নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাসেল আহমেদ রাজু এর বাংলা ব্লগ

রাসেল আহমেদ রাজু

Google Adwords Certified Promotional Video Maker,Entrepreneur,Digital Marketing Consultant

রাসেল আহমেদ রাজু › বিস্তারিত পোস্টঃ

অসমাপ্ত এক হারুয়া-অকর্মা ছেলের গল্প !

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৫

অসমাপ্ত এক হারুয়া-অকর্মা ছেলের গল্প !
--------------------------------------------------------



আসল ঘটনাটা কি ?

নিম্নবিত্ত ঘরের ছেলে আমি । বাবার বারন সত্ত্বেও জোর করে ঢাকায় এসেছি । নিজের খরচ নিজে চালাতে গত ৪/৫ বছর বহু রকমের চেষ্টা চালিয়েছি । টিউশনি,হকারি,চাকুরী করে চেষ্টা করেছি একটু দাঁড়ানোর ।কোন পুজি না থাকা সত্ত্বেও বহু রকমের বিজনেসের পরীক্ষা নিরীক্ষা চালিয়েছি । ২/১টি ছাড়া বেশিরভাগ প্রজেক্ট গুলোই বিফল হয়েছে । আমার টার্গেট হল আইটি বেজ বিজনেস দাঁড় করানো। কারন আমি আউটডোর জবে খুব একটা কমপোর্ট ফিল করিনা। নানা পরীক্ষা নিরীক্ষা করার কারণে আমি বাসা থেকে কম বের হই । যার জন্য অনেকেই আমাকে ভুল বুঝে। এটার চেষ্টা করতে গিয়ে যে একেবারে বিফল হয়েছি তা বলবনা ।তবে নানাভাবে হারতে হারতে কনফিডেন্সটা ইদানিং কেমন জানি কমে গেছে !

কোন কাজে হাত দিলে আমার কি কি সমস্যা হয় ?

১.হালাল হারাম বিবেচনা ? (সবচেয়ে কঠিন কন্ডিশন ) *
২.ইনডোর ভিত্তিক কিনা ?
৩.বেশি পুজি লাগবে কিনা ?
৪.ফিউচার কেমন ?
৫.পড়াশুনার করার সুযোগ পাবো কিনা ?
৬.সিদ্ধান্তহীনতা

এখনকার অবস্থা (মানসিক) :

নিজেকে বুজতেই আমার সময় গিয়েছে সবচেয়ে বেশি ।মাঝে মাঝে নিজেকে বোকা মনে হয়, আবার মাঝে মাঝে মনে হয় না ঠিক আছি । এই হালাল হারাম প্রশ্নে আমি কত কাজ করতে পারিনি। ডিসিশন নিতে দেরি হয় । নিজের বিবেকের কাছে অনেক দংশিত হয়েছি । তাই , বলে আমি যে ধোয়া তুলসী পাতা তা বলবনা । তবে মনে প্রানে চাই , আল্লাহ যাতে হালাল পথে আমার স্বপ্ন গুলো পূরণ করেন ।
আমার অভিজ্ঞতা কম । তাই, নানা কাজে মানুষ আমাকে ঠকিয়েছে । অনেক ধাক্কা খেয়েছি । এরপর ও আমার আবেগটা কমেনি । স্বপ্ন দেখে ফেলেছিলাম অনেক বড় । কিন্তু বাস্তবটা অনেক নিষ্ঠুর ।

প্রাপ্ত শিক্ষা :

আল্লাহ যদি আপনার ভাগ্যে(তাকদিরে) না রাখেন ,আপনার শত প্রচেষ্টাও বিফল হবে । আর যদি রাখেন তাহলে , আপনাকে অনেক দেরিতে ও শত রাস্তা ঘুরিয়ে হলেও দিবেন । অনেকে প্রতিবাদ করবেন আমার কথায়। বলবেন, না ! লেগে থাকলে সব হয় । কথা সত্য, লেগে থাকলে সফল হওয়া যায় । কিন্তু অনেকদিন ধরে লেগে থাকতে গেলেতো ওই পরিমান রসদ লাগবে । রসদ না থাকলে লেগে থাকবেন কিভাবে ?

শেষ কথা :

দিন শেষে সবাই সফলদের মনে রাখে, কিন্তু এই সফল হবার দৌড়ে কত জন যে হেরে গেছে তাদের কেউ খোঁজ নেয়না । কাউকে দোষ দিয়ে লাভ নেই । সব মানুষেরই কিছু সীমাবদ্ধতা থাকে । মটিভেশনাল কথা বার্তা বলে একটু উৎসাহ দেওয়া যায় । কিন্তু , মানুষটাকে পরিবর্তন করা কঠিন । দরকার একটু সঠিক গাইডলাইন । কে দিবে সেই গাইড ?

ভবিষ্যতের কথাঃ

লড়াই চলছে, চলবে ............পরীক্ষা নিরীক্ষাও বন্ধ হবে না । কারন পরীক্ষা থেকে প্রাপ্তি ও আলহামদুলিল্লাহ, একেবারে কম নয় ! ☺ (গার্ল ফ্রেন্ড ছাড়া)!!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫৮

মেহেদী রবিন বলেছেন: কি আর করা ! অভিজ্ঞতা কিন্তু বাড়ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.