আসামি ধরতে পারেনি। আরে পারবেন কি করে? উনারা তো আসামী সনাক্তও করতে পারেননি। আর সনাক্ত করতে পারবেন কি করেই বা? উনারা তো এখনও তনু হত্যার কারনও জানতে পারেননি। আর কারন জানতে পারবেন কি করেই বা, উনারাও তো আমাদেরই জাতি। তাই হয়তো উনারাও ভুলে গেছেন। কারন ভুলে যাওয়া তো আমাদের জাতিগত সমস্যা।

আমরা আর কতো ভুলে গেলে ভুলে যাওয়া জাতির অপবাদ থেকে মুক্তি পাবো।
কেউ কি বলতে পারেন?

"তনু হত্যার বিচার চাই" আন্দলনের সময় অনেকেই আমাদেরকে বলেছিলেন ভাই এতো চিল্লায়া লাভ নাই। তনু হত্যার বিচার পাইবেননা। বহুত তো চিল্লাইলেন অতিতে কোন বিচার কি পাইলেন? কোন লাভ কি হইলো চিল্লায়া?

তখন তো ঠিকি আমরা তাদের কথা প্রতিবাদ করে বলেছিলাম- আমরা আপনাদের মতো চুড়ি পরে ঘরে বসে থাকবোনা। তনু হত্যার বিচার না পাওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবোনা। আমরা আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব আমরা বীরের জাতি।
কই এখন আমরা কি কথা রাখতে পেরেছি। না পারিনি। পারিনি বলে যে আমাদের লজ্জা বোধ হচ্ছে তা কিন্তু না। কারন আমাদের লজ্জা বোধটা এতো দুর্বলনা যে টুংক বিষয় নিয়েও আমরা লজ্জা পাবো। আমরা লজ্জা পাইনি অতিতেও। তবে মাঝে মাঝে অহংকারে বুকের পাজর টুকরা টুকরা করে ফেলি।

আজ প্রথম আলো'য় একটা সংবাদ দেখলাম 'এটি পরিকল্পিত হত্যা, জরিত তিন-চারজন"। তনুর পরনে থাকা কাপড়ের ডিএনএ টেস্ট করে তিনজনের আঙুলের ছাপ পাওয়া গেছে।
বাহ বাহ ধারুন সংবাদ এটা। তনু হত্যার ১মাস এর মধ্যে আমাদের আইন শৃংখলা বাহিনী তনুর হত্যাকারী তিনজন বলে জেনেছেন।
কই আপনারা? আইন শৃংখলা বাহিনীর এক মাসের কর্মের এই সুফলে গর্বে অহংকারে বুকের পাজর টুকরা টুকরা করবেননা। আসেন আসেন আমি আপনাদের অপক্ষায় দাঁড়িয়ে আছি।
লংমার্চ করবেননা।
শাহবাগে মিষ্টি বিতরণ করবেননা।

মিষ্টি বিতরণ করলে আমাদেরকেও দাওয়াত দেবেন কিন্তু। আমরা মানে যারা তনু হত্যার বিচার চেয়ে কম্পিউটারের কি-বোর্ড চাপতে চাপতে হাতের দশ আগুল মাংস শূন্য করে ফেলেছি। অহে উনাদেরকেও দাওয়াত দেবেন যারা পত্রিকায় তনু হত্যার বিচার চেয়ে কলাম লিখে অনেক টাকা কামিয়েছেন। ভুলেই গিয়েছিলাম উনাদেরকেও দাওয়াত দেবেন যারা টিভিতে টক শো করেও বহুত টাকা কামিয়েছেন। আরো অনেকেরই অবদান আছে। আমার এই মুহূর্তে মনে পরছেনা উনাদেরকে। আপনারা কষ্ট করে মনে করে নিয়ে উনাদেরকেও দাওয়াত দেবেন কিন্তু।
এই সাফল্যতা আইন শৃংখলা বাহিনীর একার নয় কিন্তু আমার আপনার সবার। তাই শাহবাগে মিষ্টি বিতরণ কালে আমাদেরকে দাওয়াত না দিলে, আমরা কিন্তু আপনাদের বিরোদ্ধে আবার কম্পিটারের কি-বোর্ড চাপা শুরু করে দেব। কথাটা মনে থাকে যেন।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৫

বিজন রয় বলেছেন: ভুলে যাওয়া ভাল নয়।

২০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৮

নুর ইসলাম রফিক বলেছেন: ভুলের ফল শুভ নয়।

২| ২০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৯

মঞ্জু রানী সরকার বলেছেন: দায়িত্ব এড়িয়ে যাবার ভাল পন্থা

২০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৬

নুর ইসলাম রফিক বলেছেন: জনাবা মঞ্জু রানী সরকার- আপনি কি আমাকে বলছেন?

