![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন যুদ্ধে জয়ী হতে কত রজনী অশ্রুসিক্ত কেটেছে। একথা সত্য যে, পৃথিবীর সব অশ্রু স্বর্ণতুল্য, কখনো তা অযথা ঝরেনা। প্রখর রোদ্র তাপে মাটির দেহ জ্বলেছে উত্তপ্ত মরুভুমির দাহ্যের মত। দিনের আলো হারিয়ে রজনী যত গভীর হতে থাকে , চিন্তা নামক হায়েনারা তত কুড়ে কুড়ে খেতে থাকে মস্তিস্ক। ঐ হায়েনাদের দাপটে ক্লান্তি আর অবসাদে কেটেছে কত নির্ঘুম রজনী। এপাশ ওপাশ করে কেটেছে রাতের দু-তৃতীয়াংশ, তবুও দেখা মেলেনি নিথর নিদ্রার। অবশেষে যখন দেখা মিলেছে, তখন সুবহে সাদিক প্রায়। অর্ধনিদ্রায় পৌছেছি কেবল, তখনি বাতাসে ভেসে এলো সুললিত কন্ঠে ঐশি ডাক। ঘোষণা দিল- “ঘুম থেকে নামাজ উত্তম”। নির্ঘুম রক্তবর্ণ চোখ আর ক্লান্ত দেহ নিয়ে বিছানা ছেড়ে ছুটে চললাম মসজিদ পানে। প্রভাত বেলার মৃদু হিমেল হাওয়া রাতের ক্লান্তি কিছুটা হলেও মুছে দিল। প্রভুর দরবারে মাথা নত করতে গিয়ে মানসিক প্রশান্তি খুজে পেলাম। ক্লান্তি, অবসাদ আরো অর্ধেকটা মুছে গেল। কিন্তু আবারো শুরু হল উত্তপ্ত সুর্য মামার সঙ্গে পাল্লা দিয়ে জীবন সংগ্রাম....। যুদ্ধ বিধ্বস্ত এ আহত দেহ একটু সুখ চায়। মস্তিস্ক চায় দীর্ঘ নিদ্রা...! কিন্তু ওকে কে বুঝাবে- জীবন মানেই সংগ্রাম, করে যেতে হয় সাধনা। ওকে সান্তনা দেয়ার যে কেউ নেই।
১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১৫
রাসেল উদ্দীন বলেছেন: জীবন সংগ্রামে শুধু বিজয়ের অপেক্ষা!
ধন্যবাদ! শুভেচ্ছা নিবেন!
২| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:২৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আল্লাহর কাছে বলেন। ইনশাআল্লাহ আলো আসবেই...
১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১৮
রাসেল উদ্দীন বলেছেন: জ্বী! সুখে-দুঃখে আল্লাহই একমাত্র ভরসা!
শুভেচ্ছা নিবেন!
©somewhere in net ltd.
১|
১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:১৫
সাইফুর রহমান খান বলেছেন: কিন্তু ওকে কে বুঝাবে জীবন মানে সংগ্রাম।