![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবুজ প্রকৃতির ছেলে
আমি যে বাসাটায় ভাড়া থাকি সেই বাসার নিচ তলায় থাকে বাড়ীর দারোয়ান, তার স্ত্রী আর এক ছেলে নিয়ে। ওর স্ত্রী এই এপার্টমেন্টের বিভিন্ন বাসায় গৃহপরিচারিকার কাজ করে। আর তার তো দারোয়ানের ডিউটি। মনে হয় বেশ ভালই দিনকাল চলে ওদের।
যাই হোক, তার জীবন দেখে আমার মাথায় শুধু একটাই চিন্তা ঘুরপাক খায়, আমি যতদিন ধরে আছি সব সময় দারোয়ানকে দেখি গেইটে বসে থাকতে।বাইরে যেতে দেখিনি খুব একটা। কেমন লাগে ওর কাছে এই জীবন।
আমি তার পেশাকে ছোট করে দেখছি না, কিন্তু যখন নিজেকে ওই জায়গায় চিন্তা করি তখন নিজের কাছে অদ্ভুত লাগে। ঘণ্টার পর ঘণ্টা, দিনের পর দিন, মাসের পর মাস কিভাবে এমন করে দিন কাটানো সম্ভব!
আমি তো একটা দিন বাইরে না গেলে মনে হয় জেলখানায় বন্দী আছি। তাকে দেখে নিজের কাছে অস্বস্তি লাগে। মানুষের জীবনটা কিভাবে এতো ছোট পরিসরে রাখা সম্ভব!
০৫ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৫১
রাশেদ আহমেদ শাওন বলেছেন: ব্যাপারটা ঠিক বুঝলাম না
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:৪৭
বেলা শেষে বলেছেন: ....Excuse me brother, may i ask you - which kinds of Computer Courses you had done? And what is Typing Speed?
...up to next time.