![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুখের আড়ালে
কে তুমি দাড়ালে
দুঃখের বার্তা নিয়ে?
আবারো শুন্যে হারালে
আমাকে ফিরালে
বুকভরা স্বপ্ন দিয়ে?
কিসের বিহনে মলিন এ হৃদয়
গল্প ভাবনায় মম কল্পনা যাদুময়
জগত সংসার আনিছে যাতনা মম
স্মৃতির আড়ালে বেদনা পর্বতসম
তবু চির বিশ্বাসী আমি, ভয়কে করি ধিক
আমি দৃঢ়, আমি নির্ভিক
যাহা চায়, আমি তাহা পায়
বিপদে আমি উল্লাস করি
কাঁদি আমি সুখে
শুন্যে ভাসিছে মোর উন্মাদ চিত্ত
তবুও পুষিয়াছি বুকে
বিত্ত বৈভবে চিত্ত শৈশবে ফিরিয়া চলে
সহস্র স্মৃতির পাতায়
হারানো অতিতে ফিরিবার কালে
গুমরে উঠি ব্যাথায়
বলি বেদনা; তুমি আর কেঁদো না
মম কল্পনা; শুধু গল্প না
চঞ্চল হৃদয় পোষ মানে না মোরে
ভেঙ্গে দেয় সব আশা
ভাসায়াছে মোরে অথৈই সিন্ধুজলে
সে কোন সর্বনাশা ?
৩১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫০
রাসেল উদ্দীন বলেছেন: পড়েছেন জেনে খুশী হলাম!
আমার ব্লগে আপনাকে স্বাগতম! আশরাফুল ভাই
২| ৩১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬
তারেক ফাহিম বলেছেন: জগত সংসার আনিছে যাতনা মম
স্মৃতির আড়ালে বেদনা পর্বতসম[/sb
ভালো লিখলেন।
৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০৮
রাসেল উদ্দীন বলেছেন: ধন্যবাদ! তারেক ফাহিম ভাই!
শুভেচ্ছা নিবেন!!
৩| ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১২:০০
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল লিখেছেন কবি, কষ্ট যেন কাউকেই স্পর্শ না করে ------
০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১২:১৬
রাসেল উদ্দীন বলেছেন: জগতের সব মনুষ্য অন্তর আলো হোক আলো
জগতের সব মানব-দানব ভালো হোক ভালো
ধন্যবাদ! শুভেচ্ছা নিবেন @লাইলী আরজুমান খানম লায়লা!
৪| ০১ লা নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৪
শাহরিয়ার কবীর বলেছেন:
ভালো লিখেছেন++++
জীবন নামক জেলখানা থেকে মুক্তি মিলতে একদিন.......
০১ লা নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪০
রাসেল উদ্দীন বলেছেন: ধন্যবাদ! কবি!
ভালো থাকবেন!!
৫| ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১১:৪২
ওমেরা বলেছেন: সুন্দর কবিতার জন্য ধন্যবাদ ।
০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৭
রাসেল উদ্দীন বলেছেন: আপনার মন্তব্যে আপ্লুত হয়েছি!
ধন্যবাদ আপনাকেও!
©somewhere in net ltd.
১|
৩১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৫
আশরাফুল এষ বলেছেন: বাহ বেশ লিখেছেন .।