![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের কাছে যখন ভারত, পাকিস্থান, ওয়েস্ট ইন্ডিস পড়াজয় বহন করার পর যখন অস্ট্রেলিয়ার ক্রিকেট দল এদেশে সফর করার কথা। তখন অস্ট্রেলিয়ার ক্রিকেট দল জংগি একটা ইসু টেনে এনে কৌশল গত ভা্বে তারা তাদের বাংলাদেশ সফরটা স্থগিত করে দিল। কারন তারা অনুমান কারতে পেরেছে যে বাংলার বাঘের সামনে অস্ট্রেলিয়ার ক্যাঙগারুদের কোন ভূমিকা নেই। কেননা তারা দেখতেছিল যে , এ বছর পর পর যে কয়টি দল বাংলাদেশ সফর করেছে সবাই মাথ নিচু করে পরাজয় বহন করে চলে গেছে।এরপর তো অস্ট্রেলিয়ার পালা । তাদেরকেও যদি বাংলাওয়াস করে দেয়। আর একারনেই হয়তো অস্ট্রেলিয়ার ক্যাঙগারুরা নানা অজুহাত দেখিয়ে লেজ গুটিয়ে বসে রইল। আর বলল ছয় সাত মাসের মধ্যে তারা আর বাংলাদেশ সফর করবে না। সামপ্রতিক সময়ে যে বিদেশি নাগরিকের হত্যা হল এটা অবশ্যই ন্যাক্কার জনক ঘটনা। এরকম ঘটনা
শুধু বাংলাদেশ কেন প্রত্যেক দেশেই বিভিন্ন সময় এ রকম ঘটনা ঘটে থাকে। তাই বলে কি সিরিজ স্থগিত করা।
২| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৯:২৩
মুহাম্মদ মুস্তফা মুশাররফ বলেছেন: প্রথমত, নিরাপত্তা খুবই বড় একটা ইস্যু। দ্বিতীয়ত, অষ্ট্রেলিয়া বাংলাদেশকে ভয় পায় এ ধরনের কথা অমূলক। বাংলাদেশ জাতীয় দল(পুরুষ) পাকিস্তানকে ভয় পায় বলে কি তারা সে দেশে খেলতে যায় নি? তৃতীয়ত, সাম্প্রতিক বিদেশী নাগরিক হত্যা এবং জাতীয় নেতানেতৃবৃন্দদের জঙ্গি সম্পর্কিত বক্তব্যও বিতর্কিত। তারা কথায় কথায় জঙ্গি দমনের কথা বলেন। জঙ্গি আছে বলেই তো তা দমনের প্রশ্ন আসে। এসব অনেক কথার কারণেই মূলত অষ্ট্রেলিয়া নিরাপত্তা হীনতায় ভুগছে। আর তাছাড়া সম্প্রতি ক্লার্ক বলেছেন, অষ্ট্রেলিয়া বাংলাদেশের সাথে খেলার জন্য মুখিয়ে আছে। সর্বশেষ, বাংলাদেশের বর্তমান সকল সাফল্যই ওয়ানডেতে। টেস্টে এখনো খুব একটা ভাল পারফরম্যান্স আমরা দেখি নি। আর অষ্ট্রেলিয়ার বাংলাদেশে ২টি টেস্ট খেলতেই আসার কথা।
৩| ০৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০০
রাশেদ বিন রাদ বলেছেন: আসসালামুআলাইকুম (মুহাম্মদ মুস্তফা মুশাররফ ) ভাইয়া - ভুলগুলি ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন...............
©somewhere in net ltd.
১|
০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৯
রাশেদ বিন রাদ বলেছেন: প্রিয় ব্লগার ভায়েরা ( আসসালমুআলাকুম) - আমি নতুন ব্লগার তাই ভুল হলে ধরিয়ে দিবেন।