![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘ইফতারীতে শুধু মুড়ি আর পানি, মাগরিবের নামাজের পর সবজি দিয়ে ভাত। আর ভোর রাতে সবজি বা ডাল-আলু ভর্তা।’ এভাবেই চলছে বাঘার সরেরহাট গ্রামের এতিমখানার শিশুদের রমজান মাস।
রাজশাহী শহর থেকে ৪৫ কিলোমিটার পূর্বে পদ্মা নদীর তীর ঘেঁষে বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের সরেরহাট গ্রাম। এ গ্রামে গড়ে উঠেছে ছোট্ট একটি এতিম খানা। নাম দেয়া হয়েছে ‘সরেরহাট কল্যাণী শিশু সদন।’ বর্তমানে এই সদনে এতিমের সংখ্যা ১৬৯ জন। এর মধ্যে ছেলে ১১৮ জন ও মেয়ে ৫১ জন।
সরেজমিনে গিয়ে জানা যায়, মুক্তিযোদ্ধা শামসুদ্দিন ওরফে ডা: শমেস ১২ শতাংশ জমি ক্রয় করে চালু করেন এতিম খানাটি। আয় বলতে তার স্ত্রী মেহেরুন্নেসার সেলাই কাজ ও শমেস ডাক্তারের চিকিত্সা থেকে আসা সামান্য কিছু অর্থ। আশ্রয়হীনদের আশ্রয়ের ব্যবস্থা করতে গিয়ে শেষ পর্যন্ত তিনি বাড়ির ভিটা বিক্রি করে নিজেই পরিবার নিয়ে গৃহহীন হয়ে পড়েছেন। শেষ পর্যন্ত স্ত্রী-সন্তানদের নিয়ে ওঠেছেন এতিমখানায়। স্ত্রী মেহেরুন্নেসা একদিকে এতিম শিশুদের দেখা শুনা করেন অন্যদিকে তাদের জন্য রান্নার কাজও করেন।
বর্তমানে ১৬৯ জন এতিম শিশুসহ তারা স্বামী-স্ত্রী দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে সবাই এক সাথে দিন কাটান। তাদের নিজেদের আয় ও সাহায্য হিসেবে যা পান তা দিয়ে ৬ মাস চলে। আর বাকি ছয় মাস কারিতাসের দেয়া অর্থে কোন রকমে পরিচালনা করেন এতিমখানাটি। এতিম খানার পরিচালক ডা: শামসুদ্দিন বলেন, ‘চলতি রমজান মাসে কত মানুষই তো কত ভালো ভালো খাবার ও জামা-কাপড় কিনছেন। কিন্তু তিনি এখন পর্যন্ত এতিমদের জন্য কিছুই কিনতে পারেন নি।
দৈনিক ইত্তেফাকঃ বাঘা (রাজশাহী) সংবাদদাতা,১১ জুন, ২০১৬ ইং।
২২ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৯
নুর ইসলাম রফিক বলেছেন: আমি এগিয়ে এসেছি আমার বিবেকের তারনায় আপনিও এগিয়ে আসুন।
এগিয়ে আনুন আপনার পরিচিত পরিজন ভাই বন্ধু সবাইকে।
২| ২২ শে জুন, ২০১৬ বিকাল ৫:৫৩
জাহান আমি বলেছেন: সাহায্য করতে চাই।
২২ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১২
নুর ইসলাম রফিক বলেছেন: দৈনিক ইত্তেফাকঃ বাঘা (রাজশাহী) সংবাদদাতা,১১ জুন, ২০১৬ ইং। এর লিংক দেওয়া আছে।
পত্রিকার মাধ্যমে যোগাযোগ করুন। অথবা আপনি চাইলে আমি সাহাজ্য করতে পারি।
৩| ২২ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০২
ইমরান আশফাক বলেছেন: ভালো মানুষ আমাদের বাংলাদেশে এখনো আছে!
২২ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৪
নুর ইসলাম রফিক বলেছেন: কমেন্ট বক্সের উপরেও দুইজন এর সন্ধান পাওয়া গেছে। উনারা হলেন রাসেল রানা আর জাহান আমি।
আপনি চাইলেই তাদের একজন হতে পারেন।
৪| ২৩ শে জুন, ২০১৬ দুপুর ১:৪৬
জাহান আমি বলেছেন: কিভাবে যোগাযোগ করতে পারি?
২৩ শে জুন, ২০১৬ বিকাল ৩:১২
নুর ইসলাম রফিক বলেছেন: পত্রিকার শেষের দিকে বা নিচের দিকে পত্রিকায় যোগাযোগের মাধ্যম দেওয়া থেকে।
অথবা স্থানীয় প্রত্রিকা অফিসের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।
আবার চাইলে আপনি চলে যেতে পারেন ভিকটিম এর জেলা উপজেলায়।
সেখানে গেলে প্রত্রিকার স্থানীয় প্রতিনিদি বা ভিকটিমকে খোজে পাওয়া তেমন কঠিন হবে বলে আমার মনে হয়না।
অথবা আপনি চাইলে আমি আপনাকে সাহাজ্য করতে পারি।
২৫ শে জুন, ২০১৬ বিকাল ৪:২২
নুর ইসলাম রফিক বলেছেন: পরিচালক শামসুদ্দিনের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই নম্বরে-01718542454.
সন্দেহ বোধ করলে যাচাই করে নিতে পারেন।
৫| ২৩ শে জুন, ২০১৬ বিকাল ৩:০৮
নুর ইসলাম রফিক বলেছেন: পত্রিকার শেষের দিকে বা নিচের দিকে পত্রিকায় যোগাযোগের মাধ্যম দেওয়া থেকে।
অথবা স্থানীয় প্রত্রিকা অফিসের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।
আবার চাইলে আপনি চলে যেতে পারেন ভিকটিম এর জেলা উপজেলায়।
সেখানে গেলে প্রত্রিকার স্থানীয় প্রতিনিদি বা ভিকটিমকে খোজে পাওয়া তেমন কঠিন হবে বলে আমার মনে হয়না।
অথবা আপনি চাইলে আমি আপনাকে সাহাজ্য করতে পারি।
৬| ২৩ শে জুন, ২০১৬ রাত ৮:০৬
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: খুব কষ্ট পেলাম। সামর্থ্যবান ব্লগার বন্ধুরা দয়া করে এগিয়ে আসুন। আল্লাহর ওয়াস্তে এই এতিম বাচ্চাদের জন্য কিছু করুন। দশের লাঠি, একের বোঝা।
ধন্যবাদ ভাই নূর ইসলাম রফিক।
২৪ শে জুন, ২০১৬ বিকাল ৫:০৯
নুর ইসলাম রফিক বলেছেন: আপনার করুন মিনতি সফল হোক সার্থক হোক জনাব আবুহেনা ভাই।
©somewhere in net ltd.
১|
২২ শে জুন, ২০১৬ বিকাল ৫:৫২
রাসেল রানার মেঘলা আকাশ বলেছেন: এই রমজান মাসে আসুন আমরা সবাই এই সব এতিমদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেই