![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই প্লাটফর্মে সু-শিক্ষিত দক্ষ অভিজ্ঞ লেখকদের ভীড়ে আমাকে খুব বেমানান মনে হয়।
আমি শিক্ষিত নই। সু-শিক্ষা তো অনেক দূরের ব্যপার।
যার মাঝে শিক্ষাই নেই তার মাঝে কিভাবে দক্ষতা ও অভিজ্ঞতার জন্ম হয়।
এখানে প্রায় সবাই প্রবীণ লেখক। সবাই আমার শ্রদ্ধার সম্পূর্ণ উপযুক্ত।
তাই আমার ভয় হয় যদি আমার অনাভিজ্ঞ অদক্ষ লিখনিতে আপনাদের মর্যাদার হানি ঘটে।
তাই অনেক কিছু লিখার ইচ্ছা থাকা সত্ত্বেও লিখতে পারিনা।
হয়তো এই প্লাটফর্মে আমাকে লেখক নয় পাঠক রুপেই থেকে যেতে হবে সারাটা জীবন সু-শিক্ষিত দক্ষ অভিজ্ঞ প্রবীণ ব্লগারদের ভিড়ে।
কারন আমি তো আর কোন দিন দক্ষ ও অভিজ্ঞ হতে পারবনা।
কারন আমার তো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই।
যার মাঝে শিক্ষাই নেই তার মাঝে কিভাবে দক্ষতা ও অভিজ্ঞতার জন্ম হয়।
আমি জানি শিক্ষাই জাতির বিবেককে জাগ্রত করে। যার নাকি শিক্ষা নেই তার নাকি বিবেকও নেই।
আমার তো শিক্ষা নেই তাই মনে হয় আমার বিবেকও নেই।
যার বিবেক নেই তার কি আর বিবেক জাগ্রত হয়।
তাই হয়তো আর আমাকে লেখক নয় পাঠক হয়েই ফ্লাটফর্মে থেকে যেতে হবে।
কারন বিবেকহীন তো আর লেখক হওয়া যায়না।
মাঝে মাঝে আমার এই অশিক্ষিত হওয়া নিয়েও কিন্তু আমার অনেক অহংকার হয়।
কারন অশিক্ষিতরা যেমন লেখক হতে পারেননা, ঠিক তেমন দুর্নীতিবাজও হতে পারেননা। কারন দুর্নীতি করতে হলে বড় বড় সার্টিফিকেটধারী শিক্ষিত হয়ে সরকারী বড় বড় চাকরী করতে হয়। আর না হয় এমপি মন্ত্রী মেয়র কমিশনার হতে হয়। আর এই বড় বড় চাকরিজীবী এমপি মন্ত্রী মেয়র কমিশনাররা কিন্তু শিক্ষিতই। তাই উনারা দুর্নীতি করে দুর্নীতিবাজ হতে পারেন আমার মতো মূর্খরা দুর্নীতিবাজ হতে পারেনা।
তাই তো আমি অশিক্ষিত বলে মাঝে মাঝে আমার খুব অহংকার হয়।
আরো একটা অহংকার আছে আমার আমি মূর্খ বলে।
শুনেছি অনেকেই প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে সু-শিক্ষিত না হয়ে কু-শিক্ষিত হয়ে যান।
কারা সেই কু-শিক্ষিত আপনাদেরকে তো আর আমার খোলে বলা লাগবেনা। কারন এখানে সবাই সু-শিক্ষিত। তাই খুব সহজেই কু-শিক্ষিতদের চিনে নিতে পারেন।
মাঝে মাঝে আমার এই মূর্খতার জন্য খুব খুব লজ্জা হয়।
আমার পোশাক আশাক চলন বলন কথার ধরনে অনেক শিক্ষিতিরাই বুঝে যান আমি মূর্খ।
তাই আমাকে তুই তুকার করে কথা বলেন।
ঠিক তখনি আমি উনাদেরকে আপনি করে বলে কথা বলে মনে মনে আবার অহংকার করি এই বলে যে আমি মূর্খ হলেও উনাদের মতো বেয়াদপ নই।
যাই হোক আমি আমার মুল কথায় আসি।
আমি লেখক না হতে পারলেও পাঠক হিসেবে এই প্লাটফর্মে থেকে যাবো মৃত্যু অবধি আপনাদেরদের ভালবাসা, চক্ষু ও অন্তরের আড়ালে থেকেও। সবার জন্য অনেক অনেক শুভ কামনা।
আমার জন্য সবাই দো'আ করবেন শিক্ষিত, অভিজ্ঞ দক্ষ না হতে পারলেও যেন মানুষ হতে পারি। দু-হাত দু-পায়ের মানুষ নয় বিবেক আবেগ আর মানুষত্ব্যবোধের মানুষ।
০৭ ই মে, ২০১৬ বিকাল ৪:২৮
নুর ইসলাম রফিক বলেছেন: জি এমনটাই।
২| ০৭ ই মে, ২০১৬ বিকাল ৪:১৩
Chiranjit Biswas বলেছেন: শিক্ষাই জাতির বিবেককে জাগ্রত করে। If you want to know more, just visit the link below: Prothom alo
০৭ ই মে, ২০১৬ বিকাল ৪:২৯
নুর ইসলাম রফিক বলেছেন: নিশ্চয়ই দেখছি।
০৭ ই মে, ২০১৬ বিকাল ৪:৫৯
নুর ইসলাম রফিক বলেছেন: আপনার প্রথম আলো লেখা লিংকে গিয়ে "শিক্ষাই জাতির বিবেককে জাগ্রত করে" শিরোনামের কোন লেখা খোজে পেলেমনা ।
৩| ০৭ ই মে, ২০১৬ বিকাল ৪:২৯
নুর ইসলাম রফিক বলেছেন: নিশ্চয়ই দেখছি।
৪| ০৭ ই মে, ২০১৬ বিকাল ৪:৩২
সোজোন বাদিয়া বলেছেন: 'অশিক্ষা' এবং 'মূর্খতা' নিয়ে অহঙ্কারের কিছু নেই। যদি শব্দগুলোকে আপনি বাঁকাভাবে ব্যবহার করে থাকেন তাহলে ভিন্ন কথা। আমি মনে করি শিক্ষিত হওয়ার প্রথম শর্ত হলো সহজ কথা সহজভাবে বলার সৎসাহস অর্জন করা। আর অবশ্যই, 'শিক্ষা' মানে শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং সনদপত্র আহরণ বোঝায় না। ভাল থাকুন।
০৭ ই মে, ২০১৬ বিকাল ৪:৪৪
নুর ইসলাম রফিক বলেছেন: আপনি কি কখনো দেখেছেন কোন কিছুতে যোগ্যতা প্রাতিষ্ঠানিক শিক্ষা না চেয়ে বিবেক আবেক ও মানবিক যোগ্যতার কথা উল্লেখ্য করেছে।
নিশ্চয়ই করেনিনি।
তবে কিভাবে আপনি বলবেন- 'শিক্ষা' মানে শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং সনদপত্র আহরণ বোঝায় না।
যে শিক্ষার (প্রাতিষ্ঠানিক শিক্ষা বিহীন শিক্ষা) মূল্য বা মূল্যায়ন নেই তাকে কোন যুক্তিতে আপনি শিক্ষা বলবেন?
©somewhere in net ltd.
১|
০৭ ই মে, ২০১৬ বিকাল ৪:১০
Chiranjit Biswas বলেছেন: দু-হাত দু-পায়ের মানুষ নয় বিবেক আবেগ আর মানুষত্ব্যবোধের মানুষ।