৩| ২০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৩

শামছুল ইসলাম বলেছেন: ভাল বলেছেন।

কিন্তু লাভ কি কিছু হবে?
আবারও তো ভুলে যাব !!!!

ভাল থাকুন। সবসময়।


২০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৮

নুর ইসলাম রফিক বলেছেন: এ যে আমার দোষ নয় আমাদের জাতিগত সমস্যা।

ধন্যবাদ আপনিও ভাল থাকবে।

৪| ২০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৫

নতুন বলেছেন: ভাই আমিও চাই তনু হত্যার বিচার হোক এবং দোষীর সবোচ্চ` সাজা হোক।

কিন্তু ধষ`ন হয়েছে আপনি কিভাবে জানলেন? ( শুনেছেন ? )

তনুকে দুরে হত্যা করে বাড়ীর কাছে কি কখনো খুনি ফেলতে আসবে? নাকি যেখানে তার ধরা পরার সম্ভবনা নেই শেখানে লাশ ফেলবে?

তাকে হয়তো তার পরিচিত কেউই হত্যা করেছে।

২০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১২

নুর ইসলাম রফিক বলেছেন: আপনই বলেছেন- তাকে হয়তো তার পরিচিত কেউই হত্যা করেছে।

বাহ আপনার ধারনা শক্তি তো আমাদের আইন শৃংখলা বাহিনীর থেকেও মজবুদ।

যা এক মাসেও আইন শৃংখলা বাহিনী শত শত পরিক্ষা নিরীক্ষা করেও ধারনা করতে পারেননি তা আপনই আপনার ধারনা শক্তি দিয়েই করে ফেললেন।

নিশ্চয়ই আপনার ধারনা শক্তি প্রসংশার যোগ্য।

৫| ২০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২২

আনিসুর র বলেছেন: আমি এদের কাছে বিচার চাইনা. কারন আমি যানি পাবনা। কারন এরা আমাদের সরকারই না । ক্ষমতা লোভ।ী

২০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৩

নুর ইসলাম রফিক বলেছেন: তবে আপনই কার কাছে বিচার চাইবেন সেটা তো বলে যাবেন জনাব আনিসুর র ভাই।

৬| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৮

বেদের ছেলে মফিজ মিয়া বলেছেন: গরমে খাসিতে পরিণত হলো রাজারবাগের তিন কুকুর !
প্রচন্ড গরমে এবার খাসিতে পরিণত হলো একই পরিবারের তিনটি কুকুর। রাজধানীর রাজারবাগে মির্জা আব্বাসের বাড়ির সামনে এই বিস্ময়কর ঘটনাটি ঘটেছে। উৎসুক জনতার ভীড় সামল‍াতে খাসি তিনটিকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।



জানা যায়, দীর্ঘদিন যাবৎ কুকুর তিনটি ওই এলাকায়ই বসবাস করছিলো। এরমধ্যে ছিলো একজন ছিলো মহিলা কুকুর। আর দুজন ছিলো তার দুই সন্তান, পুরুষ কুকুর। প্রতিদিনকার মত আজ সকালেও তার‍া রোদ পোহাতে এলাকার একটি কনফেকশনারী দোকানের সামনে গিয়ে বসে। বিশ্রাম নিতে নিতে একসময় তারা ঘুমিয়ে যায়। ঘুমের মধ্যেই তাদের দেহের আবরণ বদলাতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই বদলে যায় পুরো দৃশ্য। রোদের উত্তাপে খাসিতে পরিণত হয় কুকুর তিনটি !


খাসির হবার পর পুলিশের হেফাজতে তিন কুকুর


এসময় ভয় পেয়ে আশেপাশের লোকজন চিৎকার চেচামেচি শুরু করলে খাসি তিনটির ঘুম ভেঙ্গে যায়। এবং একে অপরকে অবাক হয়ে দেখতে থাকে।

শেষখবর পাওয়া পর্যন্ত বিবিসি, সিএনএন ও রয়টার্স থেকে তিনজন সাংবাদিকসহ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ইতিমধ্যেই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন খাসি তিনটিকে নেড়েচেড়ে দেখার জন্য। - প্রথম আলু

২১ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১১

নুর ইসলাম রফিক বলেছেন: ফালতু খবর কোথায় পান?
নাকী নিজেরাই সৃষ্টি করেন?

আশা পকরি পরবর্তীতে লেখার তারতম্ম বজায় রেখে মন্তব্য করবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.