![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবুজ প্রকৃতির ছেলে
জীবনের সব কোলাহল শেষে যখন নিভৃতে ফিরে আসি
মস্তিস্কের সব চিন্তাকে করে ফেলি একমুখী
অর্ধমৃত এ আত্মা বারবার ডুকরে কেঁদে ওঠে
বলে,ফিরে চলো সে সবুজের বুকে।
যেখানে সকালে শিশির ধুইয়ে দিবে পা
যেখানে নিশিথে চাদোয়া করবে খেলা,
বিকেলের স্নিগ্ধ নরম রোদে আরেকবার স্নান করব
দক্ষিনা বাতাসের গুঞ্জরণ হৃদয় পেতে শুনব।
গভীর রাতে কাশবনে জোনাকীর আলো দেখব
লক্ষ্মীপেঁচাটির ডাক শুনে যাবো অবিরত।
কিন্তু কে শুনবে আত্মার এ ক্রন্দন!
যান্ত্রিকতার আবহে বন্দী অবাস্তব জীবন
বাস্তব জীবন এখানে অর্থহীন,অস্পৃশ্য
জীবনের কাছে এ আত্মা বন্দী,বাধ্য।
©somewhere in net ltd.