নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ঝোঁক আছে লেখালেখিতে। চেষ্টা করি। অসম্ভব ভালো লাগে সবুজ প্রকৃতি, ভালবাসি প্রকৃতির প্রতিটি অনুষঙ্গ। আরও একটা জিনিস খুব-ই ভালো লাগে তা হলো পূর্ণিমার রাতে চাঁদের রুপালী আলো। মন চায় সে আলোতে হারিয়ে যেতে, বার বার ডুব দিয়ে গোসল করতে।এ

রাশেদ আহমেদ শাওন

রাশেদ আহমেদ শাওন

সবুজ প্রকৃতির ছেলে

রাশেদ আহমেদ শাওন › বিস্তারিত পোস্টঃ

অস্পৃশ্য ভালবাসা

১৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:২৪

অপলক চোখে শুধু তাকিয়েই ছিলাম অস্পৃশ্য সে সৌন্দর্যের দিকে



মেকি আলোর ঝলকানি ভেদ করে সে আসতে পারেনি আমার কাছে,



আমিও ছুঁয়ে দিতে পারিনি তার অনাবিল সৌন্দর্যের কোমল দেহ



শুধু চোখে চোখে ভাব হয়েছে, অন্তরে বয়ে গেছে আবেগের প্রবাহ।







সে আমার চাঁদনী রাতের চাঁদ আমার জ্যোৎস্না রাতের ঝলক



যেখানে আজ দেহ নয় সাতার কেটেছে হৃদয় আর এ দু'চোখ চেয়ে ছিল অপলক।



সেও ডেকেছে আমাকে, লোকে বলে সে নাকি চাঁদের বুড়ি



আমি বলি সে কোন বুড়ি নয়, চিরযৌবনা এক নারী।







সেই দিনগুলোতে সে নেমে আসতো আঁধারে, সাতার কেটে স্নান করতো সে নদীটির বুকে



আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতাম, আপাদমস্তক দেখে নিতাম তাকে।



নির্ঘুম রাতে ঝিরিঝিরি বাতাসে দুলে উঠত জলপ্রবাহ



আর ঢেউয়ের তালে নেচে উঠত তার বর্ণনাতীত সৌন্দর্য।







আমি তাকে হারাইনি আজো, ভুলিনি তাকে কখনো



তবু তার আমার ভাবের পথে বাঁধা হয়ে আছে অপ্রকৃতস্থ মেকি সৌন্দর্যগুলো।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.