![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক দিন থেকেই বিষয়টি জানতে ইচ্ছা করছিল তাই আজ লিখতে বসলাম। বাজার বিভিন্ন রকম যেমন: ১, ২, ৫, ১০, ২০, ৫০, ১০০ ইত্যাদি টাকার স্ট্যাম্প দেখতে পাওয়া যায়। অনেকে এটি দিয়ে জমির বাইনামা, টাকা লেনদেন এবং আরো আনেক ধরনের কাজ করে থাকে। আবার দেখা যায় অনেকে ২০ টাকা, ৫০ টাকা আবার অনেকে ১০০ টাকার স্ট্যাম্প ব্যবহার করে থাকে। আবার অনেকে একসাথে একাধিক স্ট্যাম্প ব্যবহার করে থাকে। আমার প্রশ্ন হল : -
১।। ২০ টাকা বা ৫০ টাকা স্ট্যাম্প ব্যবহার করার কারন কি? এটি কি লেনদেনকৃত টাকার উপর নির্ভর করে না যত বেশি টাকার স্ট্যাম ব্যবহার কারা হবে তত বেশি আইন পাকা হবে।
২।। একসাথে একাধিক স্ট্যাম্প ব্যবহার করা হয় কেন?
প্রিয় পাঠক আমার এই প্রশ্নের উত্তরটি জানলে দয়া করে দিবে। আর লেখায় ভূল হলে ক্ষমা করবেন।
।।ধন্যবাদ।।
২| ০৪ ঠা নভেম্বর, ২০১২ সকাল ৮:৫৫
ব্লগ রাতুল বলেছেন: R 2ta 3 ta Stamp use kora hoy Becoz Onnek somoy Dolil er lekha gula Onnek boro hoy. Alada kunu paper use kora hoy na bidhay jodi 200 taka stamp hoy tahole 100 takar 1 ta and 50 takar 2 ta use kora hoy.
৩| ০৪ ঠা নভেম্বর, ২০১২ সকাল ৯:২৫
নিলু বলেছেন: আমার ধারনায় বলছি যে , ষ্ট্যাম্প তৈরি হয়েছিলো সরকারী কাজে একটা ফি , যা সাধারণত জমি / জাতি / রদবদল কাজে / ব্যাবহার করার জন্যই , তবে এখন এর অপব্যাবহারি বেসী হচ্ছে কারন যত্র / তত্র ব্যাবহার হচ্ছে , আবার ষ্ট্যাম্পে চুক্তি থাকলেই যে আমি / আপনি ফাইনাল তা কিন্তু নয় , সেই ষ্ট্যাম্প চুক্তি বাস্তবায়ন করতে আপনাকে আবার দিনের পর দিন আদালতে ঘুরতে হবে , শেষ পযন্ত আপনি হেরেও যেতে পারেন ।তার মানে কি দাঁড়ালো স্ট্যাম্প চুক্তি নট ফাইনাল , তবে জমি রেজিস্টারের কাজে ফাইনাল । আর ১ / ২ ৩ ৪ /৫ টাকার ষ্ট্যাম্প তৈরি হয়েছে ধরুন সরকারি ফি লাগবে ৪৮৯ টাকার , সেক্ষেত্রে এর প্রয়োজন হয় , ধন্যবাদ
৪| ০৪ ঠা নভেম্বর, ২০১২ সকাল ৯:২৯
অশুথ বলেছেন: রাতুল ভাই এর ১ম মন্তব্য ঠিক কিনা আমি জানি না।
আমি জানি স্ট্যাম্প এ্যক্ট এ টাকার পরিমান নির্ধারন করে দেওয়া আছে কত টাকার লেনদেন এর জন্য কত টাকার স্ট্যাম্প লাগবে। অনেক সময় বিক্রেতার কাছে সব রকম স্ট্যাম্প থাকে না তখন একাধিক স্ট্যাম্প ব্যাবহার করতে হয়। যেমন ১০ টাকার প্রয়জনে দুইটি ৫ টাকার স্ট্যাম্প।
প্রয়জনে আপনি স্ট্যাম্প এ্যক্ট বইটি কিনে নিতে পারবেন। নিলখেতের যেকোন আইন এর বই এর দোকানে পাবেন।
৫| ০৪ ঠা নভেম্বর, ২০১২ সকাল ১১:২৯
ব্যাংকার বলেছেন: ১. টাকা ধার নেয়ার আইনগত ডকুমেন্ট হল প্রমিজরি নোট। প্রমিজরি নোটে মোট ২০ টাকার রেভিনিউ ষ্টাম্প লাগাতে হবে। প্রমিজরি নোটে র মূল কথা হল আমি অদ্য ... তারিখ ..% হার সুদে ... টাকা ধার নিলাম যা চাহিবা মাত্র পরিশোধ করতে বাধ্য থাকিব। ব্যাংক থেকে লোন নিলে প্রমিজরি নোট লাগবে।
২. কিন্তু শুধু প্রমিজরি নোট এর উপর ভিত্তি করে লোন দেয়া হয় না। আরে কয়েক টি চুক্তি করা হয় । যেমন ব্যাংকের জমা হিসাব থেকে টাকা এডজাস্ট করার চুক্তি, বন্দকি সম্পত্তি বিক্রির চুক্তি, দোকানের মালামাল বিক্রির চুক্তি ইত্যাদি। প্রতিটি চুক্তির বর্তমান ষ্টাম্পের হার ৩০০ টাকা যা আগে ছিল ১৫০ টাকা তার আগে ৫০ টাকা। প্রয়োজনীয় সংখ্যক ছাপানো ষ্টাম্প এ হাতে লিখে বা টাইপ কারে তাতে দুইপক্ষের স্বাক্ষর নেয়া হয়। অথবা আগে থেকে ছাপানো ফর্মে বিশেষ আঠালো ষ্টাম্প লাগাতে হবে।
৩. জমি রেজিস্ট্রির ক্ষেত্রে টাকার পরিমান জমির মূল্যের উপর নির্ভক করে যেকোন পরিমান হতে পারে।
৪. অশুথ বলেছেন:
প্রয়জনে আপনি স্ট্যাম্প এ্যক্ট বইটি কিনে নিতে পারবেন। নিলখেতের যেকোন আইন এর বই এর দোকানে পাবেন।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা নভেম্বর, ২০১২ সকাল ৮:৫৩
ব্লগ রাতুল বলেছেন: এটি কি লেনদেনকৃত টাকার উপর নির্ভর করে না যত বেশি টাকার স্ট্যাম ব্যবহার কারা হবে তত বেশি আইন পাকা হবে।