নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানা অজানা

রাসেল.নেট এর ব্লগে আপনাকে স্বাগতম।

রাসেল.নেট

মানুষকে ভালোবাসতে শিখুন।

রাসেল.নেট › বিস্তারিত পোস্টঃ

এক্সটার্নাল টিভি কার্ড কিনতে পরামর্শ চাই!

০৮ ই জুন, ২০১৩ সকাল ৭:২০

আমি একটি এক্সটার্নাল টিভি কার্ড কিনতে চাই। আমি LG LCD monitor ব্যবহার করি। কোন ব্যান্ড কিনলে ভাল হয়। দাম কত হবে। সেটাতে কি কি সুবিধা পাওয়া যাবে জানাবেন। আমার বাজেট ২০০০ এর মত।

ভাল থাকবেন সকলে। ধন্যবাদ

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০১৩ সকাল ৭:৩১

রিফাত হোসেন বলেছেন: হুম, এটার থেকে কি টিভিতে দেখার বেটার নয় কি ?

২| ০৮ ই জুন, ২০১৩ সকাল ৭:৪৮

দি সুফি বলেছেন: কম দামের ভিতর গ্যাডমেই ভালো হবে।

০৮ ই জুন, ২০১৩ সকাল ৮:২৯

রাসেল.নেট বলেছেন: কেমন দাম পড়বে। এটাতে P I P আছে

৩| ০৮ ই জুন, ২০১৩ সকাল ৭:৫১

ইমরাজ কবির মুন বলেছেন:
আমাদের জন্য ভাইয়া ১.৫-২ বছর আগে KWorLd এর ১টা কিনসিলো, দাম মনে হয় ১৬বা ১৮শ টাকা পড়সে।৭০টা চ্যানেল আসে।এখনো বেশ ভালৈ সাপোর্ট দিচ্ছে ||

৪| ০৮ ই জুন, ২০১৩ সকাল ৮:৩০

ইমরাজ কবির মুন বলেছেন:
কারেকশন: ২২০০/-
টিভি কার্ড কিনে কম্পিউটারে ফিফা ওয়ার্ল্ড কাপ ২০১০ দেখসিলাম, তারমানে প্রায় সাড়ে ৩বছর আগে কেনা হৈসে ||

০৮ ই জুন, ২০১৩ সকাল ৮:৪১

রাসেল.নেট বলেছেন: এটাতে P I P আছে

৫| ০৮ ই জুন, ২০১৩ সকাল ৮:৫০

দি সুফি বলেছেন: জানিনারে ভাই। বাজারে মডেলেরতো অভাব নাই। ভালো হয়, আপনি যদি কিছু দোকান ঘুরে দেখেন। দামও পেয়ে যাবেন, ফিচারগুলোও জেনে যাবেন। সাধারনত সবগুলোতেই ১ বছরের বিক্রয়োত্তর সেবা আছে। তঐ খুব একটা সমস্যা হওয়ার কথা না।

৬| ০৮ ই জুন, ২০১৩ রাত ১১:২২

রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: আমি ৪৩০০ টাকা দিয়ে এভারমিডিয়া কিনছিলাম।

বাসায় এসে দেখি কোন চ্যানেলেই সাউন্ড আসে না, ছবিও সাদাকালো দেখায়।

ডিশের লোক ডাকলাম, ওরা বললো স্যার ১৫০০ টাকা দিয়া গ্যাডমি কিনে আনেন। বাংলাদেশের ডিশের লাইনের যে পাওয়ার তাতে এভারমিডিয়া দিয়া চলবে না, কমদামি টিভি কার্ডে ভালো রেজাল্ট পাইবেন।

মনের দু:খে তৎক্ষণাৎ আইডিবিতে গেলাম। ভাগ্য ভালো, চেঞ্জ করতে পারছিলাম, সাধারণ চেঞ্জ হয় না। একদিন পরে গেলে তো হয়ই না।

নো চিন্তা, ১৫-১৬ শ টাকায় গ্যাডমি কিনে আনেন, ভালো রেজাল্ট পাবেন। বেশি দামি কিনবেন, ভালো টিভি কার্ড কিনবেন, কিন্তু ছবি ভালো পাইবেন না। যেই রোগের যেই ওষুধ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.