নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুবই সাধারণ একজন মানুষ। কম্পিউটার প্রকৌশলী পেশায়, এখন কানাডাতে আছি। প্রচণ্ড রকমের আস্তিক তাই নাস্তিকদের এড়িয়ে চলি। কখনো কোন রকম তর্কে যাই না। মুভি ফ্রিক। কার্টুন দেখি ...

রাসেল রাসেল রাসেল

আমি এতোই সাধারন মানুষ, লেখার মত তেমন কিছুই নেই। ভালো মানুষ হবার চেষ্টা করে যাচ্ছি।

রাসেল রাসেল রাসেল › বিস্তারিত পোস্টঃ

বোকা মানুষ!!!

২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:০৮

তুমি দিনের পর দিনে রাত জেগে, বন্ধুদের সাথে আড্ডা না দিয়ে পড়া লেখা করেছো কোন পাবলিক পরীক্ষায় অংশ নেবার জন্য?? তবে তুমি বোকা।

তুমি পরীক্ষার প্রশ্ন ছাড়া ভালো করার চিন্তা করছো?? তবে তুমি বোকা।

তুমি তোমার স্বপ্নের পথে অগ্রসর হচ্ছো?? তবে তুমি বোকা।

তুমি সৎ ভাবে জীবন যাপন করার চিন্তা করছো? তবে তুমি বোকা।

তুমি অন্য মানুষকে ছোট না করে নিজের মনে কাজ করে যাচ্ছো? তবে তুমি বোকা।

তুমি বাংলাদেশকে ভালোবাসো? তবে তুমি বোকা।

তুমি যোগ্যতাকে বিশ্বাস করো?? তবে তুমি বোকা।

তুমি মেধার ভিত্তিতে সরকারী চাকুরী করতে চাও? তবে তুমি বোকা।

তুমি নিজেকে ভালো পাত্র মনে করছো কারন ভালো বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছো যদিও তোমার ধন সম্পত্তি নেই, তবে তুমি বোকা।



আমাদের এই দেশটি আসলেই হীরক রাজার দেশ। এখানে প্রতিটি কাজে, প্রতিটা সেক্টরে দূর্নীতি। মানুষ শিক্ষাকে এখনো সঠিক ভাবে মূল্যায়ন করতে শেখে নি। উদাহরন স্বরূপ বলা যেতে পারে, একজন পাত্র যে সরকারী চাকুরী করে দ্বিতীয় শ্রেনীর কিন্তু উপরী আয় দিয়ে সে অনেক টাকা কামিয়েছে সেই পাত্র কিন্তু একজন ইঞ্জিনিয়ার বা ডাক্তার থেকে বিয়ের বাজারে ভালো। ছোট ছোট ছেলে মেয়েদের মেধা যাচাইয়ের একটি পরীক্ষা আজ প্রশ্ন ফাসের দোষে দুষ্ট। সেই দেশটি কি পারবে সামনে আগাতে???

হীরক রাজার এই দেশে আমি আজ বোকা মানুষ... খুব খারাপ লাগে দেশের জন্য, নিজের জন্য... /:)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.