নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

carbon copy clips

[email protected]

carbon copy clips

[email protected] › বিস্তারিত পোস্টঃ

মৃত উট দেখলে কাছেও যাবেন না, কিন্তু কেন?

২১ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫৩

মরুভূমিতে চলাচলের অন্যতম একটি মাধ্যম হলো উট। এই কারণে উটকে মরুভূমির জাহাজও বলা হয়। উট অনেকদিন পর্যন্ত পানি পান না করে থাকতে পারে। তবে কোনো কারণে উট যদি মরুভূমিতে ক্ষুধা বা পানির অভাবে মারা যায় তবে সে মৃত উটকে স্পর্শ করা উচিত নয়।
উট যখন ক্ষুধা বা পানির অভাবে মারা যায় তখন উটের শরীর লিপিডের মেটাবলিজম বন্ধ করে দেয়। যার ফলে ফ্যাট শরীরের ভিতরে ভেঙ্গে ক্ষতিকারক মিথেন গ্যাস তৈরি করে। এছাড়াও উট তার পেটে পানি জমিয়ে রাখতে পারে। এই পানিও হজম হয় না। এই পানিতে বিভিন্ন মাইক্রোঅর্গানিজম গ্রো করে। এই মাইক্রোঅর্গানিজম ফার্মেন্টেশন প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন ছাড়াও অনেক দাহ্য গ্যাস তৈরি করে। এই সকল গ্যাসের কারণে মৃত উট একটি বিস্ফোরক হিসেবে কাজ করে যা কিনা সামান্য স্পর্শে বিস্ফোরিত হতে পারে। শুধু উট ই না এমন অনেক প্রাণীরই মৃত্যুর পরে তাদের শরীরে এই ধরনের বিস্ফোরক গ্যাস তৈরি হতে পারে।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন: আচ্ছা যাবো না।
প্রথম পাতায় স্বাগতম।
অন্যদের পোস্ট দেখুন, পড়ুন, মন্তব্য করুন।
শুভকামনা আপনার জন্য।

২| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভয়াবহ, তবে উপকারী তথ্য।

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:০০

সাড়ে চুয়াত্তর বলেছেন: মৃত উট দেখলে কি করা উচিত?

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:১৪

শাহ আজিজ বলেছেন: ভাল প্রসঙ্গের অবতারনা করেছেন । আমাদের দেশে উট নেই তাই এই উপদেশ আরবে বসবাস করা বাঙ্গালীদের জন্য কাজে দেবে ।

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:২৯

অপ্‌সরা বলেছেন: কি সাংঘাতিক!

এমন তথ্য কখনও শুনিনি। প্রথম জানলাম।

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৫০

সোনালি কাবিন বলেছেন: বলেন কী !

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪১

রানার ব্লগ বলেছেন: ভাগ্যিস বাংলাদেশে উট নাই।

৮| ২২ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১:১৬

কামাল৮০ বলেছেন: @সাচু,মৃত উট দেখলে সালাম করা উচিত।কারন আমাদের নবী উট চড়াতেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.