![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সরকারের সাফল্য প্রয়োজনের তুলনায় এত বেশী নয় যে, সানাই বাজিয়ে ড্রাম পিটিয়ে ঢোল শহরত করে বগল বাজাতে হবে। খুন, ধর্ষণ, সন্ত্রাস, দূর্নীতিকে এক পাল্লায় বসিয়ে অন্য পাল্লায় উন্নয়নের মহাফিরিস্তি চাপিয়ে ওজন দিলে “উন্নয়ন”কে অতি নগণ্যই মনে হবে!
এখন ব্যাখ্যা দিলে ’হাটে হাড়ি ভেঙ্গে যাবে’। পুলিশ প্রশাসনকে দোষ দিয়ে লাভ নেই - আগে রাজনীতিকে দুষণ মুক্ত করতে হবে। সমস্যার জট আরো গভীরে। সন্ত্রাসের হাত প্রশাসনের থেকে বড় নয়। কিন্তু প্রশাসনের লম্বা হাত গুটিয়ে রাখানো হয়েছে।
ক্ষমতায় টিকে থাকার জন্য যে সংবিধান বছর বছর কাটা ছেড়া করা হয়, মানবরচিত সে সংবিধান কখনো মানুষের কল্যাণে আসতে পারে না। আজ রাষ্ট্রীয় আইন-কানুনের জটিলতা আমাদেরকে নির্বোধ বানিয়ে রেখেছে। এখানে শাসকগোষ্ঠির মতামত ও তাদের সিদ্ধান্ত্যই চূড়ান্ত। জনগণের নাগরিকত্ব, সমঅধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, সুশাসন, বিচার ব্যবস্থা এসব শুধুই সংবিধানের পাতায় পাতায় চাপা পড়ে থাকা কয়েকটি শব্দগুচ্ছ ছাড়া কিছুই না। দুনিয়ার সব নীতিকথা আমাদের মুখস্থ, বাকি আছে শুধু কাজে পরিণত করা।
কবি ঠিকই বলছেন......
আমরা বঙ্গালি, কিন্তু পরিপূর্ণ মানুষ না।
তিন বেলা পেট পুরে খেতে পারলে, একটু সচ্ছল জীবন পেলেই আমাদের আর কিছু লাগেনা।
চারপাশের শত আপরাধ আজ কুপিয়ে হত্যা, কাল ধর্ষন, কিছুই আমরাদের গায়ে লাগে না। ভাবটা এমন ওরা মরলে মরুক আমরা তো আছি ভালোই। তিন বেলা পেট পুরে খাবার তো আমাদের পাশের ঘরের কুত্তাটাও খায়। তবুও বাড়িতে উল্টা পল্টা কিছু ঘটলে, কেউ গেইট দিয়ে ঢুকলে তেড়ে আসে, বিপদ মুক্ত হওয়ার আগ পর্যন্ত ঘেউ ঘেউ করে।
পেট পুরে খাবারটাই যদি সব হয় তাহলে মানুষ আর পশু-পাখির মধ্যে পার্থ্যক্য কোথায়?
এসব দেখলে ৭১ সালে বাঙ্গালীর বীরত্বের ইতিহাস গুলোকে বানোয়াট মনে হয়।
প্রতিবাদ হয়তো সত্যিই হয়েছিল সামনেও হবে কিন্তু দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর।
তারপর আওয়ামীলীগ যাবে বিএনপি আসবে......
হয়তো আবারও গুম, খুন, হত্যা। তারপর আবারও দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার অপেক্ষা।
এর শেষ কোথায়? আর কতদিন পালাক্রমে চলবে লুটপাট অত্যাচার।
দেশে সততা আর দেশপ্রেমের কি এতোই অভাব? তাহলে কেন উদিত হচ্ছে না নতুন দিনের সূর্য.... কেন হচ্ছে না নব শক্তির উত্থান?
জনগণ স্বাভাবিক ও নিরাপদ মৃত্যুর গ্যারান্টি চায়! নারীরা নিরাপদে রাস্তায় চলতে চাই! বিচার বিভাগ স্বাধীনতা চায়। অস্থিরতা ঠেকাতে চাই নতুন দিনের সূর্য!!
১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২৪
রাসেল উদ্দীন বলেছেন: দুই পরিবার মুক্ত দেশ এমনি এমনি হয়ে যাবে না। বাঙালীদেরকেই করতে হবে!
©somewhere in net ltd.
১|
১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: দুই পরিবার মুক্ত দেশ না হলে আমরা নির্বোধই থেকে যাবো...