![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবুজ প্রকৃতির ছেলে
পথিক!
মেপে দেখেছ কি? কতদূর হেঁটে এসেছ? কতদূর যেতে হবে?
ভেবে দেখেছ কি? কেনইবা তুমি হাঁটছ? কোথায় এই পথের শেষ?
খেয়াল করেছ কি? পথটা আগে সোজাই ছিল। এখন কেমন যেন আঁকাবাঁকা।
অনুভব করেছ কি? নেই তুমিও আর আগের মতন। একটু যেন এলোমেলো। একটুখানি কেমন যেন।
তুমি জানো কি? এই পথের শেষটা তুমি হয়তো পারবে না দেখতে। কারণ, কেউ পারেনি।
তবুও তোমারই মত আমরা সবাই চলেছি ওই শেষের খোঁজে। জানি, যদিও ওই শেষের আগেই হবে এই দেহের শেষ।
তবুও কেন হেঁটে চলেছি! কী আছে ওই পথের শেষে???
©somewhere in net ltd.