![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবুজ প্রকৃতির ছেলে
ছোটবেলায় চাতক পাখির গল্প শুনেছিলাম। তবে আমি আজও দেখিনি সেই চাতক পাখি। আজ কেন জানি জীবনটা চাতক পাখির মতো মনে হচ্ছে। পিপাসায় বুক ফেটে যায় চাতকের। তার দরকার ঠাণ্ডা জল। চারদিকে কত দিঘি, হ্রদ, সাগর। কিন্তু কোন কিছুতেই পিপাসা মিটবে না চাতকের। তার চাই মেঘগলা ঠাণ্ডা জল।
চাতকচাতকী ডাকে, " ঠাণ্ডা মেঘ, কালো মেঘ, জল দাও। তোমার ঠাণ্ডা জল ছাড়া কিছুতেই মিটবে না পিপাসা।" এক সময় নীল আকাশের কালো মেঘ গলে বৃষ্টি নামে। আকাশ থেকে রূপার রেখার মতো নেমে আসে বৃষ্টির জল। পিপাসা মেটায় চাতক চাতকী।
আমিও সেই চাতকচাতকীর মতো। কিছুতেই পিপাসা মিটবে না আমার। আমার চাই মেঘগলা ঠাণ্ডা জল।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৩
রাশেদ আহমেদ শাওন বলেছেন: ধন্যবাদ
২| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:২১
রোকন রাইয়ান বলেছেন: দারুন
©somewhere in net ltd.
১|
৩০ শে আগস্ট, ২০১৪ ভোর ৬:১০
রাসেল_ফেণী বলেছেন: ভালো লাগলো লিখাটা।