![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নদীর তীরে দেখ জান্নাতী খেয়া
উঠলে পরে নাচিবে তখন আনন্দে হিয়া
মাতাল মন তোর শেষ করিবে ক্ষণিকের জীবন
এই খেয়া তোর পৌছে দিবে চিরসুখেরও ভুবন
ও তোরা বেহেশতে যাবি আয়
ঐ যে দেখ বেহেশত তরী যায়
সুখের জীবন আসিবে একদিন হইয়া পীড়ন
জীবন ভরে কাঁদাইবে তোরে, করিবে দহন
প্রভাত-সাঁঝে যপিসরে তুই আল্লাহ পাকের নাম
ধুইয়া যাবে পাপের ব্যাধী অন্তরও তামাম
ও তোরা বেহেশতে যাবি আয়
ঐ যে দেখ বেহেশত তরী যায়
অর্থ-বিত্ত-খ্যাতির মোহে মত্ত লোভি মন
মৃত্যু পাষাণ হানবে আঘাত; করিবে দহন
খোদার হুকুম হইলে পরে বাজবে মরণ বীণ
পূণ্য ছাড়া সঙ্গে কিছুই যাইবে না সেদিন
ও তোরা বেহেশতে যাবি আয়
ঐ যে দেখ বেহেশত তরী যায়
শান্ত হবে পরানও কায়া মানলে খোদার দ্বীন
খােদার প্রেমে করে দে তোর জীবনটা বিলীন
ইহজীবন খেল-তামাশা, স্বপ্ন বিধি শুধুই অর্থহীন
সময় থাকতে কর কর রে সাধন, নেইরে বেশি দিন
ও তোরা বেহেশতে যাবি আয়
ঐ যে দেখ বেহেশত তরী যায়।
২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫০
রাসেল উদ্দীন বলেছেন: হ্যাঁ এটা গান, তবে কবিতাও হতে পারে!
প্রশংসায় মুগ্ধ হয়েছি! ধন্যবাদ আপনাকেও!
২| ২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩৯
মামুন ইসলাম বলেছেন: চমৎকার লেখনী।
২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫১
রাসেল উদ্দীন বলেছেন: মন্তব্যে খুশী হলাম।
ধন্যবাদ। শুভেচ্ছা নিবেন!
৩| ২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৫
ধ্রুবক আলো বলেছেন: সুন্দর হয়েছে।
২২ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৪
রাসেল উদ্দীন বলেছেন: ধন্যবাদ, শুভেচ্ছা নিবেন!
৪| ২২ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: খুব সুন্দর হয়েছে।
২২ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৪
রাসেল উদ্দীন বলেছেন: প্রশংসায় আপ্লুত হয়েছি!
ধন্যবাদ সম্রাট ভাই!!
৫| ২২ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৮
শাহরিয়ার কবীর বলেছেন: বাহ! খুব সুন্দর লিখেছেন++
শুভ কামনা রইল ।।
২২ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৫
রাসেল উদ্দীন বলেছেন: এতো সুন্দর প্রশংসার বিনিময়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
শুভ কামনা আপনার জন্যেও!
৬| ২২ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৫
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: খুব ভালো লেগেছে।
২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:১৫
রাসেল উদ্দীন বলেছেন: তাহলে বখশীশ দেন!
©somewhere in net ltd.
১|
২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩৮
ওমেরা বলেছেন: এটা কি গান ভাইয়া ? ভাল হয়েছে ধন্যবাদ ভাইয়া।