![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এসো হে বর্ষা! রুপসী বাংলাকে সাজিয়ে
এসো মুষলধারে রিমঝিম বাজনা বাজিয়ে,
তুমি অপরুপ বাংলার লাবণ্য হাসি
তুমি বৃষ্টিভেজা আষাড়ি কন্যার দুষ্ট হাসি,
তুমি সিক্ত কদম জুইঁ বেলী পদ্ম ফোটা ফুল
তুমি বর্ষায় ডুবে যাওয়া মাঠের হারানো দু’কুল,
তুমি প্রভাতে কলাপাতায় পড়া ঝরঝর বৃষ্টি
তুমি হিমেল হাওয়ায় বহমান উল্লাস সৃষ্টি,
তুমি দিঘীর জলে ফোটা প্রভাতী পদ্মফুল
তুমি কৃষকের জালে মাছধরা নদীর কুল,
তুমি অভিমানে ঝরে যাওয়া মেঘের কান্নাজল
তুমি ঘরের দোরে ভেসে যাওয়া সমুদ্র অতল,
তুমি সাঁঝ দুপুরে নেমে আসা গভীর সন্ধ্যাবেলা
তুমি গোস্বা মেঘের গর্জন শুনে কাজে অবহেলা,
তুমি রাত্র নিশিতে টিনের চালে পড়া ঝুম বৃষ্টি
তুমি জানালার ধারে চেয়ে থাকা অপলক দৃষ্টি,
তুমি ঘুম ভাঙ্গা ভোরে কানাচে ব্যাঙের ডাক
তুমি গোধুলী বেলায় বৃষ্টিভেজা শালিকের ঝাঁক,
তুমি ভেজাবনে বেলী ফুল তোলা গ্রাম্য বালিকা
তুমি মেঘলা রাতে আলোর চমক লাল নীহারিকা,
ওগো বর্ষা! আজি এ ঝরঝর বৃষ্টির দিনে
শ্রাবণে অলস সময় বল কাটবে কেমনে,
তুমি কালের গর্ভে হারিয়ে গিয়েও এসো অবশেষে
তোমার জন্য আবারো জন্ম নেব বর্ষার এই দেশে।
২০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০৬
রাসেল উদ্দীন বলেছেন: বর্ষায় সতেজ হোক মানব হৃদয় ও প্রকৃতি!
ধন্যবাদ। শুভেচ্ছা নিবেন!
২| ২০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১০
সৈয়দ আবুল ফারাহ্ বলেছেন: হে বর্ষা,
তুমি দরিদ্র কৃষকের পুকুরের মাছ নিয়ে যাও খাল, বিল, নদীতে
তুমি দিন মজুরের মজুরী নষ্ট কর
তুমি দরিদ্র কাজের বুয়ার কষ্ট বাড়িয়ে দাও
তুমি নারীর হাস-মুরগী, গরু-ছাগল-ভেড়া পালন কষ্টকর করে তোল
হে বর্ষা,
তুমি আমাদের কৃপা কর।
২০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৩
রাসেল উদ্দীন বলেছেন: প্রকৃতির প্রতিটি অঙ্গনে ইতিবাচক ও নেতিবাচক দিক রয়েছে। আমরা ইতিবাচকের সৌন্দর্যের প্রশংসা করতে পারি।
মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভেচ্ছা নিবেন!
৩| ২০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১২
সেলিম আনোয়ার বলেছেন: বর্ষাতো যাচ্ছে না ।
২০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৭
রাসেল উদ্দীন বলেছেন: বিদায়ী সাক্ষাৎ দিতে এসেছে বর্ষা। হাতছানি দিচ্ছে শীত।
ধন্যবাদ, ভালো থাকবেন।
৪| ২০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৭
সাদা মনের মানুষ বলেছেন: আজকের দিনে আপনার আহ্বান ১০০ তে ১০০ ফলে গেছে। শুভ কামনা জানিয়ে গেলাম।
২০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৮
রাসেল উদ্দীন বলেছেন: জ্বী, একদম তাই। আমার কবিতা তাহলে স্বার্থক হয়েছে।
শুভেচ্ছা আপনাকেও! @সাদা মনের মানুষ
৫| ২০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫
হুমায়রা হারুন বলেছেন: খুব সুন্দর কবিতা
২০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৭
রাসেল উদ্দীন বলেছেন: প্রশংসায় পুলকিত হলাম!
ধন্যবাদ! ভালো থাকবেন। @হুমায়রা হারুন
৬| ২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৯
জাহিদ অনিক বলেছেন:
এসো হে বর্ষা এসো এসো ।
বর্ষা তো সব ভাসিয়ে নিয়ে যাচ্ছ !
২৪ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৪
রাসেল উদ্দীন বলেছেন: বর্ষার এই একটি বড় দোষ। বাকীটা সৌন্দর্য।
মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন!
৭| ২১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৭
উম্মে সায়মা বলেছেন: এমন আহ্বান কি বর্ষা ফেলতে পারে? অবশ্যই আসবে। সময়ের আগেই চলে আসবে
ভালো লিখেছেন।
২৪ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৭
রাসেল উদ্দীন বলেছেন: সময়ের পরেও এসেছে বর্ষা। কবিতা তাহলে স্বার্থক হয়েছে।
আমার ব্লগে আপনাকে স্বাগতম! ভালো থাকবেন!
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০০
অনিক_আহমেদ বলেছেন: বর্ষা আসুক, ভিজিয়ে দিক এই ধরণী।
সুন্দর কবিতা